নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাসী একজন

প্রবাসী একজন › বিস্তারিত পোস্টঃ

বিকল্প পথে ফেইসবুকে ঢুকে ‘অপপ্রচার’, গ্রেপ্তার ৩ বিডিনিউজ২৪

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৭



বাংলাদেশে ফেইসবুক বন্ধ থাকলেও বিকল্প পথে এই অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকে সরকারবিরোধী প্রচারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এরা হলেন-তওহীদ হাসান (২১), তানভীর আহমেদ (১৮) ও ওমর ফারুক (২২)।

বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, “বিভিন্ন ভুয়া আইডি যেমন মাঝি ছাড়া নৌকা, আলবার্ট আইনষ্টাইন ইত্যাদি দিয়ে বিকল্প পথে ফেইসবুকে ঢুকে এরা সরকার তথা রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিল।”

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মো. মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর সামনে রেখে গত ১৮ নভেম্বর থেকে ফেইসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগ অ্যাপ বন্ধ করে দেয় সরকার।

নিরাপত্তার কারণ দেখিয়ে বন্ধ করা হলেও কবে নাগাদ এ মাধ্যমগুলো খুলে দেওয়া হবে তা এখনো স্পষ্ট করা হয়নি।

তবে ফেইসবুক বন্ধ থাকলেও বাংলাদেশে অনেক ব্যবহারকারী ‘বিকল্প পন্থায়’ তা ব্যবহার করছেন।

এভাবে ফেইসবুক ব্যবহারে ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে বলে সতর্ক করে সরকারের পক্ষ থেকে তাতে নিরুৎসাহিত করা হয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.