![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারন ব্যাবসা বাণিজ্য এখন ইলেক্ট্রনিক নির্ভর। সুযোগ করে দিলে কি হবে আমরা সবই জানি
দেশি বিদেশি ব্যবসায়ীদের মধ্যে একটি প্লাটফর্ম সৃষ্টির লক্ষ্যে ১৯৯৫ সালে শুরু হয় মাসব্যাপী দেশের সবচে বড় এই বাণিজ্য মেলা।
আমাদের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার হাল এমন বারোয়ারি মেলার মত কেন ?
কেন চুড়ি ফিতা + সস্তা কসমেটিক্সে দোকানে সয়লাব ?
আমাদের মেলা হবে আমাদের ফ্লাগশিপ প্রোডাক্ট গুলি নিয়ে ,
যেমন পাটের, চামড়ার, কৃষি পণ্যর বা হাল্কা + মাঝারি শিল্পের পণ্য গুলি
কেন আমরা তা পারি না ?
কেন হাজির বিরিয়ানি ৩০০ টাকা প্লেট এর মত ডাকাতি করার সুযোগ দিতে হবে ?
আমাদের ফ্লাগশিপ প্রোডাক্ট গুলি দুনিয়ায় ছড়িয়ে দিতে , বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ কে কেন ইনভাইট করতে পারি না ? আমাদের বিদেশি মিশন গুলি কি এই ব্যাপারে আরো জোরালো পদক্ষেপ নিতে পারে না ?
ক্রস প্লাটফর্ম বানানো গেলে কি হত বলে আপনারা মনে করেন ?
১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৬
বাংলাদেশ এক্সপ্লোরার বলেছেন: সাবাস ভাই, মানুষ তার জাতভাই ভাল চেনে
যা মন্তব্য করেছেন তার পরে এর কোনো কথা বলা সাজে না ,
২| ১২ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪০
রায়হান চৌঃ বলেছেন: ভাই...., হাচিনা / খালেদা বাদ দিলে বাংলাদেশের নিজস্ব প্যাটার্ণ বলতে এখন আর কিছুই নাই, গত ২০ বছরে ৫৬টা বাংলাদেশি পন্যের প্যটার্ন নিজেদের নামে নিবন্দিত করেছেন আপনাদের পরম আত্নিয়রা...... সত্যি এ সব নিয়ে বাংলাদেশি দের কোন মাথা ব্যথা নাই তার প্রমাণ "শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)" সাহেব এর মত ভদ্রলোক দের আচারণে ষ্পষ্ট অনুমান করা যায়।
সুতরাং বাংলাদেশ নিয়ে ভাবার পুর্বে নিজেকে নিয়ে ১০ বার ভাবুন, কারণ দালালের অভাব নাই
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:৩৩
মোটা ফ্রেমের চশমা বলেছেন: অনেক বছর ধরেই বাণিজ্য মেলা আর ঈদের সময়কার গ্রামের মেলার পার্থক্য দেখা যায় না। কারোরই কোন মাথা ব্যাথা নেই। বাণিজ্য মেলায় বরং এখন খাবারের দাম নিয়ে আলোচনা হয়। প্রডাক্ট নিয়ে না।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কেন চুড়ি ফিতা + সস্তা কসমেটিক্সে দোকানে সয়লাব ?
আপনার চিন্তাধারা শিম্পজী থেকে এক ধাপ এগিয়ে। এক চিল্লা দেয়া তাব্লিগ দেয়া মানুষের মত। তারা চল্লিশ দিন মসজিদে মসজিদে ঘুরে মনে করে ইসলামিক স্কলার হয়ে গেছে। তারা কারো কথা বুঝতে চায় না শুনতেও চায় না। নিজে নিজে বড় পন্ডিত।
তাই আপনার উত্থাপিত প্রশ্নের উত্তর না দেয়াই ভালো।