![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I'm a narrow-minded guy. But I think myself a free-minded one. আমি খুব প্রাচীন মনস্ক। আধুনিকতার নামে নষ্টামো আমি দু চোখে দেখতে পারিনা, তবে আমি নিজে যে মহাপুরুষ গোছের কিছু, তা না, আমি ভাই স্বাভাবিক মানুষ
জ্যাপানীজগুলা পার্লহারবারে কেমনে অ্যাটাক ফেলাইসিলো তার এটা নমুনা আমি আমার নিজের রুমে দেখি।
পরিষ্কার দেখি দূর থেকে ডাইভ দিয়া একটা প্লেন আইমিন একটা মশা পাক খেয়ে ঘুড়তে ঘুড়তে সোজা আমার বরাবর আসতে থাকে ... একেবারে হাতের নাগালে আসা মাত্র আমি থাপড়া দিয়া বোমা মারি, কল্যিউশান হওয়া মাত্র দেখি দুই হাতের তালুই শুধু লেগে আছে, বিরাট শব্দের সাথে বোম্বব্লাষ্ট এর মধ্যে দিয়া প্লেনটা আইমিন মশাটা উপরে দিয়ে বাক নিয়ে উড়ে গেলো এবং তার ২ সেকেন্ড পরেই কই হারায় গেলো ... রাডারে আতিপাতি করে খুজতে থাকি পাই না তো পাইই না, তার কিছুক্ষন পর দেখি কব্জিতে নাইলে গোড়ালিতে পিনপিনা ব্যাথা। অ্যাটাক ফেলাইসে। আর নাইলে ঘুম লেগে যাচ্ছে প্রায়, কানের কাছে এসে উড়ে গেলো এবং ঘুড়তে লাগলো। এই কান থেকে ওই কানে। ওই কান থেকে এই কানে। কই দিয়া মিসাইল ভরে দিবে সুবিধামত জায়গা খুজতেসে।
বাংলাদেশের এইগুলা মশা না রে ভাই। এইগুলা সাক্ষাত শয়তানের চ্যালাচামুন্ডা।
©somewhere in net ltd.