নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

( ͡° ͜ʖ ͡°) তানভীর রহমান (Ephemeral Eternity)

এফেমেরাল ইটার্নিটি

সাঝঁবাতির রূপকথা

এফেমেরাল ইটার্নিটি › বিস্তারিত পোস্টঃ

আমাকে নাস্তিক হতে আরেকটু সাহায্য করুন প্লিজ!!!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৬

সেইবার ভারতের কুম্ভ মেলায় পদদলিত হয়ে বেশ কিছু হিন্দু পুণ্যার্থী নিহত হবার পর কয়েকজন ফেসবুকীয় ইসলামিক স্কলার(!) গর্বভ'রে আল্লাহ্‌ প্রেরিত গজব এর বর্ননা দিচ্ছিল তাদের ষ্ট্যাটাসে যে, কিভাবে তিঁনি দুনিয়াতেই অকৃতজ্ঞ মূর্তিপূজারীদের শাস্তি দিয়ে থাকেন।

ফ্রেন্ডলিষ্টেরই একজনের অমুসলিমের ষ্ট্যাটাস দেখলাম এই মাত্র।
......."আল্লার ঘরেই তার মেহমান মইরা যায়! যেই লোকে তার নিজের ঘরের লোকরেই বাঁচাইতে পারে না সে বিশ্ব জগত বাচাইব কেম্নে!"
লক্ষ্য করলাম তিনিও বেশ উচ্ছসিত!

আচ্ছা আমি যদি এখন তোমাদের যুক্তির ভিত্তিতেই নিরেপক্ষ কন্ঠে বলি - তোমাদের কারো স্রষ্টাই তো দেখি কাউকে বাঁচাতে পারছেন না! মানুষ মরলে ব্যথা না পেয়ে বিধর্মী মরেছে ভেবে অন্তরে তৃপ্তি লাভ করাই যদি তোমাদের ধর্মের শিক্ষা হয়। তোমাদের কারো ধর্মই তো তবে সঠিক মনে হচ্ছে না নিরেপেক্ষ মনের আদালতে। বলতো কোন যুক্তিতে আমি তোমাদের যে কোন এক দলকে বেছে নেব আমার ধর্ম হিসেবে?

জবাব আছে? জানি কোন জবাবই নেই।

আমার তো লালনই ভাল্লাগে।

"মলে পাব বেহেস্তখানা,
তা শুনে তো মন মানে না!
বাঁকির লোভে নগদ পাওনা-
কে ছাড়ে এই ভুবনে!!!!
'সহজ মানুষ' ভজে দেখ না রে মন দিব্যজ্ঞানে
পাবি রে অমূল্যনিধি এই বর্তমানে
সহজ মানুষ!"
----------------------------------
খুবই ধর্মসচেতন ফেসবুকীয় মোল্লা-গোসাই জাতের উদ্ভব হয়েছে আজকাল ।
বাইদাওয়ে, ফতোয়া দেওয়ার অধীকার কার আছে জানেন তো? যাইহোক নাস্তিক ফতোয়া দেওয়ার আগে শুনে নেন ভাইয়া।

*বিজ্ঞানীরে ভালোবাসি বইলা তার আবিষ্কার নষ্ট হয়া গেলে কিম্বা ভাইঙ্গা ফেলতে আপনার যদি আনন্দে লাফাইতে মঞ্চায়--- আপনে একজন ভন্ড প্রেমিক।

*নবী সাঃ আর তার ধর্মরে ভালোবাসি বইলা তার উম্মাত (বলা হইসে সমগ্র সৃষ্টিই তার উম্মত এবং তিনি জাতী-প্রানী নির্বিশেষে সব্বার জন্য রহমত) এর মৃত্যুতে খুশি হোন আপনে একজন ক্ষমতালোভী শয়তান এজিদ।

*স্রষ্টারে ভালোবাসি বইলা তারই সৃষ্টির কষ্টে আপনি যদি ফাল পারেন - আপনি এক্টা বক ধার্মিক খবিস।

আগে মানুষ হই তারপরে গিয়া ধার্মিক হইলে তবেই শুধু বহুত ফায়দা হপে। নয়তো কেবল বাহ্যিক আর লোভী ধর্মকর্ম ওয়িল এন্ড আপ টার্নিং ইয়ু টু বি নাথিং বাট এ ফাকিং ডেভিল!!!!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫

আহলান বলেছেন: উত্তর আছে , তবে উলু বনে মুক্তা ছড়ায়া লাভ নাই .... নিজের বুঝ নিজ বুঝলেই ভালো ..অপরকে জ্ঞ্যান দিতে যেয়ে নিজের মূর্খতা প্রকাশ না করাই ভালো ...

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

এফেমেরাল ইটার্নিটি বলেছেন: :)

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: ০১. ইসলামিক স্কলার(!) গর্বভ'রে আল্লাহ্‌ প্রেরিত গজব এর বর্ননা দিচ্ছিল তাদের ষ্ট্যাটাসে যে, কিভাবে তিঁনি দুনিয়াতেই অকৃতজ্ঞ মূর্তিপূজারীদের শাস্তি দিয়ে থাকেন।

'০২.ফ্রেন্ডলিষ্টেরই একজনের অমুসলিমের ষ্ট্যাটাস দেখলাম এই মাত্র।
......."আল্লার ঘরেই তার মেহমান মইরা যায়! যেই লোকে তার নিজের ঘরের লোকরেই বাঁচাইতে পারে না সে বিশ্ব জগত বাচাইব কেম্নে!"

................. দুইটাই খারাপ। দুইটাই উগ্রবাদী। দুইটাই অশান্তি। তাই এদের ঘৃণা করুন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

এফেমেরাল ইটার্নিটি বলেছেন: ঠিক তাই ভাই।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: "মলে পাব বেহেস্তখানা,
তা শুনে তো মন মানে না!
বাঁকির লোভে নগদ পাওনা-
কে ছাড়ে এই ভুবনে!!!!

'সহজ মানুষ' ভজে দেখ না রে মন দিব্যজ্ঞানে
পাবি রে অমূল্যনিধি এই বর্তমানে
সহজ মানুষ!"

মানুষ সহজ মানুষ হলেই না এই সহজ বাক্য ভাল লাগবে! আহা! সবাই যদি সহজ মানুষ হতো! দুনিয়াটা শান্তিতে ভরে যেত!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

এফেমেরাল ইটার্নিটি বলেছেন: আহা! যদি মানুষ হোতাম!!!

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

জাহাঙ্গীর গুরু বলেছেন: শুধু মাত্র বাইচা থাকনই কি সার্থকতা ? না মইরা বেহেশতে যাওনের আর কুনু রাস্তা আছে নি কন। একজন ধার্মিক কুনুদিন খবিশ হয় না। ডেভিল হয় না। যার মইদ্ধে এই খারাপ গুণ গুলি আছে হে কুনুদিন ধার্মিক না। লেখক ভাই আপ্নে কি কন??

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

এফেমেরাল ইটার্নিটি বলেছেন: বক ধার্মিকেরা খবিশ হয় তো!
ঐদিন সুরা মাউন এর পড়তে গিয়ে দেখি লেখা:-
"সেই সকল নামাজীদের জন্য রয়েছে চরম দুর্ভোগ! যারা লোক দেখানোর জন্য তা করে

আর কি কইতাম ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.