নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেঙে ভেঙে নিজেকে আবার গড়েছি । এইবার হয়তো থাকতে পারবো ।

ভেঙে ভেঙে নিজেকে আবার গড়েছি । এইবার হয়তো থাকতে পারবো ।

কে ওখানে

I'm a narrow-minded guy. But I think myself a free-minded one. আমি খুব প্রাচীন মনস্ক। আধুনিকতার নামে নষ্টামো আমি দু চোখে দেখতে পারিনা, তবে আমি নিজে যে মহাপুরুষ গোছের কিছু, তা না, আমি ভাই স্বাভাবিক মানুষ

কে ওখানে › বিস্তারিত পোস্টঃ

মেয়েদের নিয়ে কিছু প্রশ্ন ( কোন বড় আপু উত্তর দিবেন প্লিজ )

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৬

আপনি একটা ছেলেকে আস্ক করেন "তুমি ওই মেয়েটা কে ভালোবাসো কেনো? "



উত্তর টা আসবে "ওর হাসি, চাল-চলন সবকিছু ভাল লাগে তাই "



অধিকাংশ ছেলের কোনো মেয়ের প্রেমে পড়ার কারন এটাই।



কিন্তু একই প্রশ্ন কোনো মেয়েকে আস্ক করলে উত্তর আসবে "ছেলেটা অনেক হ্যান্ডসাম " বা "ওর অনেক টাকা " বা "ও অনেক ভালো স্টুডেন্ট "



সবগুলা উত্তরের মদ্ধ্যেই সার্থপর সার্থপর একটা ভাব আছে।আসলে এটাই একটা ছেলে ও মেয়ের চিন্তা ভাবনার পার্থ্যক্য।



একটা ছেলে সহজেই তার চাইতে একটা নিম্নশ্রেনীর মেয়েকে ভালোবাসতে পারে।কিন্তু একটা মেয়ে কখনো তার চাইতে নিম্নশ্রেনীর ছেলের প্রেমে পড়ে না।



আসলে ওরা অনেক দূরদর্শী। আর বেচে থাকার জন্ন্য এই দূরদর্শীতার প্রয়োজন বোধ হয় অনেক বেশী।



যেই মেয়ে যতটা কম বাস্তব্ধর্মী তার বিপদে পড়ার সম্ভবনা তত বেশী।কিন্তু এইটা কি উচিত?,??



তারা কি পারে না একটা খারাপ ছেলের পাশে এসে দাড়াতে????



কিংবা একটা খারাপ ছেলেকে অনেক ভালো বানাতে????



প্রতিটা ছেলেই তো তার প্রিয় মানুষ্টার সামনে সুবোধ বালকের মত থাকে।একটা মেয়ে ইচ্ছা করলেই এই সুবোধ বালকটিকে দিয়ে যা ইচ্ছা তাই করাতে পারে।তারা তবে কেনো সুধু খারাপ কাজ গুলোয় করায়????



ভালো কিছু কেনো করায় না???? কেউ বলতে পারো?????

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৯

ইলুসন বলেছেন: ভাই কয়টা ছেঁকা খাইছেন?

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০০

কে ওখানে বলেছেন: বেশি না মাত্র একটা :D :P

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সবাই চান তার পছন্দের মানুষটি তার মনে্র মত হোক । এখানে স্বার্থপরতার কিছু নেই ।

ইলুসন বলেছেন: ভাই কয়টা ছেঁকা খাইছেন? =p~ =p~ =p~

যদি সত্যি সত্যি খেয়ে থাকেন তবে এই পোস্টটি অনুসরন করতে পারেন । আশা করছি কাজে লাগবে :) Click This Link

শুভ কামন :)

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৩

কে ওখানে বলেছেন: ছ্যাকা ত খাইছি নিজের দোষে না । তাই আফছোস নাই ঃপি

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪০

চুরি যাওয়া আগুন... বলেছেন: ভাই এতো ফ্রাস্টেশন নিয়া জিন্দা আছেন কেমনে??? ঝাতি জানতি চায়... B-))

৬| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১২:২১

পরোবাশি২০১৩ বলেছেন: ekta chaka kichu na..keep trying...chaka means she is not the right gal for you.. Good Luck..janyen ki hoilo?

৭| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ২:৩৯

ক্রাইমার বলেছেন: ভাই, মেয়েদের কে নিয়ে এত লাফালাফির কিছু নাই....... তাছাড়া মেয়েদের কিছু কমন বৈশিষ্ট্য আছে যেমনঃ স্বার্থপরতা, লোভ, হিংসা....... এগুলো মেয়েদের মধ্যে থাকবেই, না থাকলে সে মেয়েই না অন্য কিছু.. B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ !!!!

৮| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৫

আমি অপদার্থ বলেছেন:

মেয়ে তো মেয়েই। এগুলো মেয়েদের বৈশিষ্ট্য আপনার কি করার আছে। :)

ছেঁকার তেল তাড়াতাড়ি ঠাণ্ডা হোক ;) :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.