নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তা করি অনেক কিছুর,কিন্তু তা ভাষায় প্রকাশ করতে পারি না।

Enigmatic jihad

*অনেক কিছুই জায়গা করে নিয়েছে আমার ছোট মনে। সময়ের প্রবল স্রোতে বদলে গেছে জীবনের অনেক কিছুই।মহাকাল আবার তার রহস্যভান্ডার থেকে কিছু উপহার দিয়েছে আমায়।। ছোটতে খুব চঞ্চল ছিলাম,এখন স্থির। একসময় ফুটবল ছিল আমার ধ্যান- ধারণা,এখন বিজ্ঞান। তবে যে জিনিসগুলো পরিবর্তন হয়নি,তাদের মধ্যে একটা হলো ভ্রমণ পিপাশা।প্রকৃতি যেন আমায় হাতছানি দিয়ে ডাকে,আর তার বিবর্তন।ইচ্ছে করে নভোমন্ডল ভেদ করতে,ইচ্ছে করে সমুদ্রের অতলে হারিয়ে যেতে।ইচ্ছে করে এলিয়েনদের সাথে বন্ধুত্ব করতে,মত্স্যকন্যাদের সাথে ভাব জমাতেও ইচ্ছে করে। আর এত সব খুঁজে বেড়াই টেলিভিশনের পর্দায়,ভার্চুয়াল জগতে। মাঝে মাঝে নবিতা হতেও ইচ্ছে করে,ইচ্ছে করে ডোরেমনের টাইম মেশিনে করে মেসোজয়িক যুগে ঘুড়ে আসতে।৬ ইঞি ছোট হয়ে দেখতে ইচ্ছে করে পৃথিবীটা। ডিসকোভারি আর নেট জিয়ো দেখে সময় পারি দিতেও ভাল লাগে। ভাবতে ভালো লাগে আইনস্টাইনের আপেক্ষিত তত্ত্ব,ডারউনের বিবর্তন,স্টিফেনের এলিয়েন আর টাইম ট্রাভেলিং নিয়ে। জানতে ইচ্ছে করে ব্লাক হোল,বারমুডাকে। আবার চিনতে ইচ্ছে করে নেসিকেও। কল্পনার সবই জাগ্রত হয় আইজ্যাক আজিমভের সায়েন্স ফিকশনে,অবিশ্বাসী হয়ে পরি প্রিন্সিপাল অব ইমপসিবিলিটিতে। হিমু হতেও ইচ্ছে হয় মাঝে মাঝে,জ্যোঁত্ন্সার আগুনে পুরে রাতের রাস্তায় হাঁটতে ভালো লাগে,শরীরে হলুদ পাঞ্জাবী আর খালি পায়। মিউজিক তো আমার শিরায় শিরায় বাসা বেঁধে আছে।সুমন ভাইয়ের সাথে কণ্ঠ মেলাতে না পারি,ইচ্ছেয় মিল আছে প্রচুর। -ইচ্ছে ছিল পৃথিবীটা বদলে দেবার,ইচ্ছে ছিল গীটার হাতে যুদ্ধে যাবার। নিজেকে সুপারম্যান মনে হয়,যখন মেডিটেশন করি।মনের বাড়িকে মাঝে মাঝে ভেঙ্গে চুরমার করে দেই,আবার সাজাই ইচ্ছে মত।আমার কল্পনার রাজ্যে আমি সব পারি। ইচ্ছে করে লেভিটেশন করতে,সাতার কেঁটে বেড়াতে আকাশের অসীমতায়।জানতে ইচ্ছে করে সবার মন টেলেপ্যাথি দিয়ে।হ্যাঁ আমি পারি,আমি সাইকিক। তবুও একটা কিছু নেই বলে মনে হয়।এমন দুটো চোখ খুঁজে পেতে ইচ্ছে করে,যেই চোখে তাঁকালেই মন শান্ত হয়ে যায়।চোখ দুটো যেন সম্মহোন করতে চায় আমাকে। বনলতা সেনের সেই চুল,সেই প্রশ্ন। ইচ্ছে করে আগলে রাখতে,পৃথিবীর সবটুকু সুখ তার জন্য জয় করে আনতে। কালজয়ী মায়ার বাঁধনে বন্দী হতে ইচ্ছে হয়। জানিনা কেন,ভালোবাসতে ইচ্ছে হয়।।।

