| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে ওখানে
I'm a narrow-minded guy. But I think myself a free-minded one. আমি খুব প্রাচীন মনস্ক। আধুনিকতার নামে নষ্টামো আমি দু চোখে দেখতে পারিনা, তবে আমি নিজে যে মহাপুরুষ গোছের কিছু, তা না, আমি ভাই স্বাভাবিক মানুষ
আমাদের মানব মন খুব ই অস্থির এক জিনিস
সে যে কি চাই সে আসলে নিজেও জানে না।
আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম
যে ছেলে মেয়ের মন
নিয়ে একটা সমীক্ষা মূলক লেখা লিখব।
কিন্তু সময়ের অভাবে আমি পেরে উঠছি না।
যা হোক অনেক কস্তের পর আজ আপনাদের
কাছে আমি কিছু প্রস্ন রেখে যাব।
আমি আশা করব যে আপনারা, আপনাদের
মূল্যবান মতামত প্রদান করবেন।
ছেলেঃ আমাদের সমাজ ব্যবস্থা ছেলেদের
দিয়েছে অবাধ স্বাধীনতা।
ছেলেরা যা খুশি তাই করতে পারে। তাদের
জন্য দোষের কিছু নেই।
তারা আজেবাজে কিছু
ভাবতে পারে তা প্রকাশ করতে পারে।
মানুষ যতই আধুনিক হোক না কেন তার ভিতর
আদি বাস্না সব সময় লুকিয়ে থাকে যা তার
অজান্তে বের হয়ে আসে। আর পুরুষের বেলায়
এটা বেশি ঘটে। যদি কোন ছেলে কে প্রস্ন
করা হয়, আপনি আপনার প্রেমিকার
কি দেখে প্রেমে পরেছিলেন, কোন কিছু
চিন্তা না করে ৯০ জন উত্তর দেবে আমি ওর
মন দেখে প্রেমে পড়েছি। আসলে কি তাই?
মানুশ কি মানুষের মন দেখতেন পারে?
পারে না মানুষ প্রেমে পড়ে বাহ্যিক গঠন
দেখে।
একটা মেয়েকে দেখলে একটা ছেলে প্রথমে কি দেখে ?
কি তার মন না অন্য কিছু? অনেকে বলবেন
যে আমি খুব বেশি খোলামেলা লিখছি,
বলতে পারেন কিন্তু একবার নিজের
কাছে প্রশ্ন করেন যে আমি ভুল কিছু
বলছি কি না? ছেলেরা মেয়েদের
শরীরটা আগে দেখে আপ্লুত হয় তার পর
কাছে আসে মনের মিল এর কথা আসে অনেক
পড়ে। হ্যা কেবল শরীরটা মুখ্যনা মানুষের
প্রেমে পড়ার জন্য ভাল মনের ও দরকার।
যারা ফোনে প্রেম
করে ভালবাসে তারা যে কেবল মনের মিল
খোঁজে তা কিন্তু নয়?
যারা ফোনে কথা বলে উভয়েয়
একটা করে সুন্দর ইমেজ
কল্পনা করে রাখে মনের ভিতর। মানুষ
মাত্রই সুন্দরের পুজারী, তা না হলে পাশ
দিয়ে সুন্দর কিছু চলে গেলে মানুষ কেন
তাকিয়ে দেখে?
