নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ এক্সপ্লোরার

পেশায় আমি একজন ফ্রিল্যান্স ওয়েব ডেভেলওপার , ধন্যবাদ

বাংলাদেশ এক্সপ্লোরার › বিস্তারিত পোস্টঃ

আমরা গুগল, ফেসবুক বা বড় টেক প্রতিষ্ঠানের নজরদারীর স্বীকার .....কিচ্ছু করার নাই

২১ শে মে, ২০১৭ বিকাল ৩:০৩




আপনি গুগল, ফেসবুক, বা ইউটিউব এ লগইন থাকা অবস্থায় কোন প্রোডাক্ট বা সার্ভিস এ সার্চ দিন, যদি না কিনে বেরিয়ে আসেন, বড় কোন কম্পানির প্রোডাক্ট হলে একটু পরেই দেখতে পাবেন যে আপনার ফেসবুক, বা ইউটিউব পারসনাল পেজ/ আক্সেস এরিয়ার তার সেই প্রোডাক্ট এর ব্লক এডস পিছু নেবে , কিছুদিন আপনি এদের হাত থেকে রেহাই পাবেন ই না ।

কয়েকদিন আগে ব্লু হোস্ট ও হোস্ট গেটর এ ক্লাঊড হোস্টিং এর প্যাকেজ দেখেছিলাম , তাদের এডস এখনো তাড়িয়ে বেড়াচ্ছে ,

এখন কথা হ্ল.........।
গুগল, ফেসবুক, বা ইউটিউব লগইন থাকা অবস্থায় আমরা যাই সার্চ / অন্য কাজ করি না কেন , ওরা কুকি ট্র্যাক করে কিন্তু ঠিক টের পায় , এবং এটা একটা বিলিয়ন ডলার এর বিজনেস । এর বিরুদ্ধে আমারা সম্ভবত কিছুই করতে পারবো না । দুনিয়ার কয়েকশ কোটি মানুষের পিছে ওরা নজরদারী করেই যাচ্ছে ।

আগে তেল ছিল এখন ডেটা সবচেয়ে মূল্যবান ব্যবসায়িক পণ্য , শীর্ষ ধনিরা যখন টেক ব্যবসায়ী , ব্যাপার টা বোঝা আরও সোজা

স্নোডেন NSA এর রকম কিছু ব্যাপার ফাস করে দিয়ে এখন USA এর চক্ষুসুল

সাবধান হবেন কোন লাভ নাই

নেট ব্যবহার ছেড়ে দেবেন ? পারবেন না ।

এভাবেই কি চলতে থাকবে ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.