![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্হ মোর নাই বা রইল কোনো ।
চুপসে যাওয়া তারকাদের ভিরে নাম লিখিয়েছি
অনন্তে মিশে যাওয়ার তাগিদে
পৃথিবীর বায়ু আজ দূষিত ধোয়ার মেঘে
উচ্চ নিনাদে কান কেবলি বধির হয়ে আসে
কিংবা সব্ই ঠিক আছে, কেবল
আমার দেহ যন্ত্রটা বোধহয় অবিকল নয়।
তাই চোখে আজ কেবলি সভ্যতার পতন দেখি
দেখি খিজিরের নিশান হাতে চলেছে আজাজিল
আবাবিল উড়ছে আনমানে
অসভ্যতা দূবীতে। পৃথিবীকে গড়বে
নতুন সাজে সে সভ্যতা কৈ-
তাই কঙ্কর ফেলে না আবাবিল
মিশে যায় অনন্তে।
©somewhere in net ltd.