মেয়েঃ আর মেয়েদের কথা ত লিখাই দায়।
না জানি এর জন্য আবার জেল
জরিমানা না হয়ে যায়। মেয়েরা স্বভাবগত
ভাবে কাম পিপাসু। সে স্বীকার করুক আর
না করুক, জীব জগতের নিয়মের
বাইরে সে যেতে পারবে না। মানুষ এই
পৃথিবীতে অসংখ্য প্রানীদের
মধ্যে একটা প্রজাতি মাত্র। তাই অনান্য
নারী প্রজাতির মত সে ও কাম বাসনায়
মত্ত। আমাদের সমাজটা পুরুষ শাসিতহবার
ফলে মেয়েরা নিজেদের কাম কে প্রকাশ
করতে পারে না। কিন্তু সে নিজে কামঅনুভব
করে। নারি যখন একটা সুন্দর পুরুষ
দেখে তখন সে গুপ্ত কাম অনুভব করে।
নারিরা এই স্ত্যকে অস্বীকার
করে যে তারা কাম্ভাব অনুভব করে না।
আসলে কি তাই? মেয়েরা খুব সুন্দর করে কেন
সাজে কি কেবল নিজেকে সুন্দর দেখাবার
জন্য? না তাদের অন্য কোন উদ্দেশ্য
থাকে তাদের অবচেতন মনে? হ্যাঁ নারীর
অবচেতন মন তাকে সাজতে উতসাহী করে।
কারন এর মাধ্যমে সে একজন পুরুষকে আকর্ষণ
করতে পারবে? নারীর কেন পুরুষকে আকর্ষণ
করতে হবে? কারন সে কাম পিপাসু তাই
সে তার বাহ্যিক রুপ দিয়ে পুরুষকে নিজের
দিকে টেনে আনতে চাই তার আনমনে।
আপানারা লক্ষ করে থাকবেন যে যদি কোন
ছেলে কোন মেয়ের দিকে তাকায় আর
মেয়ে যদি সেটা বুঝতে পারে তাহলে সে তার
বুকের উপরের ওড়না ঠিক করতে ব্যস্ত
হয়ে পড়ে। আমার কথা হল
মেয়ে কি করে বুজতে পারে যে ছেলেটি তার
বুকের দিকে তাকিয়ে আছে?। এটা মেয়েটার
দোষ না এটা তার জীনের ভিতর
কোডিং করা আছে। মেয়েরা কেন
সুঠামদেহী ছেলে খোঁজে কারন
সে ভবিষ্যতে পরিপূর্ণ তৃপ্তি পেতে চাই?
তাহলে কি বলেবেন বন্ধুগন?
মানুষ বলে প্রেম মনে শরীরে না? আমি বলব
প্রেম শরীরে মনে পরে।
একটা অবস্থার কথা কল্পনা করুন,
একটা ছেলে একটা মেয়ে দুজন
দুজনকে পাগলের মত ভালবাসে।
তারা বলে প্রেম মনে শরীরে না। তাদের
কে বিয়ে দিয়ে এক রুমে থাকতে দেওয়া হল
কিন্তু
ছেলে অথবা মেয়েকে শারিরিকভাবে যৌন
অক্ষম করে দেওয়া হল। এর পর বলা হল
যে তোমরা সংসার কর।
তাহলে ব্যাপারটা কি হবে?
যদি ছেলে অক্ষম হয়
তাহলে মেয়ে চলে যাবে আর মেয়ে অক্ষম
হলে ছেলে চলে যাবে। প্রেম
তাহলে কোথায় যাবে?
২|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫
মহাপাগল বলেছেন: আমি একটা পাগল
তাই তো ভাবি এমন একটা কালোত্তীর্ণ লেখা কিভাবে লিখা সম্ভব।
৩|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৮
কে ওখানে বলেছেন: সম্ভব সম্ভব সবই সম্ভব
৪|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪১
অন্ধকারের রাজপুত্র বলেছেন: ভুল্কিস বলেছেন: সনেট দেইখা মাথা ঘুরাইতাছে !
৫|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৭
কে ওখানে বলেছেন:
৬|
১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯
অপ্রচলিত বলেছেন: কিছু মনে করবেন না, তবে পোস্ট পড়ে মনে হল আপনি হয়তো নিজে কখনো প্রেমে (সাময়িক ভালো লাগা বা মোহ নয়) পড়েন নি। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, সত্যিকার ভালোবাসা হল আত্মার সাথে আত্মার বন্ধন, বাকি সব ঝাল-মশলা আসবে পরে
৭|
১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬
আশিকুজ্জামান পিয়াশ বলেছেন: ভুল্কিস বলেছেন: সনেট দেইখা মাথা ঘুরাইতাছে
৮|
২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪১
কে ওখানে বলেছেন: পিয়াস ভাই
প্রেমে ত পড়েছিলাম কিন্তু উঠতে ত পারি নাই । তাই এখন এই কথা গুলা বের হয় ।
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮
ভুল্কিস বলেছেন: সনেট দেইখা মাথা ঘুরাইতাছে