![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী মানব.....।. ঘৃণা করি বাংলাদেশের দুই ভন্ড সম্প্রদায় লিগ ও জামাতকে....আমি এমনি..এভাবেই থাকতে চাই আজীবন.......
থলের বিড়াল বেরুল। হাসিনা ১/১১ এর পর বিদেশে গিয়ে আর আসতে চাননি। এবিএম মুসা বলেসেন
Click This Link
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০
উদাসীফাহিম বলেছেন: হাসিনার দ্বারা সবই সম্ভব
২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯
আয়না বাবা০০৭ বলেছেন: টিভির লাইসেন্স না পেয়ে লোকটা উল্টাপাল্টা বকছে
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ। আপনাকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলেছেন তিনি। এ প্রসঙ্গে কিছু বলবেন না?
** হানিফ আমার স্নেহভাজন। আমার মনে হয় না হানিফ এ কথা বলেছেন। বললেও মন থেকে বলেননি। একবার, আমি যখন হাসপাতাল থেকে সবে বাসায় ফিরেছি, হানিফ আমাকে দেখতে এসেছিলেন। আমাকে ভালো না বাসলে তিনি আসতেন না।
* কিন্তু মিডিয়া তো বলছে, হানিফ আপনাকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলেছেন?
** যারা আমার লেখা পড়েন, টক শোর বক্তব্য শোনেন, তোমার এই টক টেক্সট পড়বেন, মানে এদেশের সাধারণ মানুষ— এ প্রশ্নের উত্তর তারাই ভালো দিতে পারবেন। আমি নাকি বর্তমান আওয়ামী লীগের কোনও-কোনও নেতা মানসিক ভারসাম্যহীন— এ প্রশ্নের উত্তর দেশের ষোলো কোটি মানুষের কাছে আছে। তুমি কী বলো ?
বিনয়টুকু ভাল লাগল।
আওয়ামীলীগ কি পাগল হয়ে যাচ্ছে?
ক্ষমতা হারানোর টেনশনে? নাকি ভবিষ্যতের বিচারের ভয়ে???
প্রকৃতি কাউকে ক্ষমা করে না।
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩
এই আমি সেই আমি বলেছেন: বুড়া মুসারে ভীমরতি ধরছে । শেখ মুজিব তৃতীয় শ্রেণির নেতা হলে তার ডাকে এম পি হতে গিয়েছিলেন কেন ? আপনারই ভাষ্য মতে হাসিনাতো আপনাকে কম সম্মান দেন নাই । তাহলে দুষ্ট লোকের কথাই ঠিক । যেই হাসিনা আপনাকে চ্যানেল দিল না আপনি শুরু করে দিলেন আপনার বিষোৎতগার ।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬
সািকল খান বলেছেন: জটিল তো