![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*অনেক কিছুই জায়গা করে নিয়েছে আমার ছোট মনে। সময়ের প্রবল স্রোতে বদলে গেছে জীবনের অনেক কিছুই।মহাকাল আবার তার রহস্যভান্ডার থেকে কিছু উপহার দিয়েছে আমায়।। ছোটতে খুব চঞ্চল ছিলাম,এখন স্থির। একসময় ফুটবল ছিল আমার ধ্যান- ধারণা,এখন বিজ্ঞান। তবে যে জিনিসগুলো পরিবর্তন হয়নি,তাদের মধ্যে একটা হলো ভ্রমণ পিপাশা।প্রকৃতি যেন আমায় হাতছানি দিয়ে ডাকে,আর তার বিবর্তন।ইচ্ছে করে নভোমন্ডল ভেদ করতে,ইচ্ছে করে সমুদ্রের অতলে হারিয়ে যেতে।ইচ্ছে করে এলিয়েনদের সাথে বন্ধুত্ব করতে,মত্স্যকন্যাদের সাথে ভাব জমাতেও ইচ্ছে করে। আর এত সব খুঁজে বেড়াই টেলিভিশনের পর্দায়,ভার্চুয়াল জগতে। মাঝে মাঝে নবিতা হতেও ইচ্ছে করে,ইচ্ছে করে ডোরেমনের টাইম মেশিনে করে মেসোজয়িক যুগে ঘুড়ে আসতে।৬ ইঞি ছোট হয়ে দেখতে ইচ্ছে করে পৃথিবীটা। ডিসকোভারি আর নেট জিয়ো দেখে সময় পারি দিতেও ভাল লাগে। ভাবতে ভালো লাগে আইনস্টাইনের আপেক্ষিত তত্ত্ব,ডারউনের বিবর্তন,স্টিফেনের এলিয়েন আর টাইম ট্রাভেলিং নিয়ে। জানতে ইচ্ছে করে ব্লাক হোল,বারমুডাকে। আবার চিনতে ইচ্ছে করে নেসিকেও। কল্পনার সবই জাগ্রত হয় আইজ্যাক আজিমভের সায়েন্স ফিকশনে,অবিশ্বাসী হয়ে পরি প্রিন্সিপাল অব ইমপসিবিলিটিতে। হিমু হতেও ইচ্ছে হয় মাঝে মাঝে,জ্যোঁত্ন্সার আগুনে পুরে রাতের রাস্তায় হাঁটতে ভালো লাগে,শরীরে হলুদ পাঞ্জাবী আর খালি পায়। মিউজিক তো আমার শিরায় শিরায় বাসা বেঁধে আছে।সুমন ভাইয়ের সাথে কণ্ঠ মেলাতে না পারি,ইচ্ছেয় মিল আছে প্রচুর। -ইচ্ছে ছিল পৃথিবীটা বদলে দেবার,ইচ্ছে ছিল গীটার হাতে যুদ্ধে যাবার। নিজেকে সুপারম্যান মনে হয়,যখন মেডিটেশন করি।মনের বাড়িকে মাঝে মাঝে ভেঙ্গে চুরমার করে দেই,আবার সাজাই ইচ্ছে মত।আমার কল্পনার রাজ্যে আমি সব পারি। ইচ্ছে করে লেভিটেশন করতে,সাতার কেঁটে বেড়াতে আকাশের অসীমতায়।জানতে ইচ্ছে করে সবার মন টেলেপ্যাথি দিয়ে।হ্যাঁ আমি পারি,আমি সাইকিক। তবুও একটা কিছু নেই বলে মনে হয়।এমন দুটো চোখ খুঁজে পেতে ইচ্ছে করে,যেই চোখে তাঁকালেই মন শান্ত হয়ে যায়।চোখ দুটো যেন সম্মহোন করতে চায় আমাকে। বনলতা সেনের সেই চুল,সেই প্রশ্ন। ইচ্ছে করে আগলে রাখতে,পৃথিবীর সবটুকু সুখ তার জন্য জয় করে আনতে। কালজয়ী মায়ার বাঁধনে বন্দী হতে ইচ্ছে হয়। জানিনা কেন,ভালোবাসতে ইচ্ছে হয়।।।
আজ স্বাধীনতা দ্বিবস।আজকের দিনে সাধারণত আমাদের স্বাধীন বাংলার ইতিহাস শুনেই দিন পার হয়ে যায়। আজ আর ইতিহাস টেনে আনছি না। আজ একটু তাঁকাই আমাদের বর্তমানের দিকে, ভবিষ্যতের দিকে।।
৪৫ বছর হলো আমরা স্বাধীন হয়েছি। এই সময়ের মাঝে আমরা চেষ্টা করেছি আমাদের দেশটাকে স্বপ্নের মত করে গড়ে তুলতে। সাফল্য আর ব্যর্থতা, দুই মিলিয়েই এগিয়ে যাচ্ছে আমাদের স্বপ্নের দেশ। কিন্তু সাফল্য আর ব্যর্থতা দুটোর হিসেব মেলাতে গেলে হতাশ হতে হয় আমাদের। আমরা কতটুকু পেরেছি? কতটুকু করেছি বাংলার জন্য? স্বার্থ কি আমাদের দাবিয়ে রাখে নি?
