নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেঙে ভেঙে নিজেকে আবার গড়েছি । এইবার হয়তো থাকতে পারবো ।

ভেঙে ভেঙে নিজেকে আবার গড়েছি । এইবার হয়তো থাকতে পারবো ।

কে ওখানে

I'm a narrow-minded guy. But I think myself a free-minded one. আমি খুব প্রাচীন মনস্ক। আধুনিকতার নামে নষ্টামো আমি দু চোখে দেখতে পারিনা, তবে আমি নিজে যে মহাপুরুষ গোছের কিছু, তা না, আমি ভাই স্বাভাবিক মানুষ

কে ওখানে › বিস্তারিত পোস্টঃ

ফেইসবুক সমাচার

০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৬

যদি ফেসবুকের বাঙ্গালীদের এবাউট মি সেকশনের উপ্রে জরিপ চালানো হয় তাহলে দেখা যাবে বেশির ভাগ বাঙ্গালী স্ট্রেঞ্জ মাইন্ডেড, উইয়ার্ড, একটু পাগলাটে, উলটা পালটা কাজ নাকি করে আরো এমন বেশ কিছু জিনিস যা স্বাভাবিক না। এই গুলো দেখে মনে হয়, তাইলে কি ম্যাস পপুলেশন এর মানসিক সমস্যা আসে নাকি এইসব লাগাইলে নিজেরে স্পেশাল কিছু লাগে? যাই হোক আমি ভাই স্বাভাবিক মানুষ আর আমার এত দিনের দেখা হিসাবে ফেসবুকের তাবৎ মানুষজন হয় অদ্ভুত নয়তো অদ্ভুতুরে। (বেশিরভাগি আবার ২ টা একসাথে)।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.