নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অ আ লিখতে পারি

আমার লেখায় আমি

ফয়সাল আকরাম

আমি হয়তো অন্যরকম, আমরা সবাই কি না?

ফয়সাল আকরাম › বিস্তারিত পোস্টঃ

আজ আনিকার জন্মদিন

১৩ ই মে, ২০০৭ দুপুর ২:৩০

আজ আনিকার জন্মদিন

শান্তি সুখের শপথ নিন (ক্লোজআপহাসি)



আমি একটা মিডি ফাইল বানাইসি কালকে রাতে । আর তো কিসু পারিনা তাই এইটাই আমার জন্মদিনের উপহার। ফাইলটা শোনা যাবে এইখানে:



http://www.faisalakram.com/Anika/



ও একটা গান লেখা শুরু করসিলাম কিন্তু ২ লাইন লেখার পরে ভুয়া লাগতাসিল তাই আর লিখি নাই:



" তোমার জন্মদিনে একটা কিছু দিতে উপহার,

আমি গুনে দেখি সীমিত এই সাধ্যটা আমার.... "





শুভ জন্মদিন বউ

মন্তব্য ২৮ টি রেটিং +২/-১

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০০৭ দুপুর ২:৩৯

নামে কি বা আসে যায়? বলেছেন: শুভেচ্ছা আনিকার জন্য...
ভালো থাকো... ভালো কাটুক... সুখে কাটুক...

কেক কি ফয়সাল বানাইবা?
এর আগের মিডি ফাইলটাও এখনো আছে আমার কাছে... কজ ফয়সাল নামে একটা ফোল্ডার আছে..

২| ১৩ ই মে, ২০০৭ দুপুর ২:৪২

অঃরঃপিঃ বলেছেন: শুভ জন্মদিন, তয় আমি আঁচ পাইছিলাম শুভ কামডায় আপনারা সঙ্গ দিবেন, কিন্তু দিলেন তো ক্যাচাল কইরা। যাউগ্গা। ম্যানি হ্যাপি রিটার্নস

৩| ১৩ ই মে, ২০০৭ দুপুর ২:৪৩

পথিক!!!!!!! বলেছেন: শুভেচ্ছা

৪| ১৩ ই মে, ২০০৭ দুপুর ২:৪৫

দেবরা বলেছেন: Happy Birthday to Anika,Faisal don't be stinggy go buy gift but the poem part was good.

৫| ১৩ ই মে, ২০০৭ দুপুর ২:৪৯

শরৎ চৌধুরী বলেছেন: শুভ জন্মদিন।

৬| ১৩ ই মে, ২০০৭ দুপুর ২:৫৪

কালপুরুষ বলেছেন: আনিকা,
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে মনে হয় তোমার নিজের হাতে বানানো কেক খাওয়ার সৌভাগ্য হবে। ইথারকে বলবে আমার ভাগে যেন হাত না লাগায়। আমি ঠিক এসে হাজির হব। এবার কেক না পেলে আমি রীতিমত আন্দোলন শুরু করে দেব।

৭| ১৩ ই মে, ২০০৭ দুপুর ২:৫৮

ফ্রুলিংক্স বলেছেন: অনেক অনেক শুভ জন্মদিন।

সাদিক/কালপুরুষ দা টিকুজি নামায় নায় এখনো?

৮| ১৩ ই মে, ২০০৭ বিকাল ৩:২৫

লাস্ট সামুরাই বলেছেন: মিডি ফাইলটা এক কথায় অসাধারণ লাগছে, শুনে জটিল মজা পাইলাম । গ্রেট ফয়সাল, তাই জন্মদিনের আর্ধেক শুভেচ্ছা আপনাকেও দিলাম আর শান্তি সুখের শপথও নিলাম

শুভ জন্মদিন আনিকা ... অনেক অনেক শুভকামনা আর শুভেচ্ছা । Many Many Happy Returns Of The Day

৯| ১৩ ই মে, ২০০৭ বিকাল ৩:৩৭

শাহানা বলেছেন: মিডি ফাইল শুনে তারপর মন্তব্য লিখতে বসলাম। শুভ জন্মদিন আনিকা। আপনার রান্নার হাত দিন দিন আরো ভালো হোক, আর আমরাও যেন আরো খাবার চেখে দেখতে পারি।

১০| ১৩ ই মে, ২০০৭ বিকাল ৪:২১

শ্যাজা বলেছেন: শুভ জন্মদিন আনিকা।

১১| ১৩ ই মে, ২০০৭ বিকাল ৪:৩৬

সন্ধ্যাবাতি বলেছেন: ভীষণ সুন্দর একটা দিন কাটান। আর আজ থেকে পরের প্রতিটা দিন যেন আরও সুন্দর হয়...

