![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী মানব.....।. ঘৃণা করি বাংলাদেশের দুই ভন্ড সম্প্রদায় লিগ ও জামাতকে....আমি এমনি..এভাবেই থাকতে চাই আজীবন.......
বিভিন্ন ব্লগে অনলাইন মিডীয়ায় সবাই বলছে ছাত্রদল কেন শাহভাগে গেল না বা যাচ্ছেনা, তাদের উদ্দ্যেশ্যে কথা একটাই, সেখানের মীরজাফরের নাটক মঞ্চস্ত হচ্ছে। শাহবাগে প্রথম আন্দোলন শুরু করেছিল অনলিনা এক্টিভিষ্ট রা(তারাও ব্লগে লিগের পক্ষে সরব থাকেন ও সুধাসদনে নিয়মিত যাতায়াত করেন), কিন্তু তারপরও জনগণের প্রতি সরকারের বেইমানি আচরন ও যুদ্ধোপ্রাধিদের বিচারের দাবিতে সাধারণ মানুষ রাস্তা নামে। কিন্তু পরশু বিকাল থেকেই তা ছিনতাই হয়ে যায়। সেখানে বিতর্কিত সংগঠন ছাত্রলীগ অবস্তান নেয় ও নিয়ন্ত্রণ নিয়ে নেয়। দলীয় স্লোগান ও দিতে থাকে। এরকম ছিনতাই আওয়ামীলীগ মুক্তিযোদ্ধ কেও করতে চায়। বিতর্কিত ছাত্র লিগের অস্ত্রধারি সন্ত্রাসীরা (ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাডার তানভির তার দলসহ,ছিনতাইকারি ও অস্ত্রবাজ জিয়া হল সভাপতি নুরে আলম জিকু,ঢাকা কলেজ ছাত্রলীগের অস্ত্রধারী সন্ত্রাসী রিঙ্কু , অস্ত্রব্যবসায়ী সুইন সহ বিগত দিনে অস্ত্র বের করা অনেক সন্ত্রাসী ) সেখানে অবস্থান নিয়েছে। সমাবেশকে কে এখন তারা দলীয় ভাবে ব্যভার করতেছে। আর নীতিবান বামরা চিরকালীন ছাগলের তিন নম্বর বাচ্চার মত দেখতেছে কিভাবে তাদের আন্দোলন ছিনতাই হয়ে গেল। এরকম ভাবেই ছিনাতি হয়েছিল ইতিহাস। ৬৯ এর গণুভ্যুথানেও ভাসানীর অবদান ছিল, কিন্তু তা ছিনতাই হয়েছিল। মুক্তিযোদ্ধের সময় সব লিগাররা ইন্ডীয়াতে পালিয়ে গিয়েছিল। তাদের দলের মধ্যে যুদ্ধ করার লোক ছিল না। বাঙ্গালী সাধারণ জনগণ ও আর্মির,আধা সামরিক বাহিনীর, প্পুলিশের বাঙালি অংশ যুদ্ধ করেছিল। স্বাধীনতার পর তারাই মুক্তিযোদ্ধার ধারক অ বাহক হয়ে যায়। এসকল ঘটনা সমন্ধে ছাত্রদল সজাগ। তাই শাহভাগে দলীয় ভাবে যায়নি(অবশ্য কাল পর্যন্ত বক্তিভাবে গিয়েছিল), চায়নি ছিনতাই হওয়া আবেগের অংশীদার হতে। বামদের ছাগলের তিন নাম্বার বাচ্চার মত ব্যভার আত্নতৃপ্তি পেতে পারে ছাত্রদল নয়।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫
উদাসীফাহিম বলেছেন: যারা অরাজনইতিক ভাবে করছে তাদের স্যালুট। কিন্তু লিগ এটা নিয়ে অন্য তালে আছে।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪
মাইক-মজিদ বলেছেন:
আলাদাভাবেও তো প্রতিবাদ করা যেত ? যেতো না ? আসল কথা হচ্ছে একসাথে রাজনিতী করে এখন তাদের ফাশি দাবী করতে লজ্জা লাগছে ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৬
উদাসীফাহিম বলেছেন: যারা অরাজনইতিক ভাবে করছে তাদের স্যালুট। কিন্তু লিগ এটা নিয়ে অন্য তালে আছে।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭
মাহির কাবির বলেছেন: hasInar chamra,tule nebo amra.
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮
মাহির কাবির বলেছেন: rajakarer chamra purai dbo amRa
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৪
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন: যুদ্ধক্ষেত্রে মাঝামাঝি থাকার কোন উপায় নাই!
কেউ যদি চিপা দিয়া নিরপেক্ষ থাকার কথা বলে পার পেতে চায় তাদের কে ধিক্কার।
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৯
দায়িত্ববান নাগরিক বলেছেন: ছাগবান্ধব কি আর অ্যাম্নে কয়? আমি অবশ্য সরাসরি ছাগুই কই।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২০
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলেছেন: কতক অগ্নিকন্যা নাকি সেখানে তাপ ছড়াচ্ছেণ...