নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উদাসী মানব(এ.এস.ফাহিম) এর বিক্ষিপ্ত ভাবনা

উদাসীফাহিম

আমি এক উদাসী মানব.....।. ঘৃণা করি বাংলাদেশের দুই ভন্ড সম্প্রদায় লিগ ও জামাতকে....আমি এমনি..এভাবেই থাকতে চাই আজীবন.......

উদাসীফাহিম › বিস্তারিত পোস্টঃ

জামায়াতের সবাই বিকৃত মস্তিষ্কের: ফরিদ মাসঊদ

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

জামায়াতের সবাই বিকৃত

মস্তিষ্কের: ফরিদ মাসঊদ



নিজস্ব প্রতিবেদক

নতুন বার্তা ডটকম

ঢাকা: জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে বাংলাদেশ ওলামা-মাশায়েখ পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দীন মাসঊদ বলেছেন, “জামায়াতে ইসলামের সঙ্গে যারা যুক্ত তারা সবাই ‍বিকৃত মস্তিষ্কের মানুষ। তারা ইসলামকে বিকৃত করেছে, ধর্মের অপব্যবহার করেছে। এজন্যে তাদের বিচার করতে হবে এবং তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।”



সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ওলামা-মাশায়েখ পরিষদ আয়োজিত ‘যুদ্ধাপরাধীদের বিচারে গণস্পৃহা: সাম্প্রতিক নতুন প্রজন্মের উত্থান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।



মাওলানা মাসঊদ বলেন, “জামায়াতে ইসলামী হলো সাঈদী, নিজামী, মুজাহিদী, কাদের মোল্লা তৈরির কারখানা। তাই এখন শুধু তাদের ফাঁসি দিলেই হবে না। তারা যেন আর নতুন করে এদের মতো আর কাউকে তৈরি করতে না পারে সেজন্যে জামায়াতে ইসলামী নামের ওই কারখান বন্ধ করতে হবে।”



বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “শহীদ জিয়ার দল হয়েও আপনারা এদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। এর মাশুল আপনাদেরকেই দিতে হবে।”



তিনি বলেন, “তারা বিএনপিকে ব্যবহার করেছে তাদের স্বার্থের জন্যে। বিএনপি ছাড়া অচল। তারা যদি বিএনপি ছাড়া নির্বাচন করে সারা দেশে একটিও আসন পাবে না।”



কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগে তরুণ প্রজন্মের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে তিনি বলেন, “তরুণ প্রজন্মের যে জাগরণ সৃষ্টি হয়েছে আমি এটাকে প্রত্যাশা বলবো না, এটা প্রত্যাশার চেয়ে বেশি।”



মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইবুনালের বিচারকদের উদ্দেশে তিনি বলেন, “সাঈদীর বদ-দোয়ায় ভয় পাবেন না। তিনি জালেম তার বদ-দোয়া আল্লাহর কাছে পৌঁছাবে না। আমি কোরআন ও হাদিসের আলোকে বলছি, আপনারা ভীত না হয়ে ন্যায়বিচার করুন।”



সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন সাইফির সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলানা আরীফ উদ্দীন মারুফ, রামপুরা জামে মসজিদের খতিব আব্দুর রহিম, দৈনিক প্রভাতের নির্বাহী সম্পাদক শাহাদৎ হোসেন ও ইত্তেফাকের নির্বাহী সম্পাদক শাহীন রেজা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.