![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্হ মোর নাই বা রইল কোনো ।
***অবশেষে***
**************
অবশিষ্ট বলে কিছু ছিল না আমার
নিঃশেষে ধরেছিলাম তোমার হাত
কথা ছিল ভাগশেষের দুটি শূন্য হয়ে
মিলিয়ে দেব আমরা আমাদের।
তুমি ভাজ্য হলে না, ভাজক হলে না-
তোমার সন্ধানী মন খোঁজে নিল ভাগফল।
আমার ভাগশেষের সাথে যাকেই মিলাই
কিছুতেই কিছু হয় না, নিঃসঙ্গতা ছাড়া।
আমনের ন্যাড়া ক্ষেত কটাক্ষে বলে,
অবশিষ্ট বলে কিছু নেই আজ আমার।
-----
১১/১১/২০১৪
১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৫
প্রান্তিক জন বলেছেন: শুকরিয়া জনাব।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৬
পথেরদাবী বলেছেন: বাহ..