![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন কম্পুতার এবং তেলিকম মিস্ত্রি । লন্ডনে থাকি আর কামলা দেই। এইতো আর কি..!!
দুঃখের সাথে স্বপ্ন লয়ে ঘর বেঁধেছিলাম আমি -
ভেবে দেখিনি কোনটা কার চেয়ে দামি -
সুখ আছে বলেই দুঃখের এতো বদনাম,
তারে নিয়ে কবিদের কতো আয়োজন,
কতইনা পন্ডিতমশাইদের
ফিকে হয়ে যাওয়া রাম-নাম!
সুখ আছে বলেই
কবিতার পাতায় আজ আঁকাজোঁকা কতইনা,
কতশত বিরোহী কবিতা-কাব্য রচনা।
আমার আকাশ ভেঙ্গে কান্না ঝরে
বিদ্রোহী রাতের সুখের 'পরে -
সুখ আছে বলেই আমার মতো
সকলের এতো টানাপোড়ন -
নতুবা দুঃখরে লয়ে
সকলের আজ সংসার হতো,
হতো নানাবিধ আয়োজন!
১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৫
টিটু বলেছেন: আমি লেখার চেষ্টা করি মাত্র, তবে এটুকু নিশ্চিত করে বলতে পারি আমি কবি নই!
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৬
রাজীব নুর বলেছেন: কবি হলেই কবিতা লিখতে হবে এমন কোনো কথা নেই।
আমিও কবি না। কিন্তু প্রচুর কবিতা লিখি।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৫
টিটু বলেছেন: ধন্যবাদ সাহস দেয়ার জন্য!
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
শামচুল হক বলেছেন: দারুণ লাগল।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩২
টিটু বলেছেন: ধন্যবাদ!
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪০
রাজীব নুর বলেছেন: আমার মন্যরত উত্তর দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২০
চাঁদগাজী বলেছেন:
তুলনা করে দেখলাম, কবিতার চেয়ে ছবির সংযোজন ভালো হয়েছে