নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাসী একজন

প্রবাসী একজন › বিস্তারিত পোস্টঃ

মানোজ ভারগাভ- একজন মানব প্রেমিক উদ্যোক্তা!

২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮



পরিচিতি:
মনোজ ভারগাভ
জন্ম- ১৯৫২, লাক্ষনৌ, ভারত।
বর্তমান সিটিজেন- আমেরিকা।
পরিচিত- ফাউন্ডার অব ৫ আউয়ার এন্যার্জি।
বাৎসরিক নেট Profit - ৪ বিলিয়ন ডলার!!



কি অবাক হচ্ছেন! হওয়ার ই কথা। সামান্য একটা এনার্জি ড্রিংস দিয়ে বছরে ৪ বিলিয়ন Profit করা কি ৪টি খানি কথা। আমেরিকার বাজারে উনার প্রবেশ ২০০৪ সালে, এর পর শুধু বদলে যাওয়ার পালা। মানোজ নিজে অবাক হয়েছিলেন উনার Profit এর হিসাব দেখে। উনার মতে এত টাকা দিয়ে আমি কি করবো? তখনই তার সামনে তার মনে সুপ্ত বাসনা মানুষের জীবন উন্নয়ন এর কিছু করা জেগে উঠা আর তিনি সিদ্ধান্ত নিলেন তার উপার্জন এর শতকরা ৯০ ভাগ তিনি খরচ করবেন দারিদ্র মানুষের জীবন উন্নয়ন করার কাজে। এ জন্য আজকে উনাকে মানব প্রেমিক উদ্যোক্তা বলা হয়ে থাকে। এটা কোন রূপকথার গল্প না এটা বাস্তব সাদাসিধা এ মানুষ বদলে দিতে পারেন আগামী দারিদ্র সমাজ কে তার উদ্যোগ দিয়ে। ১৯৭২ সালে আমেরিকায় হাইস্কুল শেষ করে - ১ বছর কলেজ এ পড়ার পর উনি চলে যান ভারতে এবং টানা ১২ বছর সেখানে বিভিন্ন আশ্রমে সন্ন্যাসীর জীবন যাপন করেন! ১৯৯০ সালে উনি আমেরিকায় ফেরত যান এবং ১৯৯০ থেকে ২০০৪ পর্যন্ত বিভিন্ন পেশা যেমন - construction laborer, construction cleaning contractor, accounting clerk, taxi driver, printing press operator and business manager এর কাজ করেন। জীবনে কঠিন পরিশ্রম আর মেধার কারেন আজ তিনি সর্বোচ্চ ধনী ভারতীয় বংশদুত আমেরিকান হিসাবে পরিচিতি এনে দিয়েছে। কিন্তু এখােন তিনি থেমে থাকেন নাই। বাস্তবে একজন সত্যিকারের মানুষের আসল পরিচয় তখন এ হয় যখন তার কাছে সম্পদ থাকে। কাড়ি কাড়ি সম্পদ মানুষের স্বত্ত্বা, ভালত্ব সব ধুয়ে মুছে দিতে পারে নিমিষে। কিন্তু বিশাল ধন সম্পদ মানেজ কে এনে দিয়েছে এক নতুন উদ্যোম তিনি তার অর্থের ৯০ ভাগ ব্যায় করেন বিভিন্ন চ্যারেটি আর মানুষের জীবন উন্নয়নে তার বিভিন্ন চমকপ্রদক উদ্যোগে! তার নতুন নতুন বেশ কিছু আবিস্কার বদলে দিতে পারে মানুষের জীবন!

(চলবে)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.