নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

( ͡° ͜ʖ ͡°) তানভীর রহমান (Ephemeral Eternity)

এফেমেরাল ইটার্নিটি

সাঝঁবাতির রূপকথা

এফেমেরাল ইটার্নিটি › বিস্তারিত পোস্টঃ

কউমি মাদ্রাসাঃ গাধা বানানোর কারখানা !!!

০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

-তানবির, নিয়ত করসি ছুডো পুতটারে হাফিজ বানাইমু।

--আলহামদুলিল্লাহ্‌ কাকা খুব ভালো। হাফেজীর পর রাসেলকে সাধারণ পড়াশোনাও করাইয়েন কিন্তু!

-এইটা কোন কথা বল্লা নাকি। পুতটা বড় আলেম হইবো আল্লা দিলে। খ্রিস্টান্রার ইংরেজি আর দুনিয়াবি পড়াশুনা কইরা কি হইবো। কয়দিনের দুনিয়া

---কাকা! আপনি যে কতটা অধার্মিক সিদ্ধান্ত নিসেন আপনি নিজেও জানেন না।
কোন ভাষাই কোন নির্দিষ্ট ধর্মের না। আল্লাহ বলতেসেন "খালাক আল ইনসান, আল্লা মাহুল বায়ান" আল্লাহ মানুষকে ভাষা শিক্ষা দিসেন। তাছাড়া হাদিস তো বলে আদম আঃ কে আল্লাহ সব ভাষা অর্থাৎ ইংরেজিও শিখিয়েছিলেন!
পবিত্র সাহাবীগণদের চাইতে বড় কোন আলেম আছে?
আবু হুরাইরা রাঃ এর চাইতে বড় মুহাদ্দিস? উমার রাঃ এর চাইতে বড় মুফাসসির? অথবা আসহাবে সুফফাগণের চাইতে বড় ফিকাহবিদ কোন আলেমের নাম বলেন তো শুনি?

-তারা তো বড় আলেম। সাহাবিদের তুলনা আছে নাকি..... কিন্তু..

---কৃষক সাহাবাগণ চাষবাস করেছেন, পশুপালক সাহাবাগণ পশু লালনপালন করেছেন, যে সাহাবাগণের ব্যবসা ছিল তারা দেশ-বিদেশে ব্যবসা করেছেন। অর্থাৎ তারা নিজ নিজ পেশায় দক্ষ ছিলেন।
একই সাথে তারা কুরআন -হাদিস-ফিকাহ-তিব্ব, তাসাউফ সহ সকল ধর্মীয় শাখাতেই চুরান্ত জ্ঞানীও ছিলেন। এটা মানেন তো?

-হু মানি

---তাহলে এবার বলুন তো একজন হাফিজ কেন ডাক্তার হতে পারবেন না? একজন মুফাসসের কেন ইঞ্জিনিয়ার হতে পারবে না? একজন মাদ্রাসা শিক্ষক কেন জেনেটিক্স নিয়ে পড়তে পারবে না? একজন শাইখুল হাদিস কেন স্বনামধন্য ইউনিভার্সিটির ইংরেজির প্রভাষক হতে পারবেন না???

না জেনে ইংরেজি হারাম হারাম বলে ফতোয়া কউমি মাদ্রাসার এরা। বঙ্গোপসাগরে আল্লাহর দেয়া সম্পদ খোঁজার জন্য তাহলে ইংরেজি বলা খৃষ্টানদের ডেকে না লাগে কেন?
তেল খনি সমৃদ্ধ সমগ্র আরবের তেল তোলার জন্য যখন ইংরেজদের ছাড়া উপায় থাকেনা তখন ধর্ম কোথায় যায়?

জিহাদের ভুল ব্যখ্যা দিয়ে পবিত্র কুরআন বুকে ধরিয়ে বাচ্চাছেলে গুলোকে নিজ স্বার্থে রাজপথে পুলিশের বন্দুকের সামনে তুলে দেয় ওরা। শাপলাচত্বর এ কি হইসিলো তা কাকা মনে আছে?

পড়েন নাই নবী সাঃ বলেছেন যুদ্ধে মুসলমানরা কখনো আগ বাড়িয়ে আক্রমণ করবে না?
ওরা জানে না- নবী সাঃ বলেছেন "সবচাইতে বড় জিহাদ হচ্ছে নিজের কুপ্রবৃত্তির সাথে যুদ্ধ করা"?

ওরা তো পবিত্র কুরআন হাদিসের ফেরিওয়ালা বানাচ্ছে ছেলেগুলোকে। মসজিদে মসজিদে কুরআন বিক্রি করার জন্য প্রস্তুত করতেছে কেবল মাত্র!
ধর্মীয় জ্ঞান অর্থমূল্যে বিতরণ যে হারাম তা জানেন?

নবী সাঃ দোয়া চাইতে শিখিয়েছেন -রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও, ওয়াফিল আখিরাতি হাসানাতাও..."
(অর্থ-আল্লাহ আমার পৃথিবী সুন্দর করে দাও, তার সাথে আমার পরকালও সুন্দর করে দাও)

অর্থাৎ আগে দুনিয়া, তারপর আখিরাত। আর আপনারা রাসুল সাঃ চাইতেও বেশি বুঝে দুনিয়াকে আপনাদের কথিত শত্রুদের(!) হাতে তুলে দিতেসেন আর নিজেদের ছেলেমেয়ে গুলারে গাধা থেকে গাধাতর বানাইতেসেন

কউমি মাদ্রাসার এরা বলে মহাপবিত্র রাসুল সাঃ নাক মাটির তৈরি মানুষ, স্রেফ আমাদের বড়ভাই এর মতো তার সম্মান (নাউজুবিল্লাহ)
আর বিদেশী কেউ সেই সাধারণ আর মাটির তৈরি মানুষের কার্টুন ছবি আঁকলে তাকে ধরে গলা কেঁটে দিতেসে বা প্রত্যক্ষ ভাবে সাপোর্ট করতেসে!

