নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উদাসী মানব(এ.এস.ফাহিম) এর বিক্ষিপ্ত ভাবনা

উদাসীফাহিম

আমি এক উদাসী মানব.....।. ঘৃণা করি বাংলাদেশের দুই ভন্ড সম্প্রদায় লিগ ও জামাতকে....আমি এমনি..এভাবেই থাকতে চাই আজীবন.......

উদাসীফাহিম › বিস্তারিত পোস্টঃ

আমি শাহবাগের আন্দোলনকে আর সমর্থন করতে পারিনা বলে ক্ষমাপ্রার্থী

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

শাহবাগের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে গত কয়েকদিন ফেসবুক ও ব্লগে অনবরত লিখেছি। কিন্তু আজ দেখলাম (জানলাম)শাহবাগ আন্দোলনের প্রধান উদ্যোক্তা স্বাচিপের নেতা জিয়াকে নিয়ে অনবরত কুরুচিপূর্ণ কথা বলে ব্লগে ও ফেসবুকে। এতে পরিষ্কার হল এটা আওয়ামি প্রযোজনায় ও বাম পরিচালনায় মঞ্চস্থ নাটক। জিয়াকে যারা নিজেদের অস্তিত্ব মনে করে তারা জিয়াকে অনবরত গালিদেওয়া কোন রংবাজ/দলবাজের কাজকে সমর্থন করতে পারেনা। আমিও ও এখন থেকে আর শাহবাগের এই নাটককে সমর্থন করিনা। এতে যে যাই বলুক আমার কোন হীন্মন্যতা নেই।

মন্তব্য ৪৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

রিফাত হোসেন বলেছেন: Lol bnp awami jamat japa sobi. Ak

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

উদাসীফাহিম বলেছেন: ুম। সবাই নিজের স্বার্থ দেখে। কিন্তু মুক্তিযদ্ধকে নিয়ে জারা নিজের স্বার্থে খেলে তারা ভন্ড। এদের মধ্যে ও জা-শির কুকুরগলোর মধ্যে ফারাক নাই

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

একাকী_পথিক বলেছেন: ami bnp er akjon shomorthok hishebe bolchi....apni jei bhalobashar jonno jonogon er andolon shomorthon korte partechen na.....mar apnar don BNP ei andolon er part hoya to dur...jamat k kule niye boshe ache....a

as a bnp shomorthok...amader uchit ki janen... nijer dol theke kivabe jamat tarano jay oita niye andolon kora...tobei Major zia r BNP fire ashbe abar,

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

উদাসীফাহিম বলেছেন: াই আপনার সাথে একমত। এর জন্যই ত গত কদিন একতানা ফেসবুকে ছাত্রদল ও বিএনপির গ্রুপে শাহবাগের পক্ষে প্রচারণা চালালাম। আমার ফ্রেণ্ড লিষ্টে অনেক নেতা আছে। তারাও অনেকে লিক করেছে, ঢাকা ইউনি ছাত্রদলের অনেকেই বলেছে তার গিয়েছে গত কয়দিন। কিন্তু যখন দেখলাম ছাগল মার্কা দাড়ি নিয়ে এমরান এইটার নেতা, যে কিনা জিয়াকে কুটুক্তি করে তীব্রভাবে, তখন বুঝে গেল্মা নাটক সবই নাটক

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: ভাল তো। অন্ধ আনুগত্য একেই বলে। আপনার কাছে দেশ বড় নাকি জিয়া বড়? একটা কথা মনে রাখবেন, দেশের কাছে কেউই বড় নন। সবার আগে দেশ। আপনার মতাদর্শের সাথে তার মতাদর্শ মিলে না, ব্যাস আপনি লাখো জনতার প্রাণের দাবীকে প্রত্যাখ্যান করলেন। আওয়ামীরাই শুধু নন, বিএনপিরাও যে দলকানা, তা প্রমাণ করার জন্য ধন্যবাদ। আপনি জিয়াকে নিয়ে পড়ে থাকুন, শাহবাগের জনতার আপনাকে না হলেও চলবে। শাহবাগের জনতার বিএনপিকে লাগে নাই, জামাতের সাথে জোটবদ্ধ বিএনপিকে ছাড়াই তারা গর্জে উঠেছে। যেখানে পুরোও বিএনপিকে ছাড়াই কাজ হচ্ছে, সেখানে বিএনপির একজন সমর্থকের আসা না আসায় কিছু যায় আসে না।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

