নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চৌধুরী সাহেব

ফাহাদচৌধুরী

ফাহাদচৌধুরী › বিস্তারিত পোস্টঃ

অনলাইনে যারা আয় করতে চান ; শুধু তাদের জন্য অন্যরা বাজে মন্তব্য করবেন না Plz!!

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৫

হয়ত এ ধরনের টিউন দেখলে অনেকে নাক সিটকাবে অভিজ্ঞরা বাজে কিছু মন্তব্য করবে তারপরও লিখলাম কারন আমি আপনাদের টাকা পয়সা নষ্ট করছি না হয়ত নষ্ট করব দুমিনিট সময়।আমাদের মধ্যে অনেক নেটিজেন আছে যারা দিনে অন্তত ৩ ঘণ্টা সময় নষ্ট করে ফেসবুক ব্যবহার করে। আর যারা নেটে ফ্রিলান্সিং করেন তাদের স্যালুট কারন তাদের জন্য দেশ লাভবান হচ্ছে।আর আমরা যারা ফেবু এবং হাবিজাবি করে সময় নষ্ট করি তাদের জন্য এই টিউন।



আমি আপনাদের একটা সাইটের কথা বলব যেটা এখন ও শুরু হয়নি আগস্টের প্রথম দিকে শুরু হবে কিন্তু এখনই মেম্বার হওয়া এবং নিজের টিম গঠন করা যাচ্ছে।এই সাইটির মূল লক্ষ্য হচ্ছে সব সোশাল সাইট এবং ইমেইল প্রভাইডারদের একটি প্লাটফর্মে নিয়ে আসা। এতে লাভ কী? ফেবু যেমন বিলিয়ন ডলার কামাচ্ছে তারাও কামাবে কিন্তু তাদের বিজনেস প্লানটা একটু ভিন্ন কারন তারা তাদের মেম্বারদের ও লাভবান করতে চাচ্ছে।আমি নিচে সাইট টির ঠিকানা দিচ্ছি চাইলে একবার চোখ বুলাতে পারেন। এখানে ক্লিক করুন ক্যাশ উনাইট>https://cashunite.com/Registration



আর কেউ যদি মেম্বার হতে চান তাহলে কেউ আপনাকে রেফার করতে হবে। সাইটের মাঝামাঝিতে দেখেন লেখা আছে Please enter the Referrer Id or the Email address of the person who invited you: সেখানে চাইলে এই ইমেইল টা দিতে পারেন>> [email protected] (যদি চান)



কেউ চাইলে এই ভিডিওটা ও দেখতে পারেন লিঙ্ক >www.youtube.com/watch?feature=player_embedded&v=0JQbR7RIqHY

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩০

তিতুন বলেছেন: অনলাইনে যারা আয় করতে চান তারা rrfoundation লিখে নেটে সার্চ করুন। অনেক মূল্যবান সময় বাঁচবে।

২| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৪

ভাল্লুক আকবর বলেছেন: ভাই আবার ভুংভাং বুঝাইতে আসছেন মানুষদের X(( X(( এটা কি আপনার সাইট নাকি আপনি মেম্বার? এগুলা বাদ দিয়া ভাল কাজ করেন। /:) /:)

৩| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৯

হীরা ৪৪ বলেছেন: X( X( X( X( X(

৪| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৫

মো:মেফতাহুর রহমান মেফতু বলেছেন: ওয়ার্ডপ্রেস গ্রুপ বা আর আর ফাউন্ডেশন সার্চদিন ফেসবুকে । অনেক তথ্যপাবেন ।

৫| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৫

মো:মেফতাহুর রহমান মেফতু বলেছেন: ওয়ার্ডপ্রেস গ্রুপ বা আর আর ফাউন্ডেশন সার্চদিন ফেসবুকে । অনেক তথ্যপাবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.