নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বীয় স্বত্ত্বার সহিত সত্যের সন্ধানে সর্বদা সচেষ্ট
[যারা শিরোনাম দেখেই ক্লিক করে ভেতরে ঢোকার চিন্তা করছেন তাদেরকে বলছি, আমি প্রথাগত কোন কবি নই। আমি যে গুলো লিখি সেগুলোকে বলি অকবিতা। লেখার সময় কোন নিয়ম বা মাপকাঠির ধার ধারি না। চারপাশে যা দেখি তাই কিবোর্ডের মাধ্যমে তুলে ধরি। শিরোনামেই লিখতে পারতাম ১৮(+), কিন্তু সেটা লিখলে ১৮(-) যারা আছে তারা আরো আগ্রহ নিয়ে পড়তে আসতো! তাই পড়ার পর আপনার কোন প্রকার অনুভূতি বা শিষ্ঠাচারে আঘাত লাগলে আমি দায়ী নই। আপনাকে আমি দাওয়াত দিয়ে ডেকে আনিনি আমার লেখা পড়ার জন্য।]
ভাবছি তোমার শরীরটার কথা
গভীর রাতে যখন আঁকড়ে ধরো
তখন কেন জানি ঘেন্না লাগে তোমাকে
মনে হয় বিশাল কোন অক্টোপাস তার কিল বিল করতে থাকা শুড় দিয়ে পেঁচিয়ে ধরেছে!
ভাবছি তোমার শীৎকারের কথা
আনন্দের আতিশয্যে যখন হিস হিস করো
তখন কেন জানি কুঁকড়ে যায় ভেতরটা
মনে হয় কুন্ডলি পাকানো কোন পদ্ম গোখরা কানের কাছে ছোবল মারার জন্য প্রস্তুত!
ভাবছি তোমার হাতের লম্বা লম্বা নখের কথা
অতিষ্ট হয়ে যখন খামচি দাও আমার বুকে পিঠে
রক্তের লাল ক্ষীণ ধারা আবিরের মতো ফুটে ওঠে
মনে হয় যেন হিংস্র কোন মাদী হায়েনা খুবলে খাচ্ছে আমাকে!
ভাবছি তোমার ঘর্মাক্ত শরীরের কথা
কামনায় দগ্ধ শরীরে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম
সে ঘামের কটু গন্ধ
মনে হয় চৈত্র মাসের গরমে তপ্ত কুকুরের জিভ থেকে টুপ টুপ করে ঝরতে থাকা লালা!
তোমার চুম্বন
তোমার আলিঙ্গন
তোমার হাসি
তোমার অনুভূতি
যৌনতায় ভরা তোমার ভালোবাসা অথবা আমার বিকৃত মন!
উৎসর্গ: আমার পরিচিত কিছু মানুষ যাদের চিন্তা ভাবনা আমার মনকে ভাবিয়ে তোলে!
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫১
মাগুর বলেছেন: না মিথিলা আপু। এটা অনেকটা পরীক্ষামূলক পোস্ট ছিলো। ভালোবাসার সুন্দর রূপতো সবাই খুঁজে নেয়। আমি না হয় অসুন্দর দিকটাই তুলে ধরলাম
২| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৬
মামুন রশিদ বলেছেন: উল্টো পাশটাও দেখলেন, কবিদের দ্বারাই এটা সম্ভব ।
ভাল হয়েছে ।
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:০১
মাগুর বলেছেন: সবাই ভালোবাসার ভালো দিকটা দেখে অভ্যস্ত। কিন্তু খারাপ দিক গুলাও তো দেখা উচিত!
ধন্যবাদ মামুন ভাই
৩| ০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
একজন আরমান বলেছেন:
দুর্দান্ত রুবাইয়াৎ ভাই।
কিন্তু হঠাৎ নেগেটিভ দিক নিয়ে লাগলেন কেন? নেগেটিভ দিকগুলি দাবিয়ে রাখাই শ্রেয় !!!
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:০৩
মাগুর বলেছেন: হে হে হে! আপনারা পজিটিভ দিকের কোন দিকটা বাকি রাখসেন শুনি?
তাই ভাবলাম নেগেটিভ নিয়েই একটু ব্যস্ত হই
৪| ০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
ডট কম ০০৯ বলেছেন: kon ki kobi!
matha purai awlaiya dilen.
