| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে ওখানে
I'm a narrow-minded guy. But I think myself a free-minded one. আমি খুব প্রাচীন মনস্ক। আধুনিকতার নামে নষ্টামো আমি দু চোখে দেখতে পারিনা, তবে আমি নিজে যে মহাপুরুষ গোছের কিছু, তা না, আমি ভাই স্বাভাবিক মানুষ
ক্লাস থ্রি এর কথা। এক মাইয়া এবং তার পাছা সম্পর্কে অশ্লীল কমেন্ট করছিলাম, খুবই অশ্লীল।
মাইয়া গিয়া দেখি ধুম কইরা আমাদের ছোট্ট কিন্ডারগার্টেন স্কুলটার সবচেয়ে রাগী মিস এর কাছে গিয়া বিচার দিয়া দিল।
দিনটা পুরা অসহ্য গেল, সব মিস এর কটুক্তি শুনলাম, বের করে দেয়ার হুমকিও শুনলাম। ভয় লাগতেছিল বের করে দিবে, কিন্তু এই পিচকি বয়সেও বুঝতে পারসিলাম গত টার্মেই স্কুল হিস্টোরিতে প্রথম ৪০০ তে ৪০০ পাওয়া ছেলেকে বের করে দেবার ইচ্ছা এই স্কুলের নাই।
তো যাই হোক, ছুটির সময় সবার মা নিতে আসত, গার্ডিয়ান কার্ড দেখে স্টুডেন্টদেরকে বের করা হইত সেই রাগী মিস এর তত্বাবধানে।
লাইনের সামনে যাওয়ার পর মিস বলল - "তোমার মা কে বলব?'
আমি- 'সরি মিস। ভুল হয়ে গেছে'
মিস- 'একজন টিচার সম্পর্কে এরকম কথা তুমি কিভাবে বললে'
আমি-(পুরাই চোদ খেয়ে গেসি, আমি টিচার সম্পর্কে কখন বললাম!!!) ম্যাডাম আমি কোন টিচার সম্পর্কে বলি নাই, যা বলসি ওই মেয়েকে বলসি।
মিস- মেয়ে তো বলল তুমি আমার সম্পর্কে বলেছ!!!
ফ্যাক্ট ঃ- গার্লস আর বিচেস
২|
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৪
েবনিটগ বলেছেন: কমেন্টটা কি ছিল?
৩|
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৫
সজিব তৌহিদ বলেছেন: ভালোই লাগলো। তবে মার্জিত ভাষায় হলো লেখাটা শেয়া করা যেত..
০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৫
কে ওখানে বলেছেন: পাছাকে কি নিতম্ব বলব ? :প
৪|
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৭
কে ওখানে বলেছেন: আসলে লেখার সময় মার্জিত করার মোড ছিল না । চেঞ্জ করে মার্জিত করে ফেলব
৫|
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৯
কে ওখানে বলেছেন: কমেন্ট টা না হয় নাই বলি , এমনিতেই সবাই মার্জিত ভাষার কথা বলছে @বেনিটগ
৬|
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:২২
রানার ব্লগ বলেছেন: অমার্জিত কিছুই পেলাম না, কাহিনি তা যে ভাষাতেই হক পাঠককে আনন্দ দান করাটাই মুখ্য। আমি আনন্দিত
০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৪
কে ওখানে বলেছেন:
৭|
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:১২
রিমন রনবীর বলেছেন: অমার্জিত কিছুই তো দেখলাম না এখানে। পাছাকে পাছাই বলা উচিত। ![]()
বেশী সুশীল হলে সমস্যা।
ভাল লাগল ![]()
০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৪
কে ওখানে বলেছেন:
৮|
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:০৬
জানতে চায় বলেছেন:
৯|
০৩ রা অক্টোবর, ২০১৩ ভোর ৫:৪৪
মেহেদী_বিএনসিসি বলেছেন: সম্ভবত পাছা না বলে নিতম্ব বললে সেটা সুশীল হতো
সম্ভবত আপ্নে ৫ * ৮ = ৪০ বলেছিলেন..........তাই না ?
১০|
০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৪
কে ওখানে বলেছেন: নাহ রে ভাই । যা বলছিলাম তা খুবই অশ্লীল । বাচ্চাদের মুখে মানায় না ।
১১|
০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৩
নূর আদনান বলেছেন: থ্রী তেই এত ত্যাদর আছিলেন !!?
আমার মনে হয় এখন অনেক ভাল হয়ে গেছেন তাই না
১২|
০৩ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৫
কে ওখানে বলেছেন: হুম ভাই । এখন আমার মত ভদ্র মানুষ পাওয়া কঠিন
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:২৭
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: কি সাংঘাতিক মাইয়া...!!!!