নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

( ͡° ͜ʖ ͡°) তানভীর রহমান (Ephemeral Eternity)

এফেমেরাল ইটার্নিটি

সাঝঁবাতির রূপকথা

এফেমেরাল ইটার্নিটি › বিস্তারিত পোস্টঃ

মুসলিম হয়েও যারা বিবর্তন তত্ত্ব অস্বীকার করেন --একবার ঘুরে যান এখান থেকে।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৬

বিবর্তনতত্ত্ব বেশিরভাগ মুসলিমই অস্বীকার করেন। অথচ বিবর্তন একটি নিয়ত ঘটমান সন্দেহাতীত সত্য ব্যাপার। একে অস্বীকার করার কোন উপায় নেই।
যারা মুসলিম হয়েও বিবর্তন অস্বীকার করেন তারা নিশ্চই কোরআন-হাদিস মানবেন। এবার তাহলে চলুন একটু ষ্টাডি করি।

১) মহাবিশ্বের গঠন প্রক্রিয়া সম্পর্কে কোরআনে বলা হয়েছে "আকাশ মন্ডলী প্রথমে একত্রিত ছিল, আমি তা প্রসারিত করে দিলাম" বিগ ব্যাং যাকে বলা হয়।

২) আদম আঃ কে মাটি থেকে তৈরি করা হয়েছে, হাওয়া আঃ কে তার হাড় থেকে। মাটি হচ্ছে পৃথিবী গ্রহের উপাদান আর পৃথিবী হচ্ছে মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ যা পূর্বে অন্যান্য সব নক্ষত্র-নীহারিকা'র সাথেই একাকার ছিল। অর্থাৎ বিগ ব্যাং থেকেই আমাদের শুরু!

৩) হাদিস শরীফে বলা হয়েছে আদম আঃ বর্তমান মানুষের প্রায় ষাট হাত সমান উচ্চতা সম্পন্ন ছিলেন। তা থেকে নিশ্চিত করে বলা যায় হাওয়া আঃ ও প্রায় তার সমান আকৃতিসদৃশ ছিলেন।
তার বংশধর আপনি-আমি যার তুলনায় প্রায় দশ গুন ছোট।
এটা কি সুস্পষ্ট বিবর্তন এর উদাহরণ নয়????

আল্লাহ পৃথিবীর সব কিছুই মাধ্যম নির্ভর করে পরিচালিত করেন মিরাকল বা অলৌকিকতা নির্ভর নয়।

কোরআান শরীফে মানুষকে "হিকমত" সহকারে জীবনযাপন করতে বলা হয়েছে। হিকমত অর্থ টেকনিক/টেকনোলোজি/জ্ঞানের প্রয়োগ!
আপনি-আমি যদি কথা না মেনে উল্টো অজ্ঞানতার পথে হাটি.... মোটেও ভাল জিনিস হবে কি সেটা?

কোরআনে বলা হয়েছে "নিজেকে জানো"। নিজের প্রথম অস্তিত্ব হচ্ছে দেহ। স্রষ্টা বিশ্বাসী হয়েও আপনি আমি জানি নি/জানতে চেষ্টাও করিনি। চেষ্টা করছে স্রষ্টায় অবিশ্বাসীরা। এবং তারা সফলও হচ্ছে! তাদের আবিষ্কৃত পদ্ধতিতেই আমাদের বুক খুলে বিকল হওয়া হার্ট মেরামত করতে হয়!

এক সময়ের বিজ্ঞান বলত পৃথিবী থালার মত চ্যাপ্টা, তারপর বল্ল পৃথিবী গোল, আধুনিক বিজ্ঞান জানে পৃথিবীর আকৃতি ডিমের মত। সংশয়বাদ খুবই ভাল জিনিস। সংশয়বাদীরা সত্য খুঁজে। তারা প্রথমেই হয়তো চুরান্ত সত্যটা খুঁজে পায় না, একদিন না একদিন ঠিকি পাবে।

আপনি আমি না খুঁজি, যারা অনুসন্ধিৎসু তাদের অনুসন্ধান বন্ধ করে দিতে চেয়েন না যেন। তাদের খুঁজতে দিন.....