১২| ১৩ ই মে, ২০০৭ বিকাল ৪:৪০

কনফুসিয়াস বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা। সেই সাথে দুজনের জন্যে শুভকামনা।

১৩| ১৩ ই মে, ২০০৭ বিকাল ৫:০০

চোর বলেছেন: শুভ জন্মদিন।

১৪| ১৩ ই মে, ২০০৭ বিকাল ৫:০৪

ধূসর ছায়া বলেছেন: HaPpY BiRtHdAy

১৫| ১৩ ই মে, ২০০৭ বিকাল ৫:১৪

আনিকা বলেছেন: সব্বাইকে ধন্যবাদ........ দিনটা আসলেই ভালো কাটছে।

১৬| ১৩ ই মে, ২০০৭ বিকাল ৫:৩৪

জামাল ভাস্কর বলেছেন: শুভ জন্মদিন আনিকা...

১৭| ১৩ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:২৩

কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: মা দিবসে জন্মদিন? জটিল তো ... ফয়সাল, আপনার পোলাপান যে খুব ভাল একজন মা পাবে আগেই বইলা দেয়া যায় :-)

শুভ জন্মদিন আনিকা ...

১৮| ১৩ ই মে, ২০০৭ রাত ৮:১৭

সারিয়া তাসনিম বলেছেন: আনিকা
কামডা ভালা করলানা । এই তইথ্য আগে জানলে কি খালি রোস্ট খাওয়াইয়া পার পাইতা ?

অনেক শুভেচ্ছা !

১৯| ১৩ ই মে, ২০০৭ রাত ৮:২৫

ফয়সাল আকরাম বলেছেন: সামুরাই ভাই,ধইন্যবাদ।
কিং ভাই, আবার জিগায়। :)
একটু আগে বাসায় আসলাম। জন্মদিন উপলক্ষে আনিকা জটিল খাওয়াদাওয়া করাইসে। পোলাও,বিফ কোরমা, কাবাব, খাসির রেজালা, চিকেন রোস্ট, ফিস চপ ...... আবার খাওয়ার পরে দই, কাস্টার্ড ( ইয়ামমমমম ) । ও আচ্ছা খাওয়ার আগে ছিল বিপুল পরিমানে কেক আর আইসক্রিম। :) যারা আসতে পারেন নাই, ইনশাল্লাহ নেক্সট জন্মদিনে সবাইকে আমাদের বাসায় নিয়া আসবো।

২০| ১৩ ই মে, ২০০৭ রাত ৮:৩০

যূথচারী বলেছেন: শুভ জন্মদিন আনিকা ...

২১| ১৩ ই মে, ২০০৭ রাত ৮:৩৩

আড্ডাবাজ বলেছেন: শুভ জন্মদিন।

২২| ১৩ ই মে, ২০০৭ রাত ৮:৩৪

আরিফ জেবতিক বলেছেন: আনিকা,মুরগির রোস্ট খেতে চাই আবার।শুভ জন্মদিন।

২৩| ১৩ ই মে, ২০০৭ রাত ৮:৩৭

কালপুরুষ বলেছেন: আনিকা,
সবার পেট খারাপ হইবো। আমারে বাদ দিয়া খাওনের লাইগা সবার জন্য বিনা পয়সায় ফ্লাজিল ট্যাবলেট খাওনের দাওয়াত দিলাম।

২৪| ১৩ ই মে, ২০০৭ রাত ৯:০১

গোপাল ভাঁড় বলেছেন: শুভ জম্মডিন.. আনিকা ভাবি..

২৫| ১৩ ই মে, ২০০৭ রাত ১১:০৪

লাভলুদা বলেছেন: হায় হায়, আমি পার্টি মিস করলাম :(
জন্ম দিনের শুভেচ্ছা আনিকা :)

২৬| ১৪ ই মে, ২০০৭ সকাল ১১:০৩

আনিকা বলেছেন: আমি আসলে ঠিক ঐরকম পার্টি দেই নাই, নিজে কিছু রান্না-বান্না করছিলাম, যাদেরকে ঐসব অখাদ্য দিলেও সোনামুখ করে খেয়ে ফেলবে বলে মনে হইছে, তাদের দু-পাঁচ জনকে বলছি মাত্র।
সবাইরে ধন্যবাদ শুভ-কামনার জন্য।

২৭| ১৪ ই মে, ২০০৭ সকাল ১১:৪০

আবু সালেহ বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা........

ভালোই কেটেছে নিশ্চই.......
আরে নিজের তৈরী অখাদ্যও সুস্বাদু মনে হয়........

২৮| ১৮ ই মে, ২০০৭ সকাল ১১:৪৩

প্রজাপতি বলেছেন: অনেক দেরি হয়ে গেলো, তবু শুভেচ্ছা তো শুভেচ্ছাই। নতুন জন্মদিন দিয়ে শুরু হওয়া বছরটা অনেক অনেক ভালো কাটুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.