নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উন্মাদ

ফাহমিদা ইয়াছমিন

ফাহমিদা ইয়াছমিন › বিস্তারিত পোস্টঃ

অন্ত্যহীন অজানায় -- ৩

২৯ শে মে, ২০১৮ রাত ২:৪৩



মাঝে মাঝে ভাবতাম যদি অন্য কিছু হয়ে জন্মানো যেতো, তাহলে কেমন হতো?
না, আমি জীবনানন্দ দাশ নই, নই রবীন্দ্রনাথ। একবার মরতে পারলে 'বেঁচে যাই ' পাবলিক আমি, মরার পর 'বাংলার প্রকৃতি' দেখতে আসবো!!! লিটারেলি এতো ক্যারা নাই...

প্রকৃতি আমায় ভাবায় না, হয়তোবা আমিই পাত্তা দেই না.. রোজকার পত্রিকা, জার্নাল, ম্যাগাজিনে হেডলাইন একাকার যত্তসব ডিফিউশন, ইলিউশন, বেডেল্ময় জগত.. ক্যানো চাইবো আবার এখানে আসতে??
মানে ক্যানো?
লজিকটা কি?
মাঝে মাঝে মনে হয় কবি সাহিত্যিকরা কতো বোকা বোকা গল্প কবিতা লিখে গেলো 'এসব' নিয়ে.. ক্যানো?

মানুষ ভাবে 'আমি' বড় নেগেটিভ মাইন্ডেড। আমি বলবো--- ভাই, আশেপাশে পজিটিভটা কি দেখছেন? হয়তো এটা সত্যি-- আজকাল সহজে কোনো কিছুতে অবাক হই না, ব্যপারটা অটো আনইন্সটল হয়ে গেছে, নির্মল হাসি না, হাসি পায় শুধু নিজের জীবনটা দেখলে...

তবে সবসময় যে এমন সাদামাটা অনুভূতিশূন্য নিরেট 'প্রানী' ছিলাম - তাও না। ছিলো এককালে সব, ছিলো হাজারো রঙ, দেখতাম, অবাক হতাম, মুগ্ধ হতাম, দুচোখ ভরে জ্যোৎস্না, সূর্যাস্ত.. বোবা দেয়ালে নির্বান লাইন ধরে হেটে যাওয়া পিঁপড়া দেখেও বলতাম-- 'অদ্ভুত সুন্দর '। মাঝে মাঝে নেশা লাগতো, হয়তো স্বপ্ন দেখছি, বাস্তবটা এতো সুন্দর হয় নাকি??
রূপকথার মতো ছিলো জীবনটা, আমি আলাদিন আর আমার জাদুর জিনির মতো জীবনটার উপর যেনো নিজেরি নজর লেগে যাবে আর চরকাকাটা বুড়ি আনলিমিটেড কালাটিকা সাপ্লাই করে যাবে...
দুই শালিক দেখে ভাবতাম - আজ দিন ভালো যাবে, আর এক শালিকে খারাপ, কতো আজগুবি বিশ্বাস আর ইলজিক্যাল ভাবনা সব। এসব বিশ্বাস 'সুখে থাকতে ভুতে কিলায়' টাইপস লাগতো, এখনও লাগে...
বাউন্ডুলে ঘুরে বেড়াতাম, আর ভাবতাম যদি গুপিগাইন-বাঘাবাইনের মতো একজোড়া জাদুর জুতো থাকতো, যেখানে খুশি চলে যেতাম, ভুতের রাজা আমার অনুগত, কথায় কথায় আদেশ দিতাম--' হামকো সুন্ডি লে চালো..'
আচ্ছা, গুপিগাইন-বাঘাবাইন কে বাংলার 'ডক্টর স্ট্রেইঞ্জ' বললে ক্যামন হয়?

সেই আমি আর এই আমি...
এখন এসব ভাবলে হাসি পায়, মাঝে মাঝে মনে হয় আমি কর্ডাটা না, আর্থ্রোপোডা। একজীবনে এতোবার খোলস বদলে এক অদ্ভুত প্রজাতিতে নাম লিখিয়েছি। হয়তো জিনোম সিকোয়েন্সে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থায়ামিনগুলো বন্ড অর্ডার ভুলে নিজের ইচ্ছেমতো ক্রমশ জড়িয়ে যাচ্ছে হাজারো প্যাঁচে, যেখানে প্রভাবক আমি নিজে অথবা আমার আশেপাশের পরিবেশ।
জটিলতায় ভর করে নিরেট দেহে কোনোভাবে অক্সিজেন নিয়ে বেঁচে আছি, যেটাকে তুমি বলো--'বাঁচার জন্য বেঁচে থাকা', আলোর বেগে জীবন বদলাচ্ছে
আর এই আমি
নিজেরে হারায়ে নিজেরে খুঁজি...

সেলুলয়েডে এলআরবির গান চলছে, "চলো বদলে যাই"♪♪♪, আরে সম্ভব নাকি?
এভাবে হাজারো আইয়ুব বাচ্চুর শতো আবেগের আবদার আমার কাছে নিত্য মাঠে মারা যাচ্ছে..

হ্যা, মাঝে মাঝে তোমায় মনে পড়ে। জানো লাবন্য, আমি আসলে একটা 'ভাইরাস'। নিজস্ব কোনো সত্তা নেই, অথচ 'তুমি' ভাবনাতেই জীবনটা হুট করে হাজারো রঙ পায়, আর 'আমি' ভাবনাতে, আবার অই জড় পদার্থ হয়ে যাই...

ভালো থেকো
তোমার 'অমিত

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.