![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
singnture Tecnology BD limited নামক একটি Multinational Company এর সাথে Airte এর একটা চুক্তি হইছে। এই কোম্পানির সাথে Airtel কিছু corporate সিমের চুক্তি করে, যে সিমগুলা Airtel সেল করে না এই সিমগুলার Authority Singnature Tecnology BD limited…
এই সিমের কলরেট এখন পর্যন্ত বাংলাদেশের সর্বনিম্ন কলরেট!!!!
নিচে কলরেটটা দেয়া হলঃ
Corportare to Other operator 0.65 paisa minute Al time!!
Corporate to Airtel 0.36 paisa Al time!
corporate to corporate 0.25 paisa Al time!
(সব অপারেটররে প্রতি ১০সেকেন্ড পার্লস, মানে যত সেকেন্ড কথা বলবেন তো তো সেকেন্ডের বিল কাটবে)
যারা GP সিম ব্যবহার করেন তাদের ৬০% Save হবে(আগে যদি মাসে ১০০০টাকা লাগতো এইটা ব্যবহার করলে খরচ কমে ৪০০টাকায় চলে আসবে)
রবি ৪৫% আর বাংলালিংক ৩০% খরচ কমে আসবে......
Exm: এই সিম থেকে আমি একটা GP নাম্বারে কল দিছি ০০:২৮ সেকেন্ডে কাটছে ০.৩৭পয়সা আবার GP থেকে কল দিছি অন্য একটা নাম্বারে কাটছে ০০:২৮ সেকেন্ডে ১.০৪টাকা... ০.৬৭পয়সা বেশি!!!!
N:B: আপনারা যদি এই সিম ব্যবহার করেন বা যে একই সিম ব্যবহার করবে আপনারা একে অন্ন্যের সাথে ০.২৫পয়সা কলরেটে কথা বলতে পারবেন।
SIM PRICE :335 tk only...
কেউ চাইলে সিম কিনতে পারেন...(শুধু মাত্র সিলেটবাসীরা)
যোগাযোগ করুনঃ 01733906448
কিন্তু সর্ত সাপেক্ষ
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৬
ফাহাদচৌধুরী বলেছেন: ভাইরে উপরে যা লিখছি সবগুলাই ঠিক..... এইটা Corportare সিম.... আমি ছাড়া এইটা কোন জায়গায় পাবেন না.... আপনি use করলে বুঝতে পারবেন আমি সঠিক বলছি কি না......
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৩
নীলতিমি বলেছেন: ভাই সাড়ে চার বছরের পুরনো এয়ারটেল পোস্টপেইড জাহি* ছাইড়া দেয়ার প্ল্যান করছি আগামি মাস থেকে ।
এবার বলেন কী কারনে এই কাজ করতে হচ্ছে।
সম্ভবত জিপি নিতে যাচ্ছি
*এই প্যাকেজ এখন আর নাই
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২
দ্য রেড ব্যারন বলেছেন: জনাব , আদ্যোপান্ত পাঠ করিলাম। জনস্বার্থে বিষয়টি গুরুত্বসহকারে তুলিয়া ধরিয়া একটি ধন্যবাদযোগ্য কাজ করিয়াছেন। রচনার ছত্রে ছত্রে আপনার মেধা, উন্নত রুচি ও মননশীলতার দ্যুতি বিচ্ছুরিত হইতেছে। কালোত্তীর্ণ রচনা হিসাবে ইহা নিশ্চিতই বিদগ্ধজনের হৃদয়ে স্থায়ী হইবে। সন্দেহ নাই এইরূপ রচনাই হইবে অনাগত প্রজন্মের নিকট সকল অনুপ্রেরণার উৎস। যদিও এই ব্যাপারে আমার জানাশুনা নিতান্ত সামান্য। তবে আমার মনে হয় গুগল, উইকিপিডিয়াতে সার্চ করলে ভালো তথ্য পেতে পারেন। আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করিতেছি
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৬
মোঃ তারিফ হাসান বলেছেন: ভাইরে জিবনে বহু নাম্বার ব্যাবহার করছি। আপনার এই এয়ারটেও বাদদেইনি। জিপি অনেক বেশি চার্জকরে তা সত্যি। কিন্তু রবি, এয়ারটেল, বি লিংক আর টকটক যাই বলি না কেন সবগুলাই চরমপর্যায়ের ফালতু। বিশেষ করে যখন বি লিংক ই্উজ করতাম তখন রবি একটা লোভনিয় অফার দিয়েছিল (সাদা সিদা ঝামেলাহীন) । যেরকম আজ আপনি দিলেন। তখন রবি তে গেলাম। অনেক কষ্ট করে সবাইকে শেষপর্যন্ত ইনফর্ম করলাম যে, আর নাম্বার চেইন্জ করব না। এটাই লাইফ টাইম হবে। কিবনতু বছর খানেক পর মাদারচোদ রবি কিছু না জানিয়েই টেরিফ পরিবর্তন করে দিল। সি সি তে ফোন দিলাম তারা বলল আমি তাদের স্পেশাল বন্ধ সীম চালু আফারের অন্ডারে ছিলাম এতদিন।
তার জর বাদদিয়ে আপনার এয়ারটেল নিলাম। তখন অবশ্য ওয়ারিদ ছিল। সবাকিছিূ ভালই ছিল। কিন্তু শালার ভারতি এসে কিছু না জানিয়ে কলরেট বাড়িয়ে দিল, এমনকি ৬০ সেকেন্ট পালস করে ফেলল।
তো যা বলতে চাছি, গত প্রায় ২-৩ বছর এই মোবাইল কোং গুলু অনেক ধান্ধাবাজীর অফার নিয়ে আসে যা শুধু মা্ত্র আই ওয়াশ। বিশেষ করে রবি, এয়ারটেল, বি লিংক এই তিনটা চরম পর্যায়ের ব্যাক্তিত্বহীন। বিভিন্ন সময়ে বিভিন্ন অফার দেয় কয়েক মাস পর কওয়া নেই বলা নেই টেরিফ পরিবর্তন।