আইএস, বোকোহারাম এর পথ-মতকে ধর্মের আসল রূপ ভেবে পশ্চিমারা যেমন আপনাদের সন্ত্রাসী হিসেবে সাব্যস্ত করেছে। মুসলিম শুনলেইই ঘৃণার দৃষ্টিতে তাকায় তারা আজকাল।
অনেকটা একইভাবে আপনার মনগড়া কথা শুনেও একেই ইসলামের বক্তব্য মনে করে অসংখ্য যুক্তিবাদী মানুষ আজ অবিশ্বাসী হয়ে যাচ্ছে। বিশ্বাস করে নিচ্ছে ধর্ম মানেই কুসংস্কার আর বর্বরতা।

তাদের দায়িত্বটা কী নিবেন আপনি???

_

_

(রেফারেন্স গুলো চাইলে একটু সময় লাগবে -খুঁজে দিতে পারবো)

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:
মানুষ কি দেখেনা আমি তাকে স্খলিত শুক্র থেকে কিভাবে আকৃতি দান করি! তারপরও সে অবাধ্য হয়ে যায়!

কিংবা
তারা কি দেখে না কিভাবে তৃণভূমির ঘাস শুকিয়ে যায়- আবার আমি বৃষ্টি প্রদান করি আবার সবুজ ঘাসে ঢেকে যায় মাঠ- এভাবেই হবে পুনরুজ্জীবন!

এ রকমআরো অনেক আছে!

তবে সমস্যটা ওখানে না সমস্যাটা হলো বানর তত্ত্বে!


২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৩

এফেমেরাল ইটার্নিটি বলেছেন: একদিন সত্য খুঁজে পাবে সবাই :)

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩

সানোয়ারুল ইসলাম বলেছেন: ডারউইন এর দেয়া থিওরি ১০০% ঠিক নয়,প্রমাণিতও নয়।তাই বানর থেকে মানুষ, টাইপের কনসেপট আমরা বিশ্বাস করি না।শুধু মাত্র কুর-আন হাদিসে উল্লিখিত বিবর্তনই বিশ্বাস করি।যদি বলেন এগুলা তো প্রমাণ পাইছে বিজ্ঞানীরা,তাইলে কবো জাফর ইকবালের "মজার গণিত গণিতের মজা" বইটা দেখেন 1=2 প্রমাণ করার কয়েকটা উপায় আছে।কিন্তু যারা ত্রুটি পূর্ণ পরিক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত ডারউইন তত্ত্ব বিশ্বাস করে তারা 1=2 এর (চালাকি) প্রমাণ ধরতেই পারবে না।যেভাবে ওটা ধরতে পায় নাই।
[u]There is difference between research and science. [/u]

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮

এফেমেরাল ইটার্নিটি বলেছেন: thank you. Research and science ain't the same indeed :)

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪

দরবেশমুসাফির বলেছেন: ডারউইনের বিবর্তনতত্ত্ব কিন্তু বলে মানুষ ১ কোষী প্রাণী থেকে উৎপন্ন। তাই আপনি যদি বুঝিয়ে থাকেন ডারউইনের বিবর্তনবাদ ইসলাম সমর্থন করে তাহলে ভুল বুঝাচ্ছেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৪

এফেমেরাল ইটার্নিটি বলেছেন: ডারউইনের তত্ত্ব আমি চাপিয়ে দিইনি বা বোঝাতেও চাইনি, ভাই :)

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১৮

রেসিমিক সিরামিক বলেছেন: বিগব্যাঙ তত্বের সাথে তোমরা কেউ কোরআনের আয়াত মেলাবার চেষ্টা করনা কারন এই তত্বটি সাম্প্রতিকতম কাল এর চেয়ে নতুন তত্ব এলে তোমরা কি কোরআনের আয়াত পরিবর্তন করবে?
___ নোবেলবিজয়ী ডঃ আব্দুস সালাম।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬

নতুন বলেছেন: ৩) হাদিস শরীফে বলা হয়েছে আদম আঃ বর্তমান মানুষের প্রায় ষাট হাত সমান উচ্চতা সম্পন্ন ছিলেন। তা থেকে নিশ্চিত করে বলা যায় হাওয়া আঃ ও প্রায় তার সমান আকৃতিসদৃশ ছিলেন।
তার বংশধর আপনি-আমি যার তুলনায় প্রায় দশ গুন ছোট।
এটা কি সুস্পষ্ট বিবর্তন এর উদাহরণ নয়????