উদাসীফাহিম বলেছেন: াই আপনার সাথে একমত। এর জন্যই ত গত কদিন একটানা ফেসবুকে ছাত্রদল ও বিএনপির গ্রুপে শাহবাগের পক্ষে প্রচারণা চালালাম। আমার ফ্রেণ্ড লিষ্টে অনেক নেতা আছে। তারাও অনেকে লাইক করেছে, ঢাকা ইউনি ছাত্রদলের অনেকেই বলেছে তার গিয়েছে গত কয়দিন। কিন্তু যখন দেখলাম ছাগল মার্কা দাড়ি নিয়ে এমরান এইটার নেতা, যে কিনা জিয়াকে কুটুক্তি করে তীব্রভাবে, তখন বুঝে গেল্মা নাটক সবই নাটক।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

উদাসীফাহিম বলেছেন: শুনেনবিএনপির যাওয়ার না যাওয়াতে যদি কিছু না হয়, তাইলে মিডীয়াতে এত আকুতি কেন? এই শাহবাগে শাধারণ মানুষ দেশের গিয়েছে, তারা জানেনা এটা স্বাচিপের এমরানের আয়োজন, তারা জানে এটা কিছু প্রগতিশিল তরুনের আয়োজন। যদি জানত তাইলে দেখতেন বাম আর লিগ ছাড়া কেউ যেত না।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

*-._তস্রো_.-* বলেছেন: ওটা খান এ ছবুইরারে কইছেরে বলধা গার্ডেন :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

উদাসীফাহিম বলেছেন: যে মানুষ রুপী কুকুর জিয়াকে গালি দেয়, লাথি মারি তার মুখে

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

ভেজাল* বলেছেন: ধন্যবাদ আপনার উপলব্দির জন্য। স্বাচিপ নেতা হলেও এটা অরাজনৈতি আন্দোলন! যারা স্লোগান দিচ্ছে তারা বাম সংগঠন করলেও এটা অরাজনৈতিক সংগঠন!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

উদাসীফাহিম বলেছেন: াই আমিও জানতাম। তাই বহুদূর থেকেও আমি ছিলাম শাহবাগে আমার হ্রদয় দিয়ে।
কিন্তু স্বাচিপের জড়িত জানলে অবশ্যই সমর্থন করতাম না। কারন আমরা জানি স্বাচিপ বা লিগের সংগঠন বা জ-শির কুকুর গুলো তাদের দলীয় স্বার্থ ছাড়া কিছুই দেখেনা

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

মিনহাজুল হক অনিক বলেছেন: Click This Link

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

উদাসীফাহিম বলেছেন: অনিক ভাই, আপনার লিখাই আমারদেশে প্রকাশ করেছে মনে হয়। ধন্যবাদ আমাদেরকে বিভ্রান্তি থেকে উদ্ধার করার জন্য।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

অয়োময় বলেছেন: জামাতরে যারা কোলে নিয়া বইসা থাকে তারা এই আন্দোলন করব কেমনে?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

উদাসীফাহিম বলেছেন: জামাতি কুকুর গুলোকে নামানুর জন্যই এটা নিয়ে প্রচারণা চালিয়েছিলাম। বুঝেছিলাম এটাই সুযোগ। এখন বুঝলাম এটা নাটক। লিগ প্রযোজিত অ বাম পরিচালিত।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১

ইসরাফিতুল ইসলাম বলেছেন: এই আন্দোলন দেশের বৃহত্তর স্বার্থের জন্য । আমার কাছে জিয়া বা শেখ মুজিব বা যে কারো চাইতে দেশই বড় । আপনি এই ক্ষুদ্র স্বার্থ নিয়ে পড়ে থাকুন । আপনি না থাকলেও চলবে

