![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাটুয়ারটেক সমুদ্র সৈকতের পর টেকনাফ পর্যন্ত যে প্রাকৃতিক দৃশ্য , তা সত্যিই নয়নাভিরাম ।
দুই মাসের ব্যবধানে দুইবার ঘুরে আসলাম টেকনাফ । প্রাকৃতিক সৌন্দর্য বারবার টানে ।
পাটুয়ারটেক-এর পর রাস্তা ভালো এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ।
একপাশে পাহাড় অন্য পাশে সমুদ্র
একদম মন ভালো করে দেওয়া দৃশ্য
সবুজ ঘাসে ঢাকা মাঠ, তার ওপরে নরম রোদের আলতো ছোঁয়া যেন প্রকৃতির হাসি।
দূরে দেখা যায় নীলচে পাহাড়, তার গায়ে সাদা মেঘের দল খেলা করছে
পাখির কলতান আর হালকা বাতাস মিলিয়ে এক অপূর্ব সুর সৃষ্টি করে
সমুদ্রের ঢেউগুলো সূর্যের আলোতে সোনালী ঝিলিক তুলে আচড়ে পড়ে
চারদিকে শুধু সবুজের ছোঁয়া, যেন প্রকৃতি নিজের রঙতুলিতে ছবি এঁকে চলেছে
নীল আকাশের নিচে বিস্তীর্ণ সমুদ্র যেন এক অপার শান্তির ছায়া।
ঢেউগুলো একে একে তীরে এসে আছড়ে পড়ে, তৈরি করে ছলাৎ ছলাৎ শব্দ।
নারকেল গাছগুলো দোল খায় ঝিরঝির বাতাসে, যেন গান গাইছে
সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রের গা বেয়ে নামতে থাকে, আকাশ রাঙে কমলা আভায়
সন্ধ্যার পর সমুদ্রের বুকে চাঁদের আলো পড়ে রুপালি পর্দা বিছিয়ে দেয়।
সমুদ্রপাড়ের নির্জনতায় মিশে থাকে প্রকৃতির অপার শান্তি ও সৌন্দর্য
ধন্যবাদ সবাইকে
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০২৫ রাত ১১:৪১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সুন্দর।
টেকনাফে আগের মতো কি বার্মিজ আচার মেলে?