নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য ,

সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,

ফাহিম আহমদ

কানের পাশে কার যেন স্মৃতি ফাটা বিলাপের করুন সুর।

ফাহিম আহমদ › বিস্তারিত পোস্টঃ

সেমি ফাইনালে আর্জেন্টিনা পরাজয়ের গন্ধ পাচ্ছি :P

০৬ ই জুলাই, ২০১৪ রাত ২:২৭

আজ আর্জেন্টিনার খেলা দেখে পুরাই হতাশ, এমন খেলা দিয়ে সেমি ফাইনাল টপকাইবো বিশ্বাস হয়না । :)

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ৩:০৮

কেএসরথি বলেছেন: এই দল নিয়ে বিশ্বকাপ জেতা আসলেই স্বপ্নের বিষয়। যদি সেমিফাইনালে হল্যান্ডকে হারাইতে পারে, তাহলে কিছুটা চান্স আছে। কিন্তু আমার মনে হয় সেমিতেই বিদায়।

০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

ফাহিম আহমদ বলেছেন: যদিও আর্জেন্টিনা এখনো পরাজয়ের মুখ দেখেনি, কিন্তু হল্যান্ড কে টপকানো চারটে খানি কথা না,

২| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ৩:৪৬

রিফাত হোসেন বলেছেন: কয় কি ?

মেসি বস, খেলা খারাপ খেলল কই ?

বেলজিয়ামকে কি টিম মনে হয় না ?

মাইরালা .. =p~

হল্যান্ড মনে হয় ... ইয়া মার্কা মারা খেলে না..... আর্জেন্টিনাকে মাইরা ভূত বানাইয়া দিল বেলজিয়াম ! হল্যান্ড কি করে কে জানে ? আগে হল্যান্ড পার হোক কোস্টারিকা এর সাথে ! =p~

০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

ফাহিম আহমদ বলেছেন: আরে নাহ, খারাপ খেলল মেসি এই কথা বলি নাই, কিন্তু দু- একজন প্লেয়ারের উপর নির্ভর করে পুরো আরজে টিম ।

৩| ০৬ ই জুলাই, ২০১৪ ভোর ৪:০২

রাজিব বলেছেন: আজকের মত খেললে আর্জেন্টিনা নির্ঘাত ফাইনালে যাবে। অনেক সুযোগ পেয়েছিল। হল্যান্ডের ডিফেন্স আহামরি কিছু নয়।

০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

ফাহিম আহমদ বলেছেন: হলে তো ভাল, কিন্তু এক মেসির আর ডি মারিয়ার উপর পুরো টিম ।

৪| ০৬ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫৪

নীল আকাশ ২০১৪ বলেছেন: অনেকে আর্জেন্টিনা পছন্দ করে তাদের গতিশীল ফুটবলের নান্দনিক প্রদর্শনের জন্য। কিন্তু এবারের বিশ্বকাপে কোথায় গেল সেই গতি? সেমিতে ফাঁকায় বল পেয়ে রবেন যদি এক দৌড় লাগায়, তাহলে তো আর্জেন্টিনার কোন ডিফেন্ডার তারে খুঁজেও পাবেনা। সেক্ষেত্রে একমাত্র ভরসা রোমেরো।

০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

ফাহিম আহমদ বলেছেন: একদম ঠিক

৫| ০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৫

নিজাম বলেছেন: আপনার ধারণা ঠিক নাও হতে পারে। গত ম্যাচে আর্জোন্টিনা পরিস্থিতি অনুযায়ী ডিফেন্সিভ খেলেছে। মেসি রক্ষণাত্মক খেলবে এমনটা আশা করা যায় না। তবে ব্রাজিল-আর্জোন্টিনা বিশ্বকাপ থেকে বিদায় নিলে বাংলার আকাশ অনেকাংশে ভিনদেশী পতাকা থেকে মুক্ত হবে।

০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

ফাহিম আহমদ বলেছেন: তবে ব্রাজিল-আর্জোন্টিনা বিশ্বকাপ থেকে বিদায় নিলে বাংলার আকাশ অনেকাংশে ভিনদেশী পতাকা থেকে মুক্ত হবে। :P

সুপার খাঁটি কথা :)

৬| ০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

সেলিম আনোয়ার বলেছেন: আর্জেন্টিনার দূর্বলতা তাদের ডিফেন্স। আরা তারা মেসি নির্ভর দল ।

০৭ ই জুলাই, ২০১৪ রাত ২:২৯

ফাহিম আহমদ বলেছেন: সেলিম ভাই অনেক দিন পর দেখলাম ভাল লাগল, আসলে আমি নিজেই আসিনা । ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.