![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্হ মোর নাই বা রইল কোনো ।
আজি নবঘন বরিষণে
চুপিসারে এল ঘরে
ঝমঝম ঝমঝমিয়ে
মৃদুল নূপুর পায়।
সিক্ত তুমি করলে আমায়
জুড়ালে মোর হিয়া
তবুও যেন কিসের ডরে তোমারে
তোমারে দূরে রাখি প্রিয়া।
অভিমানে দূরে সরে
থেকোনা গো তুমি
স্বপনে ডেকো মোরে
জাগরণে সবই ফাঁকি।
©somewhere in net ltd.