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

উদাসীফাহিম বলেছেন: বৃহত্তর সার্থে বএই শুক্রবার লোকেলকারন্য হয়ে গিয়েছিল। কিন্তু লিগ এটা তাদের স্বার্থে ব্যবহার করতেছে। এটা মানুষ ধিরে ধিরে বুঝতে পারতেছে।
এটা ক্ষুদ্র স্বার্থ নয়, একটি লোক দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে দেশের মানুষকে ধোকা দিয়ে, তা প্রকাশ করা জরুরী।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২

ভেজাল* বলেছেন: আরো গালি ও উপাধির জন্য প্রস্তুতি নিন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

উদাসীফাহিম বলেছেন: ভাকুরা কে কি বলল তাতে আম্র মাথা ব্যাথা নেই। কারণ ওরা মানুষ নয় আওয়ামিলীগ

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

সবুজ-ভাই বলেছেন: অন্য একটি ব্লগে মন্তব্য করেছিলাম তা কপি পেষ্ট করে দিলাম।


সমস্যাটা মূলতঃ এখানেই যে গণপ্রজাতন্ত্রী দেশে মানুষ নেতা খুজে বেড়ায়।
দলবাজী, নেতাগীরি, নেতাদের পেছনে ঘোরা আর নেতা খোজা যতদিন বন্ধ না হবে ততদিন দেশ এমনই থাকবে বদলাবেনা কিছুই শুধু মুখ বদলাবে। যেমন রাজাকারের মুখ বদলে হয়েছে আওয়ামি, বিএনপি ,জাতীয় পার্টি । রাজাকাররা বেঈমানী করেছে ৭ কোটি মানুষের সাথে এরা করছে ১৭ কোটি মানুষের সাথে। রাজাকার, দালাল, দূর্নিতীবাজ এদের সবার চরিত্রই এক শুধু নাম আলাদা। এরাই দালাল, এরাই ধর্ষক, এরাই খুনী , এরাই জনগনের সাথে প্রতারনাকারী। আজ যদি নেতা না হয়ে কেও জনপ্রতিনিধি হত তাহলে তার জনগনের সাথে প্রতারণা করতে হতনা , দূর্নীতি করতে হতনা। কেও কোন দল বা মতবাদ মেনে দেশের দশের জন্যে কিছুই করতে পারে না। এটা একটা ভন্ডামী ছাড়া কিছুই নয়। জাতীয় সার্থ দেখতে হলে সেখানে সমগ্র জাতির পার্টিসিপেশন থাকতে হবে। হাতেগোনা ভিন্ন ভিন্ন মতাদর্শের অমানুষরা কোনদিন দেশের ও জাতির স্বার্থ দেখবে না।

আগুন দিয়ে আগুন নিভিয়ে খুব একটা লাভ হবে না। যতদিন মানুষ না বুঝবে যে আগুন নেভাতে পানি প্রয়োজন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

উদাসীফাহিম বলেছেন: আপনার অনুভুতিকে সম্মান জানাই। আমরা চাই নিঃস্বার্থ দেশ প্রেম। কিন্তু দলীয় স্বার্থ সিদ্ধির জন্য যদি কেউ দেশকে মুক্তিযুদ্ধের এক্সচেতনাকে ব্যবহার করে, তারা নিযামি-মুজাহিদ্দের মত খারাপ।

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

এ.আর.রায়হান বলেছেন: কথা ঠিক ..........

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

উদাসীফাহিম বলেছেন: ধন্যবাদ আপনাকে

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

নায়করাজ বলেছেন: তোমরা জিয়ার সেনারা জামাত শিবিরকে কোলে নিয়া বইস্যা থাক। তোমরা এখনও গণজাগরণের পালস ধরতে পার নাই।

জামাত শিবির তুমাগো গিল্লা খায়া ফালাইছে।

জামাত শিবিরের অর্থনৈতিক শক্তি ভেঙ্গে দেন। ওদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করুন। ওদের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জানুন। ওদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন না। বরং বিনিয়োগ বা অংশীদারিত্ব থাকলে প্রত্যাহার করুন। ইসলামী ব্যাংক থেকে সকল টাকা তুলে নিন। আপনার টাকা দিয়ে ওদের দেশবিরোধী কার্যকলাপ চালাতে দেবেন না।

