![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্হ মোর নাই বা রইল কোনো ।
সুদূর পরাহত কোনো স্বপ্ন যেন সে-
মৃত নক্ষত্রের মতো আছে হয়তো কোথাও,
কিন্তু কোনো অধিকারেই পাওয়া যাবে না তারে।
যেখানে এখনো জ্বলে ওঠে জোনাকি,
ঝি ঝি পোকার চিৎকারে ভরে যায় কান,
বাতাসের পথে হেটে বেড়ায় ফুলের ঘ্রাণ
চাঁদ উঠলে আর সব অন্ধকার।
সেখানে, জানিনা কোন সে স্থান-
এক অনার্য নারী আজো আমাকে
বাতাসের কানে ডেকে যায়।
©somewhere in net ltd.