![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্হ মোর নাই বা রইল কোনো ।
বখতিয়ারের ঘোড়া যত দ্রুত এসেছিল বাংলায়,
তারও অধিক গতিতে তুমি চলে গেছ
আমার সীমান্তের কাটাতার ছিড়ে।
কিংবা, তুমি সত্যিই ছিলে কি আমার পরগনায়,
নাকি সে ছিল তোমার গুপ্ত ছদ্মবেশ!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৩
প্রান্তিক জন বলেছেন: আজকাল তো সবকিছুই মিনি হয়ে যাচ্ছে। কবিতা বাদ যাবে কেন??? আর অল্প কথায় কাজ হলে বেশি কথার প্রয়োজন কি।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৯
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমার ব্লগে নিমন্ত্রণ !
ভালো থাকুন ।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৪
এম এ কাশেম বলেছেন: আহারে...........
এত দ্রুত পালিয়ে গেলো
ধরে রাখতে পারলেন না?
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫১
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
তারও অধিক গতিতে তুমি চলে গেছ
আমার সীমান্তের কাটাতার ছিড়ে।
ভালো লাগলো আপনার মিনি কবিতা ! ++