নিচের লিংকে গিয়ে লেখাটা কপি/পেস্ট করুন। শেয়ার করুন, ছড়িয়ে দিন। সবার সামনে ওদের মুখোশ খুলে দিন। জামাত শিবির পরিচালিত প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পাবেন এখানে : Click This Link

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

উদাসীফাহিম বলেছেন: ামাত-শিবিরের রাহুমুক্ত বিএনপি চাই বলেই প্রতিনিয়ত তাদের খারাপ দিক তুলে ধরতে চেষতা করি।
আর আপনারা যেগুলার শপথ এখন নিতেছেন, তা আমি ভু আগে থেকে পাল করি। জামাতিদের কোন প্রতিষ্টান এড়িয়ে চলি, তা মার্কেট হউক ব্যংক হউক আর হাস্পাতাল হউক

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

মনোজ মুকুট বলেছেন: আহারে! শাহবাগ আন্দোলনের কত্ত বড় সমর্থকরে! ভোদাই, তুমি না হলেও শাহবাগ আন্দোলন চলবে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

উদাসীফাহিম বলেছেন: শুন বামরা, তোমাদের মিটিং্যে তো কাক ছাড়া কেও যায়না। এটা মানুশের আবেগের বিষয়, তাই মানুষ রাস্তায় নেমেছে। যখন সবাই জানবে এটা লিগ প্রযোজিত ও বাম পরিচালিত নাটক তখন দেখবে আবার কাক নিয়ে মিতীং করতেছ।

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

নায়করাজ বলেছেন: রাজাকারের কবর বলতে খান এ সবুরের কবর কইছে - জিয়ার কথা কয় নাই । হুদা মিথ্যা প্রপাগান্ডা চালাইতাছে তুমাগো

দৈনিক কাঠালপাতা আমার দেশ। কারণও আছে। আমার দেশ-এর মালিকানায় সেকেন্ড লারজেস্ট ইনভেস্টমেন্ট জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনীম আলমের।

সুতরাং তারা তো মিথ্যাচার করবেই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

উদাসীফাহিম বলেছেন: আমি আমার দেশ পড়তাম। কিন্তু যখন দেখলাম জামাতিদের গৃহযুদ্ধের হুমকির বিষয় করে লিখেনা, কিন্তু আজকে বামদের/লিগের গতকালের হুমকিকে আজ বড় করে হাইলাইট করেছে, তখন মাহমুদুর রহ্মাঙ্কে মেইল করে লিখেছি আজ থেকে আমার দেশ পড়া বন্ধ করলাম। কারণ দুটৌই হুমকি, কিন্তু আপনি একটা প্রকাশ করেছেন আরেকটা এড়ীয়ে গেছেন।

১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

নিবিড় এখন বলেছেন: এখন তাহলে বুঝছেন। এটা কার কারসাজি.

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

উদাসীফাহিম বলেছেন: জ্বী। আবারো লিগ আমাদের আবেগ নিয়ে খেলল

১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

ভেজাল* বলেছেন: http://somewhereinblog.net/blog/vezal/29766497

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

উদাসীফাহিম বলেছেন: ্ধন্যবাদ ভেজাল ভাই। কিন্তু আপনি তো দেখি খাটি

১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: বিএনপির যাওয়া না যাওয়া নিয়ে আকুতি সমাবেশের খাতিরে বা সমাবেশের উপকারে নয়, বরং বিএনপির নিজের খাতিরে বা বিএনপির নিজের উপকারে। এই সুযোগে বিএনপি নিজেকে প্রমাণ করার একটা সুযোগ পেত। দেশের একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির এইরকম রাজনৈতিক দেঊলিয়াপনা দেখতে অনেকেরই খারাপ লাগে। সবাই চায় বিএনপি সুন্দর হোক, সুগঠিত হোক। সমাবেশের বিএনপির দরকার নাই বরং বিএনপির সমাবেশের দরকার। বিএনপি এমনিতেই ফুটো পয়সার দলে পরিণত হয়েছে। বিএনপির এই দেউলিয়াপনা ঘুচুক। আমরা শক্তিশালী বিএনপি দেখতে চাই।

