নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাসী একজন

প্রবাসী একজন › বিস্তারিত পোস্টঃ

বিপিএল নিয়ে জুয়া, মুন্সীগঞ্জে যুবক খুন

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৭

মুন্সীগঞ্জ সদর উপজেলায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলায় বাজি ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন।
বৃহস্পতিবার রাত নয়টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও চিটাগং ভাইকিংসের মধ্যকার খেলায় বাজি ধরাকে কেন্দ্র করে উপজেলার দয়াল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে।
নিহত মোস্তফা (২৩) কুড়িগ্রাম জেলার আলিকপুর উপজেলার সাদভিটা গ্রামের আশেক আলীর ছেলে। তিনি দয়াল বাজার এলাকার একটি খাবারের হোটেলে কাজ করতেন।
তার লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। শুক্রবার লাশের ময়নাতদন্ত করা হবে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল হালিম বলেন, বিপিএল খেলার জুয়ার টাকার ভাগাভাগিকে কেন্দ্র করে রাতে এ খুনের ঘটনা ঘটে। ঘটনার জড়িত সন্দেহে উত্তম (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
খুনে ব্যবহৃত ছুরিটি জব্দ করেছে পুলিশ। এ ব্যাপারে একটি হত্যা মামলা করা হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অজয় পোদ্দার বলেন, মোস্তফার বুকের বামপাশে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.