নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেঙে ভেঙে নিজেকে আবার গড়েছি । এইবার হয়তো থাকতে পারবো ।

ভেঙে ভেঙে নিজেকে আবার গড়েছি । এইবার হয়তো থাকতে পারবো ।

কে ওখানে

I'm a narrow-minded guy. But I think myself a free-minded one. আমি খুব প্রাচীন মনস্ক। আধুনিকতার নামে নষ্টামো আমি দু চোখে দেখতে পারিনা, তবে আমি নিজে যে মহাপুরুষ গোছের কিছু, তা না, আমি ভাই স্বাভাবিক মানুষ

কে ওখানে › বিস্তারিত পোস্টঃ

আসুন আজকের দিনটা শুরু করি কয়েকটা অংগিকার করার মাধ্যমে

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩১

আসুন শপথ নেয়:



১।"ক্রিকেট এ বাংলাদেশ ছাড়া অন্য কোন দল সাপোর্ট করবোনা! হারলেও বাঘ,জিতলেও বাঘ! নো ইন্ডিয়া,নো পাকিস্তান"



২।"দেশের উপকার করতে না পারি অন্তত ক্ষতি করবোনা"

...



৩।" এমন কি যদি কখনো দূর্নীতি করতে বাধ্যও করানো হয় চেষ্টা করবো যত কম পারা যাই তত কম দূর্নীতি করতে"



৪।"সাধারণ মানুষকে ভালোবাসবো (দেশের মানুষকে না ভালোবেসে দেশের প্রতি ভালোবাসা কখনোই সম্ভব নয়),অন্তত মানুষের সাথে অহেতুক খারাপ ব্যাবহার করবোনা"



"৫।রাস্টাঘাটে মেয়ে দেখলেই টিজ করবোনা"



৬।" অকারনে লাইট/ফ্যান এক কথায় ইলেক্ট্রিক জিনিস অন রাখবোনা"



৭।"নেশা জাতিয় দ্রব্য ছোবনা যা নিজের,পরিবারের এবং সমাজের জন্যে ক্ষতির কারন হয়ে ডাড়ায়"



৮।"যতটুক সম্ভব মানুষের সাহায্যে এগিয়ে আসবো (অন্তত রক্ত তো দিতে পারি)"



৯।"চোখের সামনে অন্যায় কোনকিছু দেখলে প্রতিবাদ করব,সেইটা যেকোনভাবেই হতে পারে,নিজের সাধ্যের ভেতর অবশ্যই (যেমন রিক্সাআলাকে কেউ ঠকাতে চাইলে,দোকানের মালিক তার কর্মচারিকে ঠকালে ছাত্ররা প্রতিবাদ করতেই পারে"



আমরা তরুণ প্রজন্ম কথায় কথায় দেশকে বদলানোর কথা বলি,এইজন্যে হাত-পা গুটিয়ে বসে থাকলে চলবেনা!



একটা ছোট গল্প বলি।এক দেশে এক রাজার খায়েশ হলো তিনি দুধের পুকুরে গোসল করবেন,তাই তার প্রজাদের তিনি হুকুম দিলেন যাতে প্রত্যেকেই প্রতিদিন রাত্রে ১ ঘটি করে দুধ নতুন বানানো গর্তে ঢেলে দিয়ে যায়! তো প্রজারা কি করলো? তারা ভাবলো "সবাই তো দুধ দেবে,আমি না হয় পানি দেয়",এইভাবে সবাই পানি ঢেলে গেল,পরের দিন দেখা গেলো ওই পুকুর দুধের না পানির পুকুর হয়ে গেছে… এইটাই বোঝাতে চাচ্ছি নিজের ভেতর ঘাপলা রেখে অন্যের কাছ থেকে ভালো চাইবো,এইভাবে কখনোই দেশকে এগিয়ে নেয়া সম্ভব না। কাজেই আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দেশ-মাতৃকার সেবায় এগিয়ে আসতে হবে,বলা তো যায়না আমরাই হয়তো একদিন সোনার বাংলা গড়ে ফেলতে পারি,শুধু দরকার নিজের বিবেকবোধ জাগ্রত করা,দেশের প্রতি আন্তরিক আর নিজের দায়িত্ব-কর্তব্য পালনে সচেষ্ট হওয়া। ট্রাস্ট মি আমরা খুব দ্রুতই উন্নতির শিখরে পৌঁছাতে পারবো,ইন্শাল্লাহ।



সর্বশেষ শপথ ১০।"প্রতিবার অন্তত একবার বুকের বাম দিকটাই হাত রেখে চোখ বন্ধ করে বলব "আমার বাংলাদেশ,আমি তোমায় প্রচন্ড ভালোবাসি" (দেখবেনআপনার ভেতরের দেশপ্রেমটা জেগে উঠছে) :) <৩ বাংলাদেশ <৩

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৬

রানার ব্লগ বলেছেন: ক্রিকেট এ বাংলাদেশ ছাড়া অন্য কোন দল সাপোর্ট করবোনা! হারলেও বাঘ,জিতলেও বাঘ! নো ইন্ডিয়া,নো পাকিস্তা

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:০১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :) :) :)

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৬

হেল্পফুল হাব বলেছেন: ৮। যতটুক সম্ভব মানুষের সাহায্যে এগিয়ে আসবো (অন্তত রক্ত তো দিতে পারি )

কেউ মেনে চলুক বা না চলুক, অনেক দামী একটি পোস্ট। ধন্যবাদ। ++

০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৯

কে ওখানে বলেছেন: :)

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৬

পাইলট ভয়েচ বলেছেন: পোস্টা আমার ভাল লেগেছে কিন্তু একটি কথা দূর্নীতি করব না শপথ নিলাম কিন্তু অন্য কারও দূর্নীতির বস্তু হব না!!! এই শপথ টা বেশি দরকার!!! সমাজে আমরা অনেকই আমাদের কাজের সুবিধার জন্য ছোট খাট দূর্নীতি করিয়ে থাকি।

আমরা যদি দূর্নীতি না করাই তাহলে দূর্নীতিবাজরা দূর্নীতি করার সযোগ পাবে না!

০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

কে ওখানে বলেছেন: হুম । আমাদের সকলের করা উচিত :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.