![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হঠাৎ দুর্বিনীত ইচ্ছে জাগল ব্লগে লিখবো --ব্লগার হব!!!
-
-
-
-
-
-
তাই বলে কেউ আমার পুসি চেয়ে বসবেন না কিন্তু প্লিজ
জোক্স এপার্ট, আমি তানভীর। পেশায় জাহাজী। আকাশে বাতাসে উরোজাহাজ চালাই -ভাবনাদের উরোজাহাজ! আমার সেইসব ভ্রমন কাহিনী গুলো লিখবো এখানে। পড়ে গঠনমূলক কিম্বা ভাঙনমূলক যা ইচ্ছে গালাগাল দিয়ে যেতে পারেন। কমেন্ট বক্সে নেমন্তন্ন রইলো
আজ আর বেশি কিছু বলছি না। অসাধারণ একটা জীবনকাব্য পড়ে নিই যেতে যেতে যেতে।
এমন ঠেকা ঠেকছি রে ভাই
এমন ঠেকা ঠেকছি–
পেটের জ্বালায় বেইচা দিলাম
হাঁড়ি পাতিল ডেকচি।
বাড়িত যাইয়া মাথায় বাড়ি,
কই পামুগো রাঁধার হাঁড়ি !
পাতিল বেইচা চাউল নিয়া
ডবল বিপদ– দেখছি।
ভাতের বদল চাল চাবাইয়া
তিনটা গেলাস পানি খাইয়া
পেটের ভিতর ভাত রানতে
আগুন দিয়া ছেঁকছি
এই দুনিয়ায় জনম নিয়া
বিষম ঠেকা ঠেকছি।
(ঠেকা / সুকুমার বড়ুয়া)
©somewhere in net ltd.