প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের আবার হতাশ হতে হবে। আজ স্বাধীনতা দ্বিবস, আজ আমাদের আন্দোলন করতে হচ্ছে কিছু মানুষরুপী শয়তানদের বিপক্ষে। তনু ধর্ষণের জন্য শোকাহত হবো, নাকি স্বাধীনতা দ্বিবসের স্মৃতি চারণ করবো? উত্তর জানা নেই।
আজ স্বাধীনতা দ্বিবস, ভাবছি- আমরা কি আসলেই স্বাধীন? কিকরে ভাববো আমরা স্বাধীন? যেখানে আমাদের মা-বোনদের নিরাপত্তা নেই। না, থাক। অনেক লেখালেখি হয়েছে তনুকে নিয়ে। ব্লগে, ফেসবুকে, টুইটারে,, অনেক চ্যানেলের হেডলাইনে যায়গা করে নিয়েছে। আরো যদি লিখতে যাই, সেটা হয়ে যাবে বাঙ্গালীর আদিখ্যাতা। বরং কথা বলি সাফল্য নিয়ে। রাজন হত্যার বিচার হয়েছে, রাকিবও বিচার পেয়েছে। ঐশিও বাদ যায়নি। মানবতা কি আমরা বুঝতে শিখেছি। বিচার হয়েছে রাজাকারদের। উন্নত হচ্ছে দেশ, ধীরে হলেও হচ্ছে। এই সবই তো সাফল্য। তাহলে, তনু হত্যার বিচারটা হয়ে গেলেই আমাদের আর কোনো ব্যর্থতা থাকবেনা, তাই কি?
এতো সাফল্যের মাঝে কেউ কখনোও ব্যর্থতা খুঁজতে যাবে কেনো। না, আমরা স্বাধীন জাতি, আমাদের স্বকীয়তা বজায় রেখে আমরা চলছি। কিন্তু ওই যে, হিসেবটা মিলছে না। টি এস সির ঘটনা কি আমরা সবাই ভুলতে পেরেছি? হয়তো পেরেছি। হাজার হলেও স্বাধীন বাংলাদেশ তার স্বকীয়তা বজায় রেখে চলছে।
আজ স্বাধীনতা দ্বিবস, ধর্মকে নেড়েচেরে জঙ্গিবাদ আতঙ্কের মাত্রা দিন দিন বাড়িয়েই চলেছে। আমরা নিরাপদ? লিখতে ভয় হয়, আমরা স্বাধীন, তাই কোনো জঙ্গি কাল আমাকে হত্যা করলে ৫৪ ধারায় চলে যাবে মাপকাঠি। আমরা স্বাধীন, তাই আমাদের ভাবতে হয়। আমরা স্বাধীন বলেই ভাবতে হয় যে, আমরা কি আসলেই স্বাধীন, কতটুকু স্বাধীন? আজ স্বাধীনতা দ্বিবস, আজ আমরা স্মরণ করি আমাদের প্রিয় বাংলাদেশের বীরত্ত্ব আর সাফল্যের ইতিহাস। আমরা স্বাধীন, তাই আমাদের ব্যর্থতা ভুলে গেলেও আমাদের কোনো সমস্যা নেই।এখন আর অতীত ঘেটে কি লাভ? পেছনে তাঁকিয়ে থেকে কখনোও সামনে এগুনো যায় না। আমরা তাই করছি। এখন তাই,আমাদের উচিত পেছনে না তাঁকিয়ে সামনে এগিয়ে যাওয়া। কিন্তু অতীত ভুলে যাবো কি আমরা? তাহলে যে ভুলে যেতে হবে আমাদের সাফল্যও। তাহলে স্বাধীন বাংলার গর্বের কি থাকবে। আমাদের গর্ব আছে। এই বাংলায় আমাদের গর্ব। আমরা অতীত ভুলবো কেনো। অতীতকে আমাদের সাথে নিয়ে এগিয়ে যাবো। আমরা পারবো, সোনার বাংলা গড়ে তুলতে। সত্যিই একদিন পাড়বো।।।
২৬ শে মার্চ, ২০১৬ রাত ৩:০১
Enigmatic jihad বলেছেন: জ্বি।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৬ রাত ২:৪৪
কালীদাস বলেছেন: আপনার প্রোফাইল পিকটা চেনা চেনা লাগে। এটা এলুভেইটির ভোকাল মামা না?