Enigmatic jihad › বিস্তারিত পোস্টঃ

নাজিমুদ্দিন সামাদ হত্যা ও সম্পর্কিত

০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৮



এটাই ছিলো নাজিমুদ্দিন সামাদ ভাইয়ের শেষ স্টেটাস। জানিনা সামাদ ভাই, তুমি কখনো বিচার পাবে কিনা?
কেউ পাই নাই। অভিজিৎ দা, বাবু ভাই, নিলয় নীল, অনন্ত বিজয়, রাজিব ভাই, কেউ বিচার পাই নি। এক শ্রেনীর মানুষ তোমাদের মৃত্যু খবর পেয়ে বলে, ভালো হয়েছে। তারা কি মানুষ? আমি তাদের চোখে আঙ্গুল দিয়ে বলে দেই, এই তোমাদের গণতান্ত্রিক মনভাব, এই তোমাদের মানবতা। আর তোমাকে মেরে যেসব শুকর শাবক নিজেকে খুব পালোয়ান ভাবছে, তারা মোটেও পালোয়ান না। তারা কাপুরুষ।
যুক্তির বেড়াজালে যারা মৃত, যাদের মাথা আছে, অথচ মস্তিষ্ক বলে কিছু নেই। এতো হীন মানসিকতার বিশ্বাসকে যারা এখনো মনে লালন করেই ক্ষান্ত হয় নি, তাকে ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে, আমাদের সমাজের আনাচে কাঁনাচে, হত্যা করছে মানবজাতির মানবতাকে।

আগেও তোমাদের বলেছি, যদি পুরুষ হয়ে থাকো, তবে কলমের জবাব কলমে দাও। আর যদি সত্যিই শুকর শাবক হয়ে থাকো, , আমরা তো আছি। আমরা চুপ করে বসে থাকবো না। ধর্ম নামের এই কলঙ্ককে গ্রহ থেকে মুছে ফেলে তবেই ক্ষান্ত হবো। কয়জনকে মারবে?
পৃথিবীর ১১ শতাংশ মানুষ বুঝতে পেরেছে মানবতা কি, আর ধর্ম কি। প্রায় ৬৬ কোটি মানুষ এখন মুক্তমনের অধিকারি। আর তোমরা মানুষ মারতে পারো, তাদের চিন্তা ধারাকে নয়। কতজনকে মারবে?

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

সমুদ্রতীর বলেছেন: মিশন পুরোপুরি সাকসেসফুল। জলদি গিয়ে ইউ এস এমব্যাসিতে দাড়ান।তারপরে আমেরিকা, সুজারল্যনডে গিয়ে জ্বালাময়ী ভাষণ দিয়েন। এরপর কারে মারতে হবে, কিভাবে মারতে হবে সেই দিক নির্দেশনা বিদেশে যাওয়ার লাইনে দাঁড়ানো বাকিদের জানিয়ে কৃতার্থ করবেন।

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৭

Enigmatic jihad বলেছেন: কি বলতে চাইছেন সরাসরি বলুন, ভনিতা করবেন না।।।

২| ০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

ভোরের সূর্য বলেছেন: @ব্লগার স্যার এডলফ হিটলারের
লুচ্চা, বেহায়া, মিথ্যাবাদী নাজিমুদ্দিন সামাদের স্মরণে :D
লেখার নাজিমুদ্দিন সামাদ এর যে ফেসবুকের যে মন্তব্য কিংবা লেখাগুলো আছে সেগুলো সম্বন্ধে আপনার মতামত চাই।
ব্লগারের ব্লগটির সাথে আমি নিজেও পুরোপুরি একমত নই তাই ব্লগটি সম্পর্কে কিছু জানতে চাচ্ছিনা শুধু উনি যে নাজিমুদ্দিন সামাদের ফেসবুকের সচিত্র মন্তব্যগুলো হাজির করেছেন সেগুলো সম্বন্ধে আপনার মতামত চাচ্ছি।

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২২

Enigmatic jihad বলেছেন: দুঃখিত। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না।

৩| ৩১ শে মে, ২০১৬ রাত ১২:৩৬

মহা সমন্বয় বলেছেন: তোমরা মানুষ মারতে পারো, তাদের চিন্তা ধারাকে নয়। কতজনকে মারবে? :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.