| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফাহিম আহ্মেদ
ব্যক্তিকেন্দ্রিক জীবনের প্রতিচ্ছবি, আয়নার সামনের জন!
অদ্ভুত অনুভূতি, অদ্ভুত এ পথচলা,-
বাস্তবতার সামনে দাঁড়িয়ে, অসহায় হয়ে থমকে যাওয়া;
কাব্যিক কিছু অনুভূতির, অকস্মাৎ মৃত্যুবরণ!
যাপিত এই জীবনের,- এ এক নিদারুণ আত্মসমর্পণ।
বুঝেও বুঝি না, শুনেও শুনি না,
হয়তো বুঝতেই চাই না, চাই না আর শুনতে!
চাই না আর আপরিসীম প্রতীক্ষার প্রহর গুণতে,
চাই না আর স্বপ্ন রঙিন দিনগুলো,
চাই না আর অহেতুক আনন্দে আত্মহারা হওয়ার সুযোগ!
চাই না, চাই না, চাই না; চাই না আর কিছুই।
প্রত্যেকটি ঘটনা পর্যায়ক্রমিক, প্রত্যেকটিই প্রকৃতির নিয়মে শৃঙ্খলিত।
যা পাওয়ার ছিলো, তা হয়তো সম্পূর্ণই পেয়ে গিয়েছি,-
আরও যা পাওয়ার ছিলো, সেটা আর পেতে চাই না।
শুধু একটিই আশা-
প্রিয় মানুষগুলোর প্রিয় মুখগুলো আবার দেখতে পাবার এক অদম্য বাসনা,-
যা পূরণ হবার নয়, কখনোই নয়।
শূন্যতা, এ এক অসীম শূন্যতা, অপরিসীম অপরিমেয় শূন্যতা!
০৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
ফাহিম আহ্মেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
ঈদ মোবারক!
২|
০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:০৭
আমিনুর রহমান বলেছেন:
সুন্দর +
০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৪
ফাহিম আহ্মেদ বলেছেন: ধন্যবাদ ভাই।
ঈদের শুভেচ্ছা।
৩|
০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভাল লাগল কবিতা।++++
০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২৫
ফাহিম আহ্মেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ![]()
ঈদের শুভেচ্ছা।
৪|
০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৫
আলম দীপ্র বলেছেন: সুন্দর কবিতা ।
০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৮
ফাহিম আহ্মেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাই।
৫|
০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২৮
সুমন কর বলেছেন: ভালো লাগল।
০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৫
ফাহিম আহ্মেদ বলেছেন: ধন্যবাদ ভাই।
![]()
৬|
০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ২:০৭
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । ![]()
০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৭
ফাহিম আহ্মেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ..... ![]()
৭|
০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৮
হাসান রাব্বি বলেছেন: অসাধারণ
০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৫
ফাহিম আহ্মেদ বলেছেন: ধন্যবাদ ভাই।
![]()
ঈদের শুভেচ্ছা। ![]()
৮|
০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪০
টুম্পা মনি বলেছেন: সুন্দর
০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৬
ফাহিম আহ্মেদ বলেছেন: ধন্যবাদ। ![]()
৯|
২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৪৪
আরমিন বলেছেন: কবিতা ভালো হয়েছে , প্লাস দিলাম। ![]()
৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩০
ফাহিম আহ্মেদ বলেছেন: ধন্যবাদ আরমিন।
![]()
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯
অপূর্ণ রায়হান বলেছেন: আত্মবিশ্লেষণমূলক কবিতা ভালো হয়েছে ভ্রাতা +
শুভেচ্ছা নিবেন