![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল কেউ অন্ধকার ঘরে স্মৃতি রোমন্থনে পড়ে থাকে না
মুঠোফোনটা আর মুঠোফোনে আটে না,
কিন্তু তাতে কি? আবেগগুলো তো ঝরে যায় না। সন্ধ্যা কেটে রাত গড়ায় কিন্তু 'সময়' গড়ায় না,
রাত থেকে আরেকটা দিন হতে দেখি, কিন্তু নতুন দিনটা 'আশা' যোগায় না,
তুমি বা আমি আজো হয়তো বসে থাকি, কিন্তু ইগো ভুলে সবটা আগের মতো হবে না ,
কিছু 'চাওয়া' কখনোই 'পাওয়া' হয়ে ওঠে না ।
মাঝে মাঝে মনে হয়, আমার নীল আকাশটা শুধু আমার একার,
নীল থেকে ধূসর হয়, ধূসর থেকে কালো, চেয়ে থাকি, তবুও তা 'অপেক্ষা' না।
মুখোশ পড়া এ দুনিয়ায় তুমি আমি হয়তো কাছে, কে জানে হয়তো যোজন দূর থেকে মুক্তির প্রার্থনা করে যাচ্ছি...
কখনো শত বন্ধু আনন্দের ভীড়েও যখন 'একা' লাগে, সেটাকে কি দিয়ে ডিফাইন করবো?
সবটা আপেক্ষিক। নিজের বাহিরটা যখন ভেতরটাকে মানতে নারাজ , আজকের আমি যখন কালকের আমিকে মানতে পারি না, বা একা আমি আর সবার মাঝে আমিটায় কতো তফাত, এই অনুভূতিগুলোর নাম কি? কি দিয়ে ডিফাইন করে?
সবজায়গায় নিরস 'সুখ' খোজাটাও একটা অভ্যেস , কিছু না পাওয়ার বেদনাটাও ফিকে লাগে, কম বয়সে বুড়িয়ে যাচ্ছি? কষ্ট করে সুখে থাকার মাঝে কি বড়াই?
প্রশ্নের পর প্রশ্ন যখন দিনশেষে অন্ধকার ঘরটায় উত্তর পেতে চায়, নির্বাক আত্মার মতো তোমাকে তাড়া করে বেড়ায়,
শান্তি চাই শান্তি চাই - করে এই অশান্ত মনটার মুক্তি কোথায়?
দুনিয়া ভাবে, ব্যপারগুলো জটিল করলেই জটিল হবে , সময় নষ্ট, ভুতের ব্যগাড়ে অলস মস্তিষ্কের শয়তানি চাল ছাড়া কিছু না, কিছু প্রশ্নের উত্তর হয় না,
আল্লাহর সৃষ্টিটাই যেখানে রহস্য সেখানে উত্তর খুঁজে মরাটা- শুধুই শূন্যতায় ভাসাবে। এই ব্যপারে যখন সৃষ্টি স্রষ্টা ব্যপারগুলো জড়ায়, তখন মাথাটা ধরে যায়, উত্তর খুজার চেষ্টা করেছি, হয়তো চেষ্টাটা যথার্থ ছিলো না, মাঝে মাঝে মনে হয় হয়তো মানুষ না হয়ে অন্যকিছু হয়ে জন্মালে এই জটিল মনটার সৃষ্টি হতো না, অন্তত নিউরন গুলো সুস্থ থাকতো ...
০৮ ই মার্চ, ২০২০ রাত ২:১৬
ফাহমিদা ইয়াছমিন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩১
এস সুলতানা বলেছেন: ভালো লাগলো