নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো লাগে জীবনকে ভিন্নরপে রুপে দেখতে,জীবনের রস আস্বাদন করতে.......

ধুঁপছায়া

জীবন এত ছোট কেন?

ধুঁপছায়া › বিস্তারিত পোস্টঃ

তনুর শারীরিক মৃত্যু পশুদের হাতে,ওর সম্মানের মৃত্যু আমাদের হাতে.....

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১০:২২

তনু...বলার ভাষা নাই।আমরা কোন জাতিতে পরিণত হচ্ছি??আমাদের এখানে নোংরা জুনায়েদ নিয়ে মাতামাতি হয়,ফেসবুকে ইভেন্ট খোলা হয়,সবার মুখে জুনায়েদ আর জুনায়েদ।
তাসকিন কে অবৈধ করায় সবাই ই শোকাহত।
কিন্তু, আমাদের দেশে এই শোক তনুর মৃত্যুর শোক এর চেয়ে বেশি।তনুর ভয়াবহ মৃত্যুর কথা শুনে ৮০% মানুষ শুধু "সো স্যাড" বলেই এড়িয়ে যাচ্ছে।২-৩ টা ইভেন্ট খোলা হচ্ছে,সবাই ফেসবুকে তনুর ছবি শেয়ার করতেছে স্যাড ইমোর সাথে....ব্যাস,এতটুকুই। আমাদের দৌড় এতদুরই...
এসব এর মধ্যে যে বিষয় টা খুব খারাপ লাগতেছে,যেটা হলো,এ পর্যন্ত যতটুকু দেখলাম,তনু অনেক পর্দানশীন মেয়ে ছিলো,কিন্তু তার এই ভয়াবহ মৃত্যুর পর আমরা তনুর এই সম্মানটুকুও ধরে রাখতে পারলাম না।ঐ পশুরা তনুকে যে ন্রশংস অবস্থায় ছেড়ে গিয়েছিল,ঐ জঘন্য ছবি এখন সবার হোমপেজে.... তনুর জন্য ন্যায়বিচার তো অনেক দূরের কথা,এট লিষ্ট ওর সম্মানটুকু রক্ষা করতে পারলাম না।ঐ পশুরা ওর শরীর ধর্ষন করেছে,আর আমরা এখন ওর সম্মান এর ধর্ষন করতেছি।নিজেদের বিবেকটুকুও আমরা সোশ্যাল মিডিয়াতে বেচে খেয়েছি।শুধুই দীর্ঘশাস,একদিন আমরা বুঝব... সেই একদিন এর অপেক্ষায়...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.