![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্হ মোর নাই বা রইল কোনো ।
বিস্মৃতির ভয়
***********
আমাকেউ কি ভুলে যাবে ইন্দো-বঙ্গ
যেমন আমরা ভুলে গেছি শাহ-বাঙ্গালা,
আমি কি আবারও ক্ষুদ্র হব --
না পদানত হব সাম্রাজ্যের।
আমি কি আবারও ভুলে যাব - আমি মানুষ;
শ্রেণিদাস নই।
আমার বিশ্বাসকেই কি ভাবব আমার শত্রু,
কার কাছে খুঁজব আমার ধান
কাকে বলব দস্যু আমি-বখতিয়ার না মারাঠি বর্গি।
দেশ দিয়ে আমি কি করব
আমি ভালবাসি বাংলা-
শবর নিষাদ ব্যাধের উত্তর পুরুষ আমি
তবু ধন্য আমার মানব জন্ম-
শ্রেষ্ঠত্বের কোথাও কমতি নেই আমার।
তবু উরাল পর্বত সক্রিয় আজো-
সিন্ধুকে ডুবিয়ে দিয়ে ওরা
কতো উপত্যকাকে করে দিয়েছে মরুভূমি।
০১/১০/২০১৪
২| ০২ রা অক্টোবর, ২০১৪ সকাল ৭:৫৯
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৮:২৪
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++
দারুন লিখেছেন ।
ভালো থাকবেন