জানেন? ইসসলামের সবচাইতে বড় শত্রু কিন্তু ইহুদীরা নয়, খৃষ্টানরাও নয়।
আমাদের মতো ভন্ড মুসলিমেরাই ইসলামের জঘন্যতম শত্রু।

কাকা কখনো এই প্রবাদ টা শুনছেন?
"আধা ডাক্তারে জীবন শেষ,
আর, আধ মোল্লায় ধর্ম শেষ!"

---------------------------------------
চাচা অফিসে আসছিলেন আজকে দুপুরে। বহুদিন এর পুরানো ক্ষোভ সব এই নিরীহ লোকটার উপর হানিফ সংকেতের মতো একটানা ঢালছি।
"আইচ্ছা বাপ আজকে যাইগা" বইলা মুখ কাল কইরা চইলা গেছে....খারাপ লাগতেসে কিন্তু আমি আমার নৈতিকতার যায়গায় অটল।
এমন কোন প্রতিষ্ঠানে প্লিজ বাচ্চাদের দিবেন না যেখানে অর্ধেক ধর্ম বা অর্ধেক কর্ম শেখানো হয় :)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১১

হাসান নাঈম বলেছেন: ".খারাপ লাগতেসে কিন্তু আমি আমার নৈতিকতার যায়গায় অটল। "

ভাই, বুঝলাম আপনার নৈতিক অবস্থান খুবই জোড়াল।
তা ভাই এই অবস্থান থেকে ধর্মের জন্য কী কী করেছেন একটু বলবেন কি?
না কি আপনার ধর্ম চেতনা কেবল হুজুরদের গালি দেয়া আর ভুল ধরার মধ্যেই সীমিত?

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০

মাকড়সাঁ বলেছেন: :(

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪

এফেমেরাল ইটার্নিটি বলেছেন: আমাদের একটি অবৈতনিক আলেয়া মাদ্রাসা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে মিরশরাই, চট্টগ্রাম এ।
ভাইজান আপনার কোথায় লেগেছে আমি বুঝতে পারছি। কিন্তু প্রচন্ড শ্রমে এমবিবিএস করে আরো দুইতিনটা কোর্স করা ডাক্তারদের মাঝে যদি কিছু নীলক্ষেত এর সার্টিফিকেট ওয়ালা ডাক্তার রাজত্ব করে তাহলে শুধু "ডাক্তার"টাইটেলের জন্য তাকে পূজো করা টা ঠিক হবে? :D

কিছু উলটা পথের (নবী সাঃ ও তাদের সাহাবী দের থেকে দূরে সরে যাওয়া) মোল্লা নামধারীদের সমালোচনা করলে যদি আমাদের গায়ে লাগে তাহলে বুঝতে হবে ডাল্মে কুচ হইলদা হ্যায়!

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫

এফেমেরাল ইটার্নিটি বলেছেন: :(

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৫

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: কউমি মাদ্রাসা একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান, এখানে যারা পড়ে তারা কোরান-হাদিস সম্পরকে বিশেষ জ্ঞান লাভের জন্নই পড়ে। কউমি মাদ্রাসা কখন বলে নাই যে তারা এখান দিয়া আইনিস্তাইন/হকিন্স বাইর করবো।

কউমি মাদ্রাসার ছাত্র তার সিলেবাস অনুযায়ী যথেষ্ট জেনেছে কিনা সেইটাই প্রতিপাদ্য হওয়া উচিত। তাদের কাছে অঙ্কের দক্ষতা আশা করটা বরং গাধার কাজ হবে।

কোরান-হাদিস সম্পরকে বিশেষ জ্ঞান লাভের জন্য তাদের পাঠ্যক্রম যুগোপযোগী কিনা সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪

শাহ নেওয়াজ বলেছেন: আপনার লেখা পড়ে আমি এই সিদ্ধান্তে এসেছি যে, প্রথমত আপনি একজন ‍স্যাডিস্ট দ্বিতিয়ত আপনার জ্ঞান কওমী মাদ্রাসার ব্যাপারে খুবই আদনা (শুনে শুনে বাস্তব পর্যবেক্ষনে বা গবেষনার মধ্যমে নয়) এবং তৃতীয়ত আপনার কথা আংশিক সত্য কিন্তু উদ্দেশ্য খারাপ। বিস্তারি খন্ডন করার প্রয়োজন বোধ করছি না কারণ লেখা পড়েই বোঝা যায় আপনার অন্তরে বক্রতা আছে। আর এই রূপ লোক কখনো নিজের অহংকারকে বলি দেয় না। আর এই বাংলাদেশে হিরো হওয়ার একমাত্র পথ হচ্ছে মাদ্রাসা এবং আলেমদের তথা ইসলামের অরগান গুলোকে গালি দেয়া। বেশী অপেক্ষা করতে হবে না হয়তো যে কোন একটি চ্যানেল আপনাকে ডাকতে পারে। যেমন; ইদানিং ডাক পাচ্ছেন আমাদের শোলাকিয়ার ইমাম ‍সাহেব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.