নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাসী একজন

প্রবাসী একজন › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে গান, পোশাকশ্রমিক গ্রেফতার

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩১


শীর্ষ নিউজ, : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে তৈরি করা গান শোনার অভিযোগে সাভারের আশুলিয়ায় এক পোশাকশ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে চারাবাগ এলাকার মেট্রো নিটিং অ্যান্ড ডাইং কারখানা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর কাছে থেকে একটি মুঠোফোন ও মেমোরি কার্ড জব্দ করা হয়েছে।

আটক রাহেল মিয়ার (২৮) বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছোট মল্লিকবেগ গ্রামে। তাঁর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা হয়েছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মলয় কুমার সাহা জানান, আজ সকালে কারখানার জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন কুমার সাহা খবর দেন, এক শ্রমিক প্রধানমন্ত্রীকে কটূক্তি করে গাওয়া অশ্লীল গান মুঠোফোনের লাউড স্পিকারে শুনছেন। খবর পেয়ে কারখানায় গিয়ে রাহেলকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাঁর শরীর তল্লাশি করে একটি মেমোরি কার্ড ও মুঠোফোন জব্দ করা হয়।

এসআই মলয় কুমার সাহা জানান, এসব গান সহকর্মী হারুনুর রশিদ ও আব্দুল্লাহ মোড়লের মোবাইল থেকে মেমোরি কার্ডে নিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহেল জানিয়েছেন। কিন্তু হারুনুর ও আবদুল্লাহ পলাতক।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, আটক রাহেল ও পলাতক দুজনকে আসামি করে পুলিশ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন ২০০৬-এর ৫৭ (১) ধারায় মামলা হয়েছে। পলাতক দু’জনকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি। - See more at: Click This Link

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪০

চাঁদগাজী বলেছেন:



হায়রে বেকুব, দুনিয়াতে আর গান পেলো না? গরীব মানুষ বেকুবই থেকে যায় আজীবন, পড়ালেখা নেই, দেশের অবস্হা বুঝে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.