নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মুভি প্রিয় মানুষ । অনেক মুভি কালেকশনে আছে আমার । আমি চাই আমার সমস্ত মুভির একটা ক্যাটালগ বা ডাটাবেজ তৈরী করি । কিন্তু অনেক গুলো ভালো মানের সফটওয়্যর ঘাটলেও মনের মত কোন সফটওয়্যার পেলাম না। আচ্ছা এমন কোন সফটওয়্যার কি নাই যে নেট থেকে অটো মুভির সব ইনফরমেশন এবং কভার পেজ ডাউনলোড করে একটি সয়ংক্রিয়ভাবে ডাটাবেজ তৈরী করবে ?
এরকম কারো নাম জানা থাকলে শেয়ার করবেন ।
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৯
ভুলো মন বলেছেন: আমার জানামতে এবং আমি ব্যবহার করি, Movie Monkey যথেষ্ট ভাল।
ব্যবহার করে দেখতে পারেন।