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:০৪
মাগুর বলেছেন: তাইলে আর কি করার! তাত্তাড়ি ঠান্ডা পানি ঢালেন
৫| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:১৮
নুর ফ্য়জুর রেজা বলেছেন: মুদ্রার দুইটা পিঠ, এপিঠ এবং ওপিঠ। কবিতা শেষে মন্তব্য, আমার ক্ষেত্রে ভাবনাটা "আমার বিকৃত মন" হলেই খুশি হব। আমি চাই নিখাদ ভালোবাসা, যেখানে শুধু যৌনতা নয়, সবই থাকবে। এমন ভালোবাসা পেলে হয়তো আমি আমার বিকৃত মনকে চিরকালের জন্য মুক্তি দিব।
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:৪০
মাগুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন রেজা ভাই।
শুভকামনা আপনার জন্য
৬| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৪১
পিপাসুক বলেছেন: অসাধারন । আর কিচ্ছু বলার নাই
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৩:০৮
মাগুর বলেছেন: ধন্যবাদ পিপাসুক, অনুপ্রাণীত হলাম। তবে এধরণের অকবিতা আবার লিখবো কিনা জানি না!
৭| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৬
সুমন কর বলেছেন: যে যাই বলুক! কবিদের পৃথিবীতে কোন ধরা-বাঁধা নিয়ম নেই। সব কিছুকেই অনুভব করা এবং প্রকাশ করার ইচ্ছে বা সাহস কবিদের থাকে। অসাধারণ হয়েছে।
+++++++++++++++++......
০৩ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:০৮
মাগুর বলেছেন: চমৎকার মন্তব্য সুমন ভাই। খুব ভালো লাগলো।
শুভকামনা রইলো আপনার জন্য।
৮| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
শুধু প্লাস হবে +++++++
০৩ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:০৮
মাগুর বলেছেন: আপনার প্লাস মানেই তো অনেক কিছু
ধন্যবাদ নিয়েন হালকা
৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:২৩
ড. জেকিল বলেছেন: সুন্দর ......... ঐ ধরনের মন মানসিকতা সবাইকেই ভাবায়।
০৩ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:২৯
মাগুর বলেছেন: হুম, আসলেই ভাবার মতো বিষয়।
ধন্যবাদ ড. জেকিল....
১০| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১:৫৬
মাহবু১৫৪ বলেছেন: ওরে কি কবিতা!!! মাথা আউলাইয়া গেল
পোস্টে ++++
কবিতা কিন্তু সেইরাম হইসে।
০৩ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩০
মাগুর বলেছেন: হে হে হে! তিন গ্লাস পানি খেয়ে সাড়ে সাতখান বুকডন দেন, মাথা ঠিক হয়ে যাবে ১০০% গ্যারন্টী
না হইলে বুকডন ফিরত
১১| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৩:৫৯
স্বপ্নবাজ অভি বলেছেন: এটাই বাস্তবতা !
ট্যাগ না দিয়েই ভালো করেছেন !
চমৎকার !
০৩ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩২
মাগুর বলেছেন: ট্যাগ দিলেই সব মহা উৎসাহে পড়তে আসে! পড়ার মানুষের অভাব নাই, খালি লিখলেই দোষ!!!
ধন্যবাদ অভি ভাই পড়ে মন্তব্য করার জন্য।
১২| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৩
রবিউল ফকির বলেছেন: ভাই সাব কবিটা সেইরাম হইছে। তবে চিন্তাধারাটাও কিন্তু ঠিক আছে। এগিয়ে যান, আমি আছি আপনার পাশে। ভাষার ব্যবহার, শব্দের ব্যবহার সব মিলিয়ে সত্যি ভাল হয়েছে। ধন্যবাদ আপনাকে আপার পরিবারকেও।
০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩২
মাগুর বলেছেন: ধন্যবাদ রবিউল ভাই।
অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
১৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১০:০০
সাউন্ডবক্স বলেছেন: ? কিতা কইতাম!! আফনে শেষ!!!
০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৩
মাগুর বলেছেন: আমি শেষ না ভাই! কেবল শুরু
১৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫০
মুস্তাক বলেছেন: সবাই লিখাটি ভালবাসার বিপক্ষের বলে ব্যখ্যা দিচ্ছেন, কিন্তু আমার তা মনে হচ্ছেনা, এখানে অনেক বেশি ভালবেসে যখন বিনিময়ে প্রতারনা দেখে বা পায়, রাতে ঘরের মধ্যে স্বামী আর দিনে বাইরে বন্ধদের সঙ্গদিয়ে আসা মানুষটির প্রদি এমন মনে হওয়াটাই সমিচিননয়,,,, এগিয়েযও.........................
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৬
মাগুর বলেছেন: ধন্যবাদ মুস্তাক ভাই
১৫| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩৫
চমৎকারী মরদ বলেছেন: কবিতা পড়ার ধৈর্য আমার একদমই নাই । কিন্তু আপনার কবিতা টা এক নিশ্বােশ পড়ে শেষ করলাম । অসাধারণ । ইহা একটি পরিপূর্ণ বিনোদন ।
©somewhere in net ltd.
১| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৭
মিথিলা মাহমুদ বলেছেন: আপনাকে খুব ডিসটার্বড মনে হচ্ছে।প্রচন্ড ঘৃনা কাজ করছে কি?আমার মনে হয় ভালোবাসার সুন্দর রুপটাই খুঁজে নেয়া উচিৎ।