৬০ হাত ো ১৮ ইন্চি = ৯০ ফুট লম্বা মানুষ কখনো সম্ভব না। বত`মানের মানুষের যে শারীরিক গঠন তাকে ৯০ ফুট লম্বা মানুষ অসম্ভব।

বিবর্তনতত্ত্ব ১ কোষী প্রানী থেকে এখন কার সবকিছু এসেছে এটা কিভাবে ইসলামের আলোকে সমথ`ন করবেন?

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৬

এফেমেরাল ইটার্নিটি বলেছেন: না করবো না।
তবে শারীরিক যেই বর্নণা পেয়েছি তা করবো :)

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

দূর আকাশের নীল তারা বলেছেন: আপনি বিবর্তনবাদ আর বিগ ব্যাং-কে এক করে ফেলেছেন। দুটো এক জিনিষ নয়। পূর্বের তুলনায় দৈর্ঘ্যে ছোট হওয়া বির্বতনবাদকে কোনভাবেই সমর্থন করে না। কোরানে বিগ ব্যাং-এর ইংগিত দেয়া আছে। কিন্তু কোরানের কোথাও ডারউইনের বিবর্তনবাদকে সমর্থন করে নি বা বির্বতনবাদের পক্ষে কোন কথা বলে নি। বিজ্ঞানীরা প্রাণান্তকর চেষ্টা করেও আজ পর্যন্ত ল্যাবরেটরীতে একটি নতুন জীব তৈরী করতে পারে নি।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০২

এরিক ফ্লেমিং বলেছেন: মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কিত তথ্য দিয়ে লেখক বিবর্তনবাদ কে কিভাবে প্রমান করতে চাইলেন বুঝলাম না। তাছাড়া মানুষের আকৃতগত পরিবর্তনই কি বিবর্তনবাদ? মানুষ মানুষ রূপেই পৃথিবীতে এসেছে এবং মানুষের মাধ্যমেই পৃথিবীতে মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এটা ধর্ম ও বিজ্ঞান দ্বারা প্রমানিত সত্য। কিন্তু প্রচলিত বিবর্তনবাদ ভিন্ন কথা বলে।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১১

রমিত বলেছেন: নিম্নোক্ত আর্টিকেলটি পড়ে দেখতে পারেন।

ইবনে খলদুনের ‘আল মুকাদ্দিমা’ ও বিবর্তনবাদ
ইবনে খলদুনের ‘আল মুকাদ্দিমা’ ও বিবর্তনবাদ
http://www.somewhereinblog.net/blog/ramit/30046200

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

চ্যাং বলেছেন: তাইলে বানর থিক্কা আমরা আইচি নিঃশ্চিত হইলাম । এহন থাইকা তালি আমলা গাছে গাছে ঝাঁপাঝাপি করিয়া টেস্ট কুইত্তে আরি । কি কুইন ।

লেখক ভাই পাসায় হাত দিয়া দেহেন তো লেজটা ঠিকঠাক জায়গামত আছে কি-না । আদম হাওয়া / এডাম ইভ / মনুর কথা সবই বা**র কথা তা-ই না ?

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫১

নতুন বলেছেন: লেখক বলেছেন: না করবো না।
তবে শারীরিক যেই বর্নণা পেয়েছি তা করবো

কিন্তু শারীরিক বণ`না মানে ৬০হাত মানুষ???

সেটা অসম্ভব... এবং কেন অসম্ভব তা প্রমান করাও সম্ভব..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.