নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ এক্সপ্লোরার

পেশায় আমি একজন ফ্রিল্যান্স ওয়েব ডেভেলওপার , ধন্যবাদ

বাংলাদেশ এক্সপ্লোরার › বিস্তারিত পোস্টঃ

মোটিভেশন কেন সব সময় কাজে আসে না ?

১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৮



Ayrton Senna তখন F1 Court দাপিয়ে বেড়ায়, 1991 Brazilian Grand prix এ গিয়ার বক্স জ্যাম হয়ে গেছে, ব্রেক কাজ করছে না , মাত্র ৬০ ল্যাপ চলে তখনো ,
টিম রেডিও তে তাকে বলা হ্ল Court থেকে বের হয়ে যেতে , কিন্তু সে বের হয় নি, ওই অবস্থায় রেস চালিয়ে যায় , কোচ যা বুঝার বুঝে নিয়েছে, যে ও আজকে মরণ পন করেছে , কান থেকে রেডিও ফেলে , চুপ চাপ পার্থনা করছে যাতে অন্য গাড়ি তে ধাক্কা না দেয় বা দুর্ঘটনায় মারা না যায়, শেষ এ দেখা গেল Ayrton Senna জিতে গেছে, সাংবাদিক রা চেপে ধরতে Ayrton Senna শিকার করেছিল সে মনে মনে দোয়া করেছে যাতে নিজের দেশের ট্রফি অন্য কেউ যাতে না নিয়ে যায় , মরব তবুও হারব না ।

1994 San Marino Grand Prix এ শেনা দুর্ঘটনায় ( wrong stearing settings ) না মারা গেলে হয়ত মাইকেল শুমাখার চ্যাম্পিয়ন হতে পারত না , অনেকে মনে করে শেনা মারা গিয়ে শুমাখার কে জায়গা ছেড়ে দিয়ে গেছে,

এই বার আসল টুইস্ট
মোটিভেশন সব সময় কাজে আসে না , কেন, কেন, কেন ?

টয়োটা ১৫২ টা ফর্মুলা ওয়ান রেস এ অংশ নিয়ে কোনটাই জিততে পারে নাই , সর্বচ্চ ৭ এ এসেছিল , কিসের অভাব ছিল তাদের? কেন তারা বিপুল ইনভেস্টমেন্ট ভেস্তে দিয়ে দল প্রত্যাহার করে নিল ।

টয়োটার মোটিভেশন এর অভাব ছিল ? কিসের অভাব ছিল জানি না

সময়নষ্ট করার জন্য দুঃখিত

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.