![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক রাত জাগা পাখি... স্বপ্নে নয়...আমি বাস্তবে বিশ্বাসি
শিক্ষা মানুষের মৌলিক অধিকার। শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য ও মৌলিক শিক্ষার গুরুত্ত্ব দার্শনিক ও শিক্ষাবিদ শিক্ষাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। শিক্ষার ... মতে : শিক্ষার উদ্দেশ্য হবে সুন্দর বিশ্বাসযোগ্য ও পবিত্র জীবনের উপলব্ধি। কমেনিয়াসের মতে : শিশুর সামগ্রিক বিকাশই শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত। আর মানুষের শেষ লক্ষ্য ... মানবাধিকার ও মৌলিক অধিকার। আর আমাদের দেশের শিক্ষাথী পাবলিক বিশ্ববিদ্যালয়ে তো সিটই পায়ই না তারপরও শিক্ষার জন্য যদি তারা প্রাইভেট ভারসিটিতে পড়তে যায় তবে সেখানে সরকার তো কোন সাহায্য করেই না বরং ভ্যাট দাবি করে । আজ থেকে মৌলিক অধিকার ৩ টি।
নিচের প্রতীকটা ছোটবেলা হতে দেখে এসেছি-- তবে এটা এখন পরিবতন করা উচিত.।.।.।।।
আমার মতে সরকারের উচিত দেশের প্রাইভেট ভার্সিটি গুলোকে চাপ দিয়ে টিউশন ফি কমানো।
০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৩
রনি.রায় বলেছেন: হয়তো কোনদিন সেটা হবে ্রিত্ত তবে জানেন কি আমাদের দেশে আমরা কোনকিছু ফ্রিতে করি না। কিছুদিন আগেও ভ্যাট আন্দলনের সময় কিছু ছাত্রদের খাবার টাকা না দিলে আন্দলন করবে না। এমন যদি হয় আমাদের চরিত্র।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৯
অবনি মণি বলেছেন: আহারে !! তা যদি করাতো তবে তো অনেক ভালো হতো !