| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১ শচিন টেন্ডুলকার (Runs: 15470, Average: 55.44) যে যাই বলুক না কেন , শচিন শচিনই! হোক টেস্ট বা ওয়ানডে... সবখানেই তার রাজত্ব। এখন যেহেতু অবসর নেয় নাই, আশা করা যায় ১৬০০০ রান হয়ে যাবে। ![]()
২ রিকি পন্টিং (Runs: 13346, Average: 52.75) পন্টিং যতক্ষন ক্রিজে থাকে ততক্ষন চোখের পলক ফেলা যায়না। একজন গ্রেট ক্রিকেটার বলতে যা বুঝায়, পন্টিং তাই। ![]()
৩ রাহুল দ্রাবিড় (Runs: 13288, Average: 52.31)দি ওয়াল কে নিয়ে আর কি বলার আছে! ক্রিকইনফো তাকে শেষ ক্লাসিকাল ব্যাটসম্যান বলেছে। বিনয়ি এই মানুষটি মনে হয় জীবনে একটিও গ্রামার ছাড়া শট খেলেনি।![]()
৪ জ্যাক ক্যালিস (Runs: 12379, Average: 56.78) একমাত্র অল রাউন্ডার যার টেস্ট বা ওয়ানডে সবখানেই ১০০০০+ রান আর ২৫০+ উইকেট। ক্যালিসের মত কোন প্লেয়ার দলে থাকলে আর কিছু লাগেনা!![]()
৫ ব্রায়ান লারা (Runs: 11953, Average: 52.88)ক্রিকেট যদি কবিতা হয় তাহলে কবি অবশ্যই লারা, ক্রিকেটের এই রাজপুত্র এখন টেস্টে সর্বোচ্চ স্কোর (4০০*) এর অধিকারি।![]()
৬ এলান বর্ডার (Runs: 11174, Average: 50.56) ওনার খেলা আমি দেখি নি, ক্রিকইনফো পড়ে জানলাম তিনি অস্ট্রেলিয়ার সবচেয়ে খারাপ সময় কে পরিণত করেছিলেন এক রাজকিয় সময়ে।![]()
৭ স্টিভ ওয়াহ (Runs: 10927, Average: 51.06) 'the ultimate evolved cricketer' স্টিভের অসাধারন প্লে মেকিং মিস করি এখনো
![]()
৮ মাহেলা জয়াবর্ধনে (Runs: 10502, Average: 51.22)মাহেলা এক অসাধারন ক্রিকেটিং সেন্স সম্পন্ন ক্রিকেটার। যে ফর্মে আছে! অবাক হবনা লিস্টের দুই -তিন স্থানে উঠে গেলে! ![]()
৯ শিব চন্দরপল (Runs: 10290, Average: 50.44) আলোচনার বাইরে থেকেই দশ হাজার ক্লাবের সদস্য তিনি! ব্যাট ধরা থেকে শট প্লে সবকিছুই একটু অদ্ভুত এই ক্যারিবিয় প্লেয়ারের। ![]()
১০ সুনিল গাভাস্কার (Runs: 10122, Average: 51.12) ওনার খেলাও আমি দেখিনি, কিন্তু পৃথিবীর প্রথম ১০০০০ রান + ৩০ সেঞ্চুরি বানানো প্লেয়ার কে এখন দেখি কমেন্টেটর হিসেবে বাংলাদেশের বিপক্ষে কথা বলতে
![]()
............ একজনের কথা না বললেই নয়.........
কুমারা সাঙ্গাকারা,
তার রান ৯৫০৯, কিন্তু যেভাবে খেলছে! ২০১৩ এর আগেই এই লিস্টে ঢুকে পড়বে সিউর।
একটি প্রশ্ন... বাংলাদেশের কোন প্লেয়ার টেস্টে প্রথম ১০০০০ রান করবে?? আমি কি দেখে যেতে পারব?![]()
ভরসা আশরাফুল ২৪১৯, তামিম ১৭৪৮, সাকিব ১৬৩০ ![]()
GOOD BYE!!
২৩ শে জুন, ২০১২ দুপুর ১:৪২
অসমাপ্ত কবিতা বলেছেন: ধন্যবাদ মাহবুব ভাই
২|
২৩ শে জুন, ২০১২ দুপুর ১:৩৫
রূম্মান বলেছেন: ভরসা আশরাফুল ২৪১৯, তামিম ১৭৪৮, সাকিব ১৬৩০ ![]()
৩|
২৩ শে জুন, ২০১২ দুপুর ১:৩৬
সত্যচারী বলেছেন: উপরের অনেকেই প্রিয় তারকা। বাংলাদেশ উনাদের মত গোটা কয়েকশো ম্যাচ খেললে হয়ত আশা করা যায়
দন্যবাদ এবং প্লাস
৪|
২৩ শে জুন, ২০১২ দুপুর ১:৩৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
রিকি, লারা, মাহেলা, সাংগার খেলা খুব ভালো লাগে।
মাহেলা কেই আমার সব চেয়ে ভয়ংকর মনে হয়।
সব ধরনের ক্রিকেটে মানিয়ে যায়।
টেস্টে এতো ভালো, আবার টি২০ তে কত ভয়ঙ্কর!
আর রিকির ক্ষেত্রে বলবো, দলের জয় আর তার রানের কথা।
এতোগুলো জয় নিয়ে মাঠ ছাড়তে পারা সত্যিই ভাগ্যের। ব্যক্তিগত রেকর্ড ধূলোয় যাক।
৫|
২৩ শে জুন, ২০১২ দুপুর ১:৪৮
জাহিদুল হাসান রাফি বলেছেন: গাভাস্কার বা বোর্ডারের খেলা আমিও দেখিনি। বাকি যারা আছে তারা কেও কারো চেয়েও কম না ! অসাধারণ সব ক্রিকেটার। ব্যাটিং করতে নামলে শুধু তাকিয়ে তাকতে হয়।
সাকিব-তামিমের রেকর্ডও খারাপ না, শুধু বেশী বেশী টেস্ট খেলতে পারলেই হয়।
৬|
২৩ শে জুন, ২০১২ বিকাল ৪:১৯
দ্যা ডার্ক নাইট বলেছেন: ++++++
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১২ দুপুর ১:২৮
হাসান মাহবুব বলেছেন: প্রিয় ক্রিকেটারদের দেখে ভালো লাগলো। বাংলাদেশের কেউ পারতে ম্যালা দেরি আছে। টেস্ট খেলারই তো সুযোগ পায় না।