![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্হ মোর নাই বা রইল কোনো ।
ঘুরে এলাম তার জন্মভূমে
একদিন একা আমি,
একদিন সে-ও এসেছিল
আমার হৃদকাননে।
সেদিন ছিল ইতহাসের এক অন্ধরাত:
মানুষের শয়তানি, পাপাচার, অহমিকা
আর সাধারণের পেটে লাথি মারা
কিছু সবলের নষ্টামিতে ভরপুর সে ঘটনাবলী।
সে রেশ থেকে আজো মুক্ত নয় পৃথিবী;
তবু সে হেসেই এসেছিল এবং
যাবার বেলায় একটুও মলিন দেখিনি তার মুখ।
কেন?
সে কি জানত, ঘটনারা আবারও ফিরে আসবে -
আমার জন্মভূমে, পৃথিবীতে।
©somewhere in net ltd.