নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেঙে ভেঙে নিজেকে আবার গড়েছি । এইবার হয়তো থাকতে পারবো ।

ভেঙে ভেঙে নিজেকে আবার গড়েছি । এইবার হয়তো থাকতে পারবো ।

কে ওখানে

I'm a narrow-minded guy. But I think myself a free-minded one. আমি খুব প্রাচীন মনস্ক। আধুনিকতার নামে নষ্টামো আমি দু চোখে দেখতে পারিনা, তবে আমি নিজে যে মহাপুরুষ গোছের কিছু, তা না, আমি ভাই স্বাভাবিক মানুষ

কে ওখানে › বিস্তারিত পোস্টঃ

স্ক্রাবে থাকা বালি :পি

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬

আমার আম্মাজান গতকাল বৈকল্য ভ্রমনে বের হয়ে Shoppers Drug Mart থেকে স্ক্রাব নামক মুখ ধোয়ার এক বিশেষ ধরনের সাবান সদৃশ বস্তু ক্রয় করিয়া আনিয়াছেন।তো আমি রাতে বাসায় ফেরার পর উনি ইহাকে জাদুর মত সৌন্দর্য বর্ধক হিসেবে বর্নণা করিয়া আমাকে উহা দিয়া মুখ ধুইবার আদেশ জ্ঞাপন করিলেন।আমি বরাবরই নিজের সৌন্দর্যের ব্যাপারে বড়ই নিরুৎসাহিত,তবুও যাদুর মত ইহার কার্যকারিতার গুনাগুন শুনিয়া প্রীত হইয়া উহা লইয়া ওয়াশ্রুমের উদ্দেশ্যে হাটা ধরিলাম।কিন্তু উহা হাতে ঢালিবা মাত্রই অনুধাবন করিলাম ইহার মধ্যে কোনভাবে বালি ঢুকিয়াছে,ভাবিলাম আম্মাজান হয়ত আজ উনার বৈকল্য ভ্রমনে বালির উপরে ঘোরাঘুরি করিয়াছেন।যাহাই হউক,আম্মাজনকে ডাকিয়া বালির কথা বলিবা মাত্রই উনি আমাকে কিছুক্ষন উচ্চসরে ভৎসনা করিয়া বলিলেন ইহা এইরূপ হয় এবং এইরূপ হইবার কারনও বর্ণনা করিলেন।আমি কারন শুনিয়া আবারও প্রীত হইলাম এবং উহা আম্মাজনের কথা অনুযায়ী ঘষিয়া ঘষিয়া মুখে মাখিলাম।তারপর মিনিটখানিক অপেক্ষার প্রহর গুনিয়া একখান যাদু দেখিবার প্রবল আশায় মুখখানা ধোয়ার নিমিত্তে পানি ঢালা আরম্ভ করিলাম।তারপর?এই পোড়া কপালের মুখের কি হইল দেখিতে পারিলাম না কারন স্ক্রাবে থাকা বালি আমার অক্ষিগোচরে ঢুকিয়া গিয়াছিল!

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২১

মদন বলেছেন: :)

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

কে ওখানে বলেছেন: B-)

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: মদন

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

কে ওখানে বলেছেন: #:-S

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৫

খালেদা আকতার বলেছেন: আমিও কলকাতার নিউমার্কেট থেকে স্ক্রাব নামক ঐ বিশেষ বস্তটি একজন ম্যাডাম বিক্রেতার কাছ থেকে উহার সৌন্দর্যের বিবরণ শুনিয়া কিনিতে বাধ্য হই কিন্ত বালিতে মনে হয় আমার মুখাখানা কাটিয়া যাওয়ার উপক্রম হয় তবুও মাঝে মাঝে মাখি কারন ১৮৫ রুপি কি করে ফেলে দেই। হাহাহা!

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৪

স্বস্তি২০১৩ বলেছেন: আমি কিনি নাই। কি মজা.......। :P :P :P

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪০

কে ওখানে বলেছেন: কিনে ব্যবহার করে দেখেন , আর জীবনে কিনার কথা মুখেও আনবেন না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.