নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাসী একজন

প্রবাসী একজন › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্রযন্ত্র যখন অকেজো হয়ে যায় তবে সাধারন মানুষকে বলিষ্ঠ ভুমিকা পালন করতে হয়

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

আমি একজন সাধারন মানুষ, প্রবাসে থাকি বলে হয়তো দেশের জন্য মন একটু বেশি কাঁদে। প্রতিটা অস্বাভাবিক মৃত্যূ আমাকে কাঁদায়। দেশের জন্য হাসতে ভুলে গেছি সেই কবে। চোখের সামনে দেখছি প্রিয় মাতৃভুমির তিলে তিলে ধর্ষন আর নিস্পাপ কিছু মানুষের আত্নচিৎকার। কোথায় যাব? কার কাছে যাব? কেউ জানিনা। বর্তমান এর আতংক একটা লোড শেডিং যুক্ত ভবিষ্যতের পথে নিয়ে যাচ্ছে। সরকার, প্রশাসন, সামরিক বাহিনী, বিরোধী সবাই কে আবিস্কার করছি রক্ত খেকো পিশাচ এর চরিত্রে। এই অন্ধকার মুহুর্তে একমাত্র আশা মিডিয়া, ব্লগ। এছাড়া প্রতিবাদ দেখানো বা লেখার কোন মাধ্যম আমাদের কাছে নাই। এই মুহুর্তে আমরাই পারি কেবলমাত্র আমাদের সাহায্য করতে, কিভাবে। ওই যে বললাম ব্লগ, সোসাল মিডিয়া র মাধ্যমে। সামু কর্তপক্ষের কাছে আহবান দীপন হত্যার যে পেইজ তৈরি করা হয়েছে। সেখানে সবার কাছ থেকে যে যা যানে তা প্রকাশ এর আহবান। এবার তদন্ত করবে সাধারন মানুষ। সাবই একটু সজাগ থাকলে অপরাধীদের মুখোশ প্রকাশ করা সম্ভব। কারো আশায় বশে না থেকে আমরা আমাদের চোখ কান খোলা রেখে প্রকাশ করে দিতে পারি অপরাধীদের লুকায়িত মুখোশ। রাষ্ট্রযন্ত্রের উপর আশা করা বৃথা। আমাদের এগিয়ে আসতে হবে আমাদের রক্ষার তাগিদে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.