![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মদিনের শুভেচ্ছা কে না পছন্দ করে !!
জন্মদিনের শুভেচ্ছা জন্মদিনেরই একটি অংশ । পৄথিবীর সব মানুষই পছন্দ করে শুভ জন্মদিন শুভেচ্ছা পেতে । বর্তমানে এটি খুবই গুরুত্বপূর্ণ সংস্কৄতি।
জন্মদিন যেই কারো জন্যে এমন একটি দিন হতে পারে যেদিন তার জন্ম। জন্মদিন নানা সংস্কৄতি,ৰৈশিষ্ট্যমূলক কর্মকান্ড অথবা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয় ।
যাইহোক কিছু আধুনিক লেখক এই রসিকতা উপেক্ষা করছে এবং খ্যাতিমান মানুষের জন্ম থেকেই বছরের হিসাব রাখে । যেমন,ঘোষণা করা হচ্ছে যে শেক্সপিয়ারের “চারশতম জন্মদিন(যদিও তিনি বায়ন্ন বছর বয়সেই মারা যান)।
শুভ জন্মদিন এর শুভেচ্ছা বিনিময়ের সংস্কৄতিঃ
অনেক দেশে জন্মদিনের শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে বিভিন্ন সংস্কৄ্তি অনুসরন করা হয়। যেমনঃ
১৷উত্তর আমেরিকায় মেয়েদের ষোড়শ জন্মদিন “সুইট সিক্সটিন” হিসেবে উদযাপিত হয়।
২৷ফিলিপিনের মেয়েদের ষোল বছরে এবং ছেলেদের একুশ বছর বয়সে জন্মদিন উদযাপন
করা হয়।
৩৷জাপানে সংযুক্ত জাতি মাধ্যমটি বিশ বছরের হয়ে গিয়েছে।
৪৷ভারতের কিছু হিন্দু জাতির বালকেরা যেমন ব্রাহ্মণরা বার/তের বছরে একটি বিশাল অনুষ্ঠানের মাধ্যমে প্রতিস্থাপিত হয় যেটি কে “পৈতা উৎসব ” বলে। বাচ্চাটি একটি আশীর্বাদক হিসেবে পৈতা ধারন করে। এটি অনেক জায়গায় উপনয়ন নামেও পরিচিত । এই অনুষ্ঠানটি হিন্দু ব্রাহ্মণ ছেলেদের সংস্কৄতি।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
বাতাসা০২৩ বলেছেন: ভালো লিখেছেন।জন্মদিনের কিছু শুভেচ্ছা বার্তাও দরকার।সাথে মজার কিছু ফটোগ্রাফি ।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৩
উপহারবিডি বলেছেন: জন্মদিন ও বিশেষ দিনে উপহার দেওয়া বাঙ্গালী কালচারের অংশ। আর দূরে থেকেও এই বিশেষ দিনে কাছে থাকার ব্যবস্থা করে দিচ্ছে উপহরবিডি .কম। উপহরবিডি প্রবাসী বাংলাদেশীদের কাছে খুবই পরিচিত একটি ব্র্যান্ড আর গত বছর থেকে আমার বাংলাদেশ থেকেও অনলাইন-এ অর্ডার নিচ্ছি। বিস্তারিত জানতে এই অনলাইন গিফ্ট সপ ভিজিট করুন।