ওখানে স্বাচিপের এমরান আছে, তা আপনি তো বিএনপির, আপনিও যান। ওখানে কি কেউ রাজনৈতিক ব্যানার নিয়ে গিয়েছে? ওখানে সবাই আমন্ত্রিত, দল মত নির্বিশেষে। ওখানে সবার একটাই দল। দলের নাম বাংলাদেশ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

উদাসীফাহিম বলেছেন: াজনোইতিক ব্যান্র ছিল না বলেই উতসাহ ছিল। দেশের মানুশের সকল আবেগ মিশেছিল শাহবাগে। কিন্তু যখন জানলাম এটা লিগ প্রযোজিত ও বাম পরিচালিত নাটক, তখন বুঝলাম ধোকাবাজ লীগ কাকে বলে

১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

নিয়েল ( হিমু ) বলেছেন: জী ঠিক বিচর চাইনা ।
মহান যেই নেতারা জেলে আছেন তাদের ছেড়ে দেয়া হোক শাহবাগে ;)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

উদাসীফাহিম বলেছেন: বিচার চাই, এই হারামখোর গুলোর আস্ফালন বন্ধ হওয়া দরকার। দেশ স্বাধিনা হলে ওরা আমাদের মানুষদের কে প্রজা করে রাখত। কিন্তু স্বাধিন দেশে রাজাকার-দেশবিরুধীদের আস্ফালন মাথায় রক্ত তুলে দেয়। কিন্তু বিচার নিয়ে রাজনৈতিক খেলা চাইনা

১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

শিক্ষানবিস বলেছেন: তরুনদের বিভ্রান্ত করা সহজ। এই কাজটি করেছে আমাদের মতলববাজ সশীল সমাজ, মিডিয়া ও রাজনৈতিক দলগুলো।
আমি নিজে দেখেছি, ভাষানটেক বস্তি থেকে আওয়াম লীগের এক নেতা লোক ভাড়া করছে। মিরপুর এক নম্বরে একটি ফ্লাটে দেখেছি কোন কাজের বুয়া আসেনি শুক্রবার। দুইশত টাকার জন্য তারা শাহবাগ গেছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

উদাসীফাহিম বলেছেন: াই কি বলব আমি নিজেও তো বিভ্রান্ত হয়েছিলাম। আবেগ নিয়ে গতকাল পর্যন্ত চিল্লাইছি, জাশি অনেক গালিও শুনেছি। বুঝিনাই লিগ প্রযোজিত ও বাম পরিচালিত ণাতক এটা।

২০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১১

এস বাসার বলেছেন: সারা বাংলার তরুনদের কাছে আজ জামাত-বিএনপি একই হালের গরু।

হ্যা, আলীগের কুকামের লিস্টও অনেক লম্বা, কিন্তু শাহবাগের চেতনা দলীয় চামচামির ফল নয়, বরং বাংলাদেশের সকল রাজনৈতিক নেতাদের গালে চপেটাঘাত।

অপেক্ষা করুন, সামনে সুসময় আসছেই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

উদাসীফাহিম বলেছেন: আমিও মনে করতাম শাওবাগে দলীয় রাজনিতির পরাজয় ঘটেছে আবেগের কাছে। কিন্তু এখন পরিষ্কার হয়ে গেছে এটা আওয়ামিলিগের ব্রেইন চাইল্ড

২১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

bangal manus বলেছেন: জামাতি কুত্তার বাচ্চারা ভুয়া নিউজ দিয়ে যাচ্ছে , এই খানকিরা পোলাগো জন্মেই সমস্যা আছে মনে হয়

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

উদাসীফাহিম বলেছেন: ামাতি আর বাল দুইটার জন্মের সমস্যা আছে। ওদের যত পার গালি দে, আমার পক্ষ থেকেও দিস। কারন জামাত ও বা তোরা দুতৌ অমানুষের দল।

২২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

যোগী বলেছেন: তুই কেন শাহবাগে গেছিলি ????

খালেদা জিয়া জানলে তোকে পাগলা কুত্তা দিয়ে ুদাবে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

উদাসীফাহিম বলেছেন: ্তোরে কি কুত্তা দিয়ে চুদাইছে? খাঙ্কির পোলা। ত বাপ বালের দালাল এটা বল্ব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.