![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্হ মোর নাই বা রইল কোনো ।
সৌন্দর্য তোমার দেখেই ওরা কুপোকাত !
ভাত খাওকা মরদ এক একটা।
পঁচা ডোবা-নালা থেকে ওঠে আসা
মন নিয়ে মুখে ওরা প্রেমের খই ভাজে;
জোর ওদের অই পর্যন্তই -
দুনিয়ার শ্রেষ্ঠত্ববাদী মানুষগুলোর
শকুনি নখ কেটে বাড়ির উঠানময়
বিয়ের আয়োজন করবে; এমন
পৌরষ কই কাঁটাতারে আটকে পড়াদের !!
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
প্রান্তিক জন বলেছেন: যায় অবশ্যই। কোথায় কোথায় একটু ইঙ্গিদ দেন।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৭
শরৎ চৌধুরী বলেছেন: খুবই ইন্টারেস্টিং, আসলেই। একটু ঘষামাজা করা কি যায়?