নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উদাসী মানব(এ.এস.ফাহিম) এর বিক্ষিপ্ত ভাবনা

উদাসীফাহিম

আমি এক উদাসী মানব.....।. ঘৃণা করি বাংলাদেশের দুই ভন্ড সম্প্রদায় লিগ ও জামাতকে....আমি এমনি..এভাবেই থাকতে চাই আজীবন.......

উদাসীফাহিম › বিস্তারিত পোস্টঃ

খুনিদের সাথে আতাত করে ক্ষমতায় যাওয়া যায়, আদর্শ তৈরী করা যায়না, আদর্শের বুলি কপচানো যায়না। :( :(

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

১৯৮৮ সালের ২৩ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী।

১৯৯৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এনামুল হকের ছেলে ছাত্রদল নেতা মোহাম্মদ মুছাকে নৃশংসভাবে হত্যা ।

১৯৯৭ সালে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট দখল করার জন্য ছাত্র সংসদের ভিপি মোহাম্মদ জমির ও ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরিদউদ্দিনকে গুলি করার পর তাদের হাত-পায়ের রগ কেটে হত্যা ।

১৯৯৩ সালের ৬ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের ওপর সশস্ত্র হামলা । ছাত্রদল ও সাবেক ছাত্র সংগ্রাম পরিষদ মিলে গঠিত সর্বদলীয় ছাত্র ঐক্যের ওপর হামলায় ছাত্রদল নেতা বিশ্বজিৎ. হত্যা।

১৯৯৬ সালে জাসাস বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমানকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা।



২০০২ সালে সিলেটে মদন-মোহন কলেজে ছাত্রদল নেতা জুয়েল হত্যা।



উপরোক্ত হত্যা কারা করেছে, সবাই জানি। দলের আদর্শ রচনা করতে গিয়ে এরা শহিদ হয়। তাদের রক্তের সাথে বেইমানি করে,লাশের উপর পাড়া দিয়ে খুনিদের সাথে আতাত করে ক্ষমতায় যাওয়া যায়, আদর্শ তৈরী করা যায়না, আদর্শের বুলি কপচানো যায়না।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

মোঃ মহসিন আলম (রনি) বলেছেন:

আপনিতো একটি দলের কথা বললেন, কিন্তু অন্যদুটি প্রধান দলের ইতিহাস তো আরও ভয়াবহ।





নতুন শক্তি চাই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

উদাসীফাহিম বলেছেন: অন্য দুটি দল দল হিসেবে খুনোখুনি করেনি(অবশ্য ২৮ অক্টবর ২০০৬ সালে হাসিনার নির্দেশে সাপের মত মানুষ মেরেছিল)

কিন্তু আমি যেদলটির কথা বলেছি, এরা অন্যদলের কর্মিদের খুন করার নির্দেশি দেয়।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

উদাসীফাহিম বলেছেন: অন্য দুটি দল দল হিসেবে খুনোখুনি করেনি(অবশ্য ২৮ অক্টবর ২০০৬ সালে হাসিনার নির্দেশে সাপের মত মানুষ মেরেছিল)

কিন্তু আমি যেদলটির কথা বলেছি, এরা অন্যদলের কর্মিদের খুন করার নির্দেশি দেয়না। লজিস্টিক সাপোর্ট ও দেয়। এমনকি গোপন ঘাতক দল লালনও করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.