![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হল ইউটিউব থেকে কিভাবে সহজেই ভিডিও ডাউানলোড করা যায়। অনেক সময় সফটওয়্যার থাকে না, বা অন্যর পিসি তে বা মোবাইল এ সফটওয়্যার ইন্সটল করা যায় না , যারা জানেন না তাদের কাছে বিষয়টি অনেক কঠিন ব্যাপার কিন্তু আসালে এটি কোন কঠিন ব্যাপারই না। একদম সহজ। আসুন আমরা জেনে নেই কিভাবে খুব সহজেই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায়।
১ আপনি প্রথমে ইউটিউবে যান। এরপর আপনি যে ভিডিও ডাউনলোড করবেন সেটি সিলেক্ট করে ওপেন করুন।
২ ওপেন করা ভিডিওটি প্রথমে চালু করুন। চালু করার পর পুস করুন। এরপর ইউ.আর.এল এ youtube.com তে গিয়ে ইউটিউব থেকে ube শব্দটি মুছে দিন।
৩ https://www.youtube.com/watch?v=5FWirtPCKco এই লিঙ্ক থেকে ube মুছে দিলে https://www.yout.com/watch?v=5FWirtPCKco এরকম দড়াবে। এই সাইট টা একটু অন্যরকম লাগবে
৪ এরপর আপনি যে ভিডিও বা গান ডাউনলোড করবেন সেটির mp3/mp4 ফরম্যাটে চলে আসবে। শুধু অডিও চাইলে mp3 বা ভিডিও চাইলে mp4 সিলেক্ট করতে হবে। সব কিছু ঠিক ঠাক থাকলে লাল রঙ এর একটি ডট/রেকর্ড দেখাবে। আপনি রেকর্ড ক্লিক করলেই ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে যাবে।
তারপর অপেক্ষা করুন। কি হয়ে গেল তো ডাউনলোড। সব মিলিয়ে ১০ সেকেন্ড এর ব্যাপার,
টেস্ট করে দেখুন , না হলে জানান
©